দাদার সাথে হাটে গিয়ে জিলাপি খাওয়ার মজার স্মৃতি||

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। শৈশবের মজার মজার স্মৃতিগুলো সবার মাঝে তুলে ধরতে ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি খুবই মজার একটি শৈশব স্মৃতি শেয়ার করতে চলে এসেছি। তো বন্ধুরা চলুন আমার আজকের পোস্ট পড়ে নেয়া যাক।

দাদার সাথে হাটে গিয়ে জিলাপি খাওয়ার মজার স্মৃতি:

jalebi-5180633_1280.jpg

source


ছোটবেলায় দাদার সাথে মাঝে মাঝে হাটে যেতাম। আপনারা হয়তো অনেকেই এমনটা করেছেন। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম প্রত্যেক হাটবারে মহিষের গাড়িতে করে ধান হাটে নিয়ে যাওয়া হতো। আর সেই ধানগুলো বিক্রি করে এক সপ্তাহের বাজার করা হতো এবং সবার জন্য পছন্দের খাবার কেনা হতো। যেহেতু আমার দাদা অনেক জমি চাষ করতেন তাই ধান সব সময় থেকেই যেত। আর প্রত্যেক হাটে ধান বিক্রি করা হতো।

আমরা যেহেতু চাচাতো ভাই বোন অনেকেই ছিলাম একই বাড়িতে তাই দাদার পিছ ধরতাম হাট বার করে। দাদা অবশ্য মাঝে মাঝে আমাদেরকে নিয়ে যেতেন। একদিন দাদা সবাইকে নিজে থেকে বলল আজকে সবাইকে নিয়ে যাব আর হাটে গিয়ে গরম গরম জিলাপি খাওয়াবো। আমরা তো সবাই ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। কারণ গরম গরম জিলাপি খেতে ভালোই লাগে।

আমার চাচাতো ভাইরা সহ সবাই মিলে দাদার সাথে হাটে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখি হাট খোলার মাঠে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। সেই জিলাপি ভাজার লোকটি দাদাকে দেখেই বসতে বললেন। কারন তিনি দাদাকে অনেক শ্রদ্ধা করেন। দাদা মাঝে মাঝে সেখানে গিয়ে জিলাপি খেতেন। সেদিন গিয়ে দাদা ২ কেজি জিলাপি নিয়েছিল। নিজেই বসে ছিল এক কেজি জিলাপি নিয়ে।

আমরা সবাই মিলে এক কেজি জিলাপি খেয়েছিলাম। আর দাদা একাই এক কেজি জিলাপি খেয়ে ফেলেছিল। আসলে আগেকার সময়ের মানুষ খেতে ভালোবাসতেন এবং মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করতেন। তবে শেষ বয়সে উনার ডায়াবেটিকস দেখা দেওয়ার কারণে আর মিষ্টি খেতেন না। তবে মাঝে মাঝেই জিলাপি খেতে চাইতেন। দাদা আজ বেঁচে নেই। কিন্তু দাদার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্ত এখনো মনে পড়ে। তখন নিমিষেই মনটা খারাপ হয়ে যায়।

🥀ধন্যবাদ সকলকে।🌹


আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মো: স্বপন । আমি একজন বাংলাদেশী। বাংলা আমার মাতৃভাষা। তাই আমি বাংলায় লেখালেখি করতে ভালোবাসি। ফটোগ্রাফি, পেইন্টিং এবং ক্রাফটিং করা হচ্ছে আমার অন্যতম শখ। অবসর সময়ে গান শুনতেও অনেক ভালোবাসি। এছাড়া বাগান করতে আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে রান্না করতেও অনেক ভালো লাগে। আমার স্টিমিট আইডি নাম @shopon700। আমি ২০২১ সালের এপ্রিল মাসে স্টিমিট ব্লগিং শুরু করি। আমি গর্বিত, কারণ আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড ব্লগার।


Sort:  
 3 days ago 

দাদার সাথে হাটে গিয়ে জিলাপি খাওয়ার মজার স্মৃতি শেয়ার করেছেন।দাদার সাথে এমন স্মৃতি সত্যিই অমূল্য। এই ধরনের সম্পর্ক জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনার লেখায় হৃদয় ছুঁয়ে গেল।আপনার পোস্ট পড়ে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই ধরনের গল্পগুলো আসলে পরবর্তী প্রজন্মের জন্যও খুব গুরুত্বপূর্ণ।

Congratulations, your post has been upvoted by @nixiee with a 3.5785107585863036 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 2 days ago 

দাদা এবং নানা এদের সাথে স্মৃতিগুলো সব সময় অন্যরকম অনুভূতি আসে। আপনি দেখছি দাদার সাথে জিলাপি খেতে গেলেন। তবে অবাক করা কাণ্ড হচ্ছে আপনার দাদা এক কেজি জিলাপি খেলে। আর আপনাদেরকে এক কেজি দিলেন খেতে। ধন্যবাদ দাদার সাথে জিলাপি খাওয়ার সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

A heartwarming story about your childhood memories of eating jilapi with your grandfather at the market. You fondly recall how your grandfather would take you and your cousins to the market, where he would buy hot jilapi from a vendor who respected him. On one particular occasion, your grandfather bought 2 kg of jilapi, eating 1 kg himself and sharing the other kg with you and your cousins. Although your grandfather is no longer alive, you cherish the memory of that moment and the joy of eating jilapi together. Your story has touched the hearts of others, who appreciate the importance of such memories and the bond between grandparents and their grandchildren.