আর্টঃ ম্যান্ডালা আর্ট একটু ভিন্নভাবে করার চেস্টা।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে

আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন?প্রত্যাশা করি যেন সবসময় ভালো থাকেন।আমিও ভালো আছি।আজ ৮ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ,শরৎ-কাল। ২৩শে আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ।

m5.jfif

m7.jfif

বাংলাদেশ বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ভারি বৃস্টি ও উজানের পানির কারনে বিভিন্ন নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।দুর্গত এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। ফলে দূর্গত এলাকায় যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। বন্যার্তদের সহায়তা সরকারী ও বেসরকারী সংস্থাগুলো এক যোগে কাজ করছে। আশাকরি সকলের চেস্টা বাংলাদেশের মানুষ ও সরকার বরাবরের মত এই বন্যা সংকট দ্রুত কাটিয়ে উঠবেন। বন্ধুরা নিয়মিত ব্লগিং -এ আজ হাজির হয়েছি একটি আর্ট পোস্ট নিয়ে। বেশ কয়েক দিন পর আজ একটি রঙ্গিন ম্যান্ডালা আপনাদের সাথে শেয়ার করবো।আর এই ম্যান্ডালা আর্টটি আমি একটু ভিন্নভাবে করার চেস্টা করেছি। ম্যান্ডালাটি আমি শাপলা ফুলে করেছি।আজকের ম্যান্ডালা আর্ট করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি পোস্টার রং ও জেল পেন সহ অন্যান্য আরও কিছু উপকরণ। আশাকরি আজকের ভিন্নভাবে করা ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

m9.jfif

১.সাদা কাগজ
২।পোস্টার রং
৩।তুলি
৪।রাবার
৫।পেন্সিল
৬।সাদা ও কালো রং এর জেল পেন।

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

m1.jfif

প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।দাগের মাধ্যে আজকের ম্যান্ডালা আর্টটি করবো।

ধাপ-২

m2.jfif

m18.jfif

m17.jfif

একটি শাপলা ফুল পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এরপর পেন্সিলের দাগের উপর কালো জেল পেন এঁকে ডিপ করে নিয়েছি।

ধাপ-৩

m16.jfif

m15.jfif

এরপর প্রতিটি পাতাইয় আরেকটি লাইন এঁকে নিয়েছি। এবং লাইনের মধ্যে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৪

m14.jfif

m13.jfif

এরপর শাপলার চারটি পাপড়িতে কিছু পাতার ডিজাইন মতো এঁকে নিয়েছি।

ধাপ-৫

m12.jfif

m11.jfif

এরপর শাপলা ফুলের বাকী পাপড়িগুলো গোলাপী পোস্টার রং দিয়ে রং করে নিয়েছি। এবং শাপলা ফুলের পাতা সবুজ রং করে নিয়েছি। এবং নীচে আকাশী রং করে নিয়েছি পানি বোঝানোর জন্য।

ধাপ-৬

m10.jfif

সব শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে ম্যান্ডালা আর্ট শেষ করেছি।

উপস্থাপনন

m8.jfif

m5.jfif

m4.jfif

পোস্টার রং করাতে তা ফুলের পাপড়ির পাশে কালো রং দিয়ে করা ডিজাইন কিছুটা ছরিয়ে গেছে ।যা দেখতে ভালো লাগছিলো না। পরে তা ঠিক করে নিয়েছি সাদা জেল পেন দিয়ে। সব শেষে আরও কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।
আশাকরি আজকের ভিন্ন ভাবে করা ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেস্টা করি নতুন নতুন ধরনের ম্যান্ডালা শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাRedmi note A-5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৩শে আগস্ট,২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ

Sort:  
 last year 

আপনার অংকন করার শাপলা ফুলের মেন্ডেলার চিত্রটি সুন্দর হয়েছে। শাপলা ফুলের ম্যান্ডেলা টি আর্ট করা অতটা সহজ ছিল না অনেক শ্রম এবং ধৈর্য ও সময় নিয়ে যেভাবে ম্যান্ডেলহাটি আর্ট করেছেন তাতে করে ম্যান্ডেলাটি একটি পূর্ণতা পেয়েছে। ধন্যবাদ আপু সুন্দর একটি ম্যান্ডেলা অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমি চেস্টা করেছি সুন্দর করে আকঁতে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি ম্যান্ডেলা আর্ট খুব সুন্দর ভাবে করলেন আপু। শাপলা ফুলের উপরে ভিন্নভাবে আর্ট করার কারণে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এই ধরনের ছোট ছোট নকশা গুলো দেখতে আমার খুব ভালো লাত। দারুণ একটি আর্ট করে শেয়ার করলেন অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আমার পছন্দের কাজের মধ্যে একটি হলো ম্যান্ডালা আর্ট। তাই চেস্টা করি নতুন নতুন ধরনের করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় ও ধৈর্য সহকারে করতে হয়।আমার খুব ভালো লাগে এরকম ম্যান্ডেলা আর্ট গুলো। আপনি চমৎকার সুন্দর করে একটি পদ্মফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন এবং আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি পদ্নফুলের ম্যান্ডেলা আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

যদিও ম্যান্ডালা আর্ট করতে সময় লাগে। তবে করার পর বেশ ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 last year 

শাপলা ফুলের অসাধারণ ম্যান্ডেলা আর্ট করেছেন। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এতো চমৎকার শাপলা ফুলের মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আর্ট করতে কিছুটা সময় লাগে। তবে আকার পর বেশ ভালই লাগে।মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

খুব সুন্দর ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন আপু। অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর আর্ট দেখে। আমরা চাইলে এভাবে কিন্তু সুন্দর সুন্দর আর্ট তৈরি করতে পারি। এক কথায় বলতে গেলে বেশ চমৎকার হয়েছে। খুবই ভালো লাগলো আমার।

 last year 

আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। আপনার মেন্ডেলা চিত্র অংকনটি আমার অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

ম্যান্ডালা আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। খুবই দক্ষতার সাথে এই চিত্র অঙ্কন করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া।