মাছ ধরতে গিয়ে সাপ ধরার একটি স্মৃতি||
বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। শৈশবের সুন্দর মুহূর্ত গুলো অনেক বেশি মনে পড়ে। আর কিছু কিছু স্মৃতি আছে যেগুলো মনে পড়লেই খুবই ভয় লাগে। আর সেরকমই একটি শৈশব স্মৃতি শেয়ার করতে চলে এসেছি আজকে।
মাছ ধরতে গিয়ে সাপ ধরার একটি স্মৃতি:
.jpg)
source
ছোটবেলায় মাছ ধরতে আমার খুবই ভালো লাগতো। বলতে গেলে মাছ ধরা এক প্রকারের নেশা ছিল। আর এই মাছ ধরার নেশা আমাকে অনেক বেশি টানতো। স্কুল ছুটির পর বাড়িতে ফিরেই মাছ ধরতে চলে যেতাম। আমাদের পুকুরেও বিভিন্ন রকমের মাছের চাষ হতো। কিন্তু বাড়ির পাশের নদীতে মাছ ধরতে গেলে আরো বেশি ভালো লাগতো। বিশেষ করে সবার সাথে যখন মাছ ধরতে যেতাম তখন অনেক আনন্দ হতো।
একদিন স্কুল ছুটির পর আমার চাচাতো ভাই এবং গ্রামের কিছু বন্ধুদের সাথে মাছ ধরতে গিয়েছিলাম। তখন নদীতে পানি অল্প ছিল। বলতে গেলে পানি অনেকটা শুকিয়ে গিয়েছিল। আর সেই সময় মাছ ধরার আনন্দটা অন্য রকমের ছিল। সবাই হাত দিয়ে চেপে চেপে মাছ ধরছিল। আমি জানিনা আপনারা এভাবে কখনো মাছ ধরেছেন কিনা। কাঁদার ভিতর হাত দিয়ে চেপে চেপে মাছ ধরার আনন্দটাই ছিল অন্য রকমের।
এভাবে কাঁদা চেপে চেপে হাত দিয়ে মাছ ধরলে সব সময় দেশি মাছগুলো পাওয়া যেত। আর সেদিনও আমরা যখন মাছ ধরছিলাম হঠাৎ করে আমার এক বন্ধু বলে উঠলো সে বড় একটি মাছ পেয়েছে মনে হয়। প্রথমে বাইম মাছ ভেবেছিল। কিছু না বুঝে উপরে তুলেছে। অমনি দেখে সাপের বাচ্চা😆। কে আর কোথায় যায়। সবগুলো পানি থেকে উঠে এক দৌড়ে উপরে চলে গেছে।
যেই ছেলেটি সাপের বাচ্চাটি ধরেছিল তার অবস্থা দেখার মত ছিল। সে বুঝতেই পারছিল না কি করবে। আসলে এরকম পরিস্থিতিতে ভয় পাবারই কথা। অবশ্য এই বিষয় নিয়ে পড়ে অনেক হাসাহাসি হয়েছিল। সবাই তাকে নিয়ে মজা করেছিল। বলেছিল তুই তো অনেক বড় মাছ ধরেছিলি। ছেড়ে দিলি কেন। আমার এখনো সেই শৈশবের স্মৃতি মনে পড়ে। আর সারা জীবন শৈশবের সেই স্মৃতিগুলো মনে থেকেই যাবে।
🥀ধন্যবাদ সকলকে।🌹
আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।
https://x.com/shopon700/status/1964723271498371077?t=rvK9S0PRaOV1FUGx5OB81g&s=19
https://x.com/shopon700/status/1964723823112225041?t=91sCb85ocn8zrz5eRb_0YA&s=19
https://x.com/shopon700/status/1964724330161668482?t=sWBHFPOzoa5UR3dEIxHVKQ&s=19