GICকুইজ ও বিতর্ক প্রতিযোগীতা-১

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের আয়োজিত কুইজ ও বিতর্ক প্রতিযোগীতার কিছু মুহুর্ত

IMG_20240614_092130.jpg

GIC এর পূর্ণ রূপ গোবিন্দগঞ্জ ইনফরমেশন সেন্টার। এটি আমাদের এলাকা গোবিন্দগঞ্জ এর উপর ভিত্তি করে একটি অনলাইন তথ্য বাতায়ন।এর মূল কার্যক্রম পরিচালিত হয় ফেসবুক থেকে।এখানে আপনি আমাদের গোবিন্দগঞ্জ সম্পর্কে যে কোন জিজ্ঞাসা, যে কোন তথ্য পোস্ট করলেই এডমিন প্যানেল অথবা সাধারণ সদস্যরাই উত্তর দিবে। গোবিন্দগঞ্জ ইনফরমেশন সেন্টার এর যাত্রা শুরু হয় করোনা মহামারির সময় এলাকাবাসীকে সাহায্যের জন্য।

এরপর পাশা পাশি এলাকার উন্নয়নের জন্য অফলাইনেও অনেক কার্যক্রম পরিচালনা করা হয়।এর মাঝে উল্লেখযোগ্য হল চিত্রাঙ্কণ প্রতিযোগীতার আয়োজন,কুইজ এর আয়োজন, ছাত্রদের গাইড করা,ভর্তি পরীক্ষার সময় গোবিন্দগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা।

IMG_20240604_184000.jpg

মাঝখানে কিছুদিন আমাদের কর্মতৎপরতায় বেশ খানিকটা শিথিলতা দেখা দেয়। তাই এবার সব সদস্য মিলে সিদ্ধান্ত নেওয়া হয় জলদিই কিছু করা উচিৎ, সে অনুযায়ী কুরবানি ঈদের আগে একটি মিটিং ডাকা হয় সব সদস্যদের নিয়ে।সভাপতি ছিলেন আমাদের উপদেষ্টা তানভীর ভাই। সেখানে সবার মতামত এর ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।আমি প্রস্তাব দিয়েছিলাম গোবিন্দগঞ্জ এর উল্লেখিত স্থানের ফটোগ্রাফ কে যেনো বেশি অগ্রাধিকার দেওয়া হয়।

এরপর অবশ্য সিদ্ধান্ত নেওয়া হয় শুধু ফটোগ্রাফ না সেই সাথে হাতে আকা চিত্রও প্রদর্শন করা হবে। সেই অনুযায়ী সব পরিকল্পনা করা হল।কিন্তু পরিকল্পনা ভেস্তে গেল মেয়র সাহেবের কাছে গিয়ে। উনি বললেন এটায় খুব একটা লোকজন অংশ নেবে না।সেই সাথে সব স্তরের ছাত্ররাও অংশ নিতে পারবে না।তার থেকে তোমরা আবার কুইজ ও বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করো।তবে এবার অতিরিক্ত হিসেবে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করতে হবে।

IMG_20240613_140757.jpg

আমরা আপত্তি জানালাম, কারন এজন্য হিউজ ফান্ডিং দরকার আর আমাদের অত না। তখন মেয়র সাহেব বললেন ফান্ডিং এর দায়িত্ব উনার। আমাদের কাজ খালি অয়োজন করা। আর ভেন্যু হিসেবে আমাদের পৌরসভার হল রুম বরাদ্দ দেওয়া হয়।এরপর আর আপত্তি করা যায় না।তাই আমরা সেভাবে প্রস্তুতি নেওয়া শুরু করলাম। সবার মাঝে কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হল।আমার দায়িত্ব পড়ল অতিথিদের আমন্ত্রণ করা আর অনুষ্ঠানের দিন সকল সিকিউরিটি আর সব কিছুর সংযোগ রক্ষা করা।

আজকের পর্ব এপর্যন্তই।বাকি অংশ আগামী দিনে। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.