শহরের বন্দী জীবন..... 🥲
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।
আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় রেখে নতুন একটি পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি।আশাকরি আমার আজকের পোস্ট টি আপনাদের ভালো লাগবে!
শহরের বন্দী জীবন
ছোট্ট জাইমা নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে শহরের বন্দী জীবনের দিকে।তার চোখে বিস্ময়, কখনও দুঃখ, কখনও আবার কৌতূহল।জানালার গ্রিলের ফাঁক দিয়ে সে দেখে— ধোঁয়াশা ভরা আকাশ, ভিড়ভাট্টায় ক্লান্ত মানুষ আর কংক্রিটের খাঁচায় আটকে থাকা স্বপ্ন জাইমা ভাবে,এটাই কি জীবন? এতো শব্দের মাঝেও কেনো এতো নিস্তব্ধতা?
জাইমা আমার পাশের বিল্ডিংয়ের প্রতিবেশীর মেয়ে।ওদের সাথে আমার তেমন কোনো আলাপ নেই!কখনো আমাদের দেখাসাক্ষাৎও হয়নি।কিন্তু ছোট্ট জাইমা তিনতলা থেকে নিচে আমাদের দোতলায় যখন আমার জানালার দিকে তাকিয়ে কোনো শব্দ পায়,তখন ও নিজের মতো করে আন্টি আন্টি বা কখনো আপু আপু করে চিৎকার করতে থাকে।আমি প্রায়শই এই ডাক গুলো শুনতে পাই,কিন্তু কখনো ভাবিনি যে ও আমাদেরকেই ডাকে।একদিন ওর চিৎকার শুনে কৌতূহলের বশে আমি জানালার কাছে গিয়ে উপরের দিকে তাকাতেই দেখি ছোট্ট জাইমা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে,ও আমাকে দেখার সাথে সাথে খুশিতে আত্মহারা....!ওর খুশি দেখে কি যে ভালো লাগছিলো তা ভাষায় প্রকাশ করার মতো না।
ওর মা পাশে থেকে আমার সাথে পরিচিতি মূলক কথাবার্তা বললো এবং এক পর্যায়ে জানতে পারি জাইমার মা আমাদের এলাকার মানুষ।কিন্তু এতে আমার কোনো আগ্রহ হলো না তার সাথে বাড়তি কোনো কথা বলার।তার কারণ হলো আমি আমার জীবনে এতো পরিমাণ মানুষের সাথে মিশেছি যে এখন আমার আর কারো সাথে নতুন করে সম্পর্ক তৈরি করা বা কারো সাথে গল্প আড্ডা দেওয়া এগুলোর প্রতি আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই।এখন আমি আমার মতো করে থাকতেই বেশি পছন্দ করি। একেবারে নিজের আলাদা একটা জগৎ তৈরি করে নিয়েছি যেখানে শুধু আমি আর আর আমার আমি ছাড়া অন্য কেউ নেই।
আমার বড় মেয়ের পারিপার্শ্বিক দিক গুলো সম্পর্কে ওর বিশেষ জ্ঞান রয়েছে।তাই ও মাঝে মাঝে আমাকে বলে মা তুমি না দিন দিন অসামাজিক হয়ে যাচ্ছো...!!তুমি যেভাবে দিন কাটাচ্ছো এটা কিন্তু ঠিক না।তুমি মাঝে মাঝে আমার কলেজে যাবা সবার সাথে মিশবা কিছু সময় কাটাবা তাহলে দেখবা তোমার ভালো লাগবে।কিন্তু ওর কথা আমি কানেই তুলি না..!😅 আমি আমার মতো বেশ ভালোই আছি।বাসার কাজকর্ম করি মাঝে মাঝে জানালার ধারে বসে জাইমার সাথে কথা বলি ও খুব ছোট্ট সবেমাত্র কথা শিখেছে।ও কি বলে আমি তেমন কিছুই বুঝি না আর যদি আমি বেশি সময় ওর কথার উত্তর না দেই তখন ও খুব রেগে যায় আর চিৎকার করে।বেশ ভালোই লাগে ওর সাথে সময় কাটাতে যদিওবা আমাদের মাঝে দুরত্ব রয়েছে তারপরও ব্যাপার গুলো বেশ উপভোগ করি।
আমার বাসা থেকে তোলা ছোট্ট জাইমার ছবি....❤️
আজ এখানেই শেষ করছি..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।🙏
OR