জলবায়ু পরিবর্তন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার ৩০ ই জুলাই ২০২৫ ইং
পৃথিবীর আবহাওয়া কখনোই এক জায়গায় স্থির থাকে না। তবে বিগত কয়েক দশকে যে পরিবর্তনগুলো আমরা প্রত্যক্ষ করছি, তা স্বাভাবিক গতির বাইরে গিয়ে প্রকৃতির ভারসাম্যকে অপ্রত্যক্ষ করে তুলেছে । গ্রীষ্মে প্রচণ্ড তাপদাহ, বর্ষায় অস্বাভাবিক বৃষ্টিপাত, শীতে হিমেল হাওয়ার পরিবর্তে উষ্ণতা সবকিছুই আমাদের জানিয়ে দিচ্ছে, জলবায়ু পরিবর্তন আমাদের জীবনের প্রতিটি কোণায় ছায়া ফেলছে।বাংলাদেশের মতো একটি ছোট দেশ, যেখানে নদী, পাহাড়, বন, আর সমুদ্র একসঙ্গে বাস করে, সেখানে জলবায়ুর সামান্যতম পরিবর্তনই বিশাল প্রভাব ফেলতে পারে।
নদীর ভাঙন, উপকূলীয় এলাকায় লবণাক্ততার বৃদ্ধি, ফসলের সময়সূচি পাল্টে যাওয়া এসব যেন এখন আমাদের পরিচিত চিত্র হয়ে গেছে। মানুষ আগের মতো সহজে চাষাবাদ করতে পারছে না, মাছের উৎপাদনও কমে যাচ্ছে।শহরাঞ্চলেও এর প্রভাব কম নয়। তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যে মানুষ গরমে হাঁসফাঁস করছে, এসি ছাড়া যেন অফিস বাসায় থাকা কঠিন। অথচ এই বাড়তি এসি ব্যবহারের কারণে বিদ্যুৎ চাহিদা বাড়ছে, আর অপরদিকে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছে। এক ধরনের চক্রের মধ্যে আমরা আটকে যাচ্ছি ।যেখানে আমরা সমস্যার সমাধানে যা করছি, তা আবার অন্যভাবে নতুন সমস্যার জন্ম দিচ্ছে।
শুধু প্রকৃতি বা পরিবেশ নয়, জলবায়ু পরিবর্তনের ছায়া পড়েছে মানুষের স্বাস্থ্যের উপরেও। অস্বাভাবিক গরমে বাড়ছে হিট স্ট্রোক, বৃষ্টির পরে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে নানা ধরনের রোগজীবাণু। শিশুরা, বৃদ্ধরা এবং অসুস্থ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।আমরা প্রায়ই শুনি গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট এই শব্দগুলো এখন সাধারণ মানুষের কথার মধ্যেও চলে এসেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা কী করছি? শুধুমাত্র বড় বড় রাষ্ট্রীয় চুক্তি বা আন্তর্জাতিক সম্মেলন দিয়ে কি জলবায়ুর পরিবর্তন ঠেকানো সম্ভব? না, প্রতিটি মানুষের ছোট ছোট সচেতনতা, প্রতিটি দেশের আন্তরিক উদ্যোগ।
সব মিলিয়ে একটি বৈশ্বিক প্রয়াস ছাড়া এই সমস্যা সমাধান করা সম্ভব নয়।জলবায়ু পরিবর্তন শুধু একটি পরিবেশগত ইস্যু নয়, এটি আমাদের ভবিষ্যতের প্রশ্ন। পরবর্তী প্রজন্মের জন্য আমরা কেমন পৃথিবী রেখে যাচ্ছি, সেটাই আজকের সবচেয়ে বড় ভাবনার বিষয়। এখনই সময় নিজেদের অভ্যাসে পরিবর্তন আনার, গাছ লাগানোর, প্লাস্টিক ব্যবহার কমানোর, পরিবেশবান্ধব জীবনধারার চর্চা করার।পৃথিবীকে ভালোবাসা মানে শুধু তার সৌন্দর্য উপভোগ করা নয়, বরং তাকে রক্ষা করার দায়িত্ব নেওয়াও। আমরা যদি সবাই একসঙ্গে এগিয়ে আসি, তবে এখনো আশা আছে এই পরিবর্তন থামানো সম্ভব।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/riyadx2p/status/1950539799548592288?s=46
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟