এক টুকরো নীরবতা - শহরের প্রান্তে

in #city3 months ago

IMG20250424070427.jpg

আজকের সকালে ঘুম ভাঙল একটু ভিন্ন রকম এক দৃশ্য দেখে। কুয়াশাচ্ছন্ন আকাশ, সবুজে ঘেরা চারদিক, আর তার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই পানির টাওয়ারটা যেন একা দাঁড়িয়ে সময়কে উপেক্ষা করে।
এই দৃশ্যটা আমাকে ভাবিয়ে তুলল—কত কিছুই তো বদলে যায়, কিন্তু কিছু কিছু নিঃশব্দ প্রহরী ঠিক একই থাকে, ঠিক একই রকম শান্ত, স্থির।

এই টাওয়ারটা শুধু একটা স্থাপনা নয়, এটা যেন আমার শহরের একটা স্মৃতি, একটা নিরব সাক্ষী।

ছবি: OPPO A53 দিয়ে তোলা।