ময়লা বিক্রি করে পরিষ্কার বাংলাদেশ গড়া: একটি কার্যকর প্রস্তাব।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। জনসংখ্যার চাপ, অপরিকল্পিত নগরায়ণ, এবং নাগরিক সচেতনতার অভাব সব মিলিয়ে আমাদের দেশে ময়লা-আবর্জনার সমস্যা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। শহর হোক বা গ্রাম, রাস্তা-ঘাট, পার্ক, খোলা মাঠ কিংবা জলাশয়ের চারপাশ সব জায়গাতেই কোথাও না কোথাও ময়লার স্তুপ চোখে পড়ে।
দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের অনেক মানুষ এখনো সঠিকভাবে আইন-কানুন মানতে চায় না। বিশেষ করে ট্রাফিক আইন ভঙ্গ, যত্রতত্র ময়লা ফেলা এগুলো যেন অভ্যাসে পরিণত হয়েছে। অথচ এই অভ্যাসগুলোই আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ময়লার কারণে শুধু রাস্তা বা পরিবেশ নোংরা হয় না, বরং এর ফলে বায়ু দূষণ, পানি দূষণ ও নানা ধরনের রোগবালাই ছড়িয়ে পড়ে।
সরকার ও সিটি করপোরেশন নিয়মিত ময়লা অপসারণের জন্য কাজ করলেও সমস্যা পুরোপুরি সমাধান হচ্ছে না। কারণ হলো—
জনগণের মধ্যে পর্যাপ্ত সচেতনতা নেই। যেখানে সেখানে ময়লা ফেলার প্রবণতা পরিবর্তন করা কঠিন।ময়লা সংগ্রহে অর্থ ও জনবল সীমাবদ্ধতা আছে।
তবে দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটি সহজ সমাধান হলো: ময়লা কিনে নেওয়ার পদ্ধতি। যদি সরকার সপ্তাহে একদিন বা দুইদিন টাকার বিনিময়ে জনগণের কাছ থেকে ময়লা কিনে নেয়, তাহলে পরিস্থিতি আমূল বদলে যেতে পারে। মানুষ টাকা পাওয়ার লোভে ময়লা নির্দিষ্ট জায়গায় জমা করবে এবং যত্রতত্র ফেলবে না। এই পদ্ধতিতে রাস্তা-ঘাট, পার্ক, খালি প্লট সব জায়গা ময়লামুক্ত থাকবে।
ময়লা পুনর্ব্যবহার বা recycling করে শিল্পকারখানায় কাজে লাগানো যাবে। জনগণও অর্থনৈতিকভাবে কিছুটা লাভবান হবে। বাংলাদেশে একটি প্রচলিত প্রবাদ আছে—“কৈ মাছের তেল দিয়ে কৈ মাছ ভাজা” বা “কাঁটা দিয়ে কাঁটা তোলা”। এর অর্থ হলো, কোনো সমস্যার সমাধানে সেই সমস্যার মধ্যেই সমাধান খোঁজা। এই প্রস্তাবও তেমনই। সরকার পরিবেশের জন্য যে টাকা খরচ করে, সেই টাকা জনগণের হাতে ময়লা বিক্রির মাধ্যমে ফিরিয়ে দিলে জনগণ নিজেরাই পরিবেশ রক্ষায় অংশ নেবে।
বাঙালি স্বভাবগতভাবে কিছু পেতে চাইলে প্রণোদনা পেলে দ্রুত আগ্রহী হয়। টাকার বিনিময়ে ময়লা দিলে, গৃহিণীরা ঘরের ময়লা জমিয়ে রাখবে বিক্রির জন্য।পথশিশুরা ও নিম্নআয়ের মানুষ রাস্তায় ছড়িয়ে থাকা প্লাস্টিক, বোতল, কাগজ সংগ্রহ করবে। বাজারের বর্জ্যও সহজে অপসারণ হবে। এভাবে, স্বল্প সময়ের মধ্যে দেশের চেহারায় পরিবর্তন আসবে।
সরকার ময়লা সংগ্রহের পর তা রিসাইক্লিং, সার উৎপাদন, বা বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহার করতে পারবে। প্লাস্টিক ও ধাতব বর্জ্য শিল্পে বিক্রি করে আয়ও বাড়াতে পারবে। এছাড়া, যে টাকা জনগণকে দেওয়া হবে, তা কর ট্যাক্স বা অন্যান্য আয়ের মাধ্যমে সহজেই ফেরত আনতে পারবে। অথবা প্রযোজনীয় কিছু জিনিসপত্রের মাধ্যমেও ময়লা বিনিময় করা যেতে পারে
প্রথমে এই পদ্ধতি ঢাকার কয়েকটি ওয়ার্ড বা ছোট শহরে পরীক্ষামূলকভাবে চালু করা যেতে পারে। যদি সফল হয়, তখন সারা দেশে পর্যায়ক্রমে চালু করা সম্ভব। জনগণ যদি দেখে ময়লা দিয়ে টাকা পাওয়া যায়, তবে অল্প সময়েই এই অভ্যাস স্থায়ী হয়ে যাবে।
পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ শুধু সরকারের একার প্রচেষ্টায় সম্ভব নয়, এর জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ময়লা বিক্রির এই প্রণোদনাভিত্তিক পদ্ধতি চালু করলে আমরা একদিকে যেমন পরিবেশ রক্ষা করতে পারবো, অন্যদিকে জনগণও উপকৃত হবে। লোভী বাঙালিও তখন পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকে সেরা উদাহরণ তৈরি করতে পারবে। তাই, এখনই সময় পরিষ্কার বাংলাদেশ গড়তে উদ্ভাবনী উদ্যোগ নেওয়ার।
বিঃদ্রঃ এই পদ্ধতি চালু করতে হলে সৎ ও ঈমানদার মানুষ লাগবে। যারা স্বজনপ্রীতি করবে না, যারা সরকারি টাকা আত্মসাৎ করবে না, যারা টাকা নয় ছয় করবে না। আর এমন লোক বাংলাদেশে খুব কমই আছে। তবে এমন লোক কোথায় পাওয়া যাবে সেটা বর্তমান বাংলাদেশের ধর্ম উপদেষ্টার দিকে তাকালে কিছুটা অনুমান করা যায় অথবা আস-সুন্নাহ ফাউন্ডেশনের দিকে তাকালেও সহজে বোধগম্য হয়।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1956278038317920263?t=SqKcpjM1q2gOq84iHAomrw&s=19
https://x.com/RamimHa74448648/status/1956278428069507288?t=y8AX_-TZwl2Aut470TxTTA&s=19
বেশ সুন্দর একটি প্রস্তাব করেছেন। এই উদ্যোগ নেয়া হলে সরকারীভাবে তবে অল্প কিছুদিনের মধ্যেই আমাদের দেশের চেহারা পালটে যাবে। এই ধরনের একটি প্রস্তাব সেই দিন টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলায় একটা স্টলের ছিল। যার নাম Scrap Venture। তারা বাসাবাড়ি চেয়ে ম্যলা কিনবে। এবং তাদের একতি এ্যাপও থাকবে।
এই উদ্যোগ গ্রহন করলে খুবই তারাতারি সফলতা আসবে।