মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৫৫
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: প্রাণী চালিত গাড়ির ফটোগ্রাফি।
এ সপ্তাহে ৩ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৩ জন পার্টিসিপেট করেছে । ৩ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @kazi-raihan
বর্ননা: ছবিতে দেখতে পাচ্ছেন একটি মহিষের গাড়ি কাদা পানির মধ্য দিয়ে পার হচ্ছে আর মহিষের গাড়িতে রয়েছে ধান। মূলত এই ছবিটা পুরাতন অ্যালবাম থেকে collect করা শীতের মৌসুমে যখন নদী কেন্দ্রিক এলাকাগুলোতে ধান কেটে ঘরে তোলা হয় সেই মুহূর্তে এই ছবিটা ক্যাপচার করা।
By: @joniprins
এই ফটোগ্রাফিটা আমি ক্যাপচার করেছি ঢাকার সদরঘাটের মোড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পিছন থেকে। যারা ঐদিকে যাতায়াত করে সবাই এই ঘোড়ার গাড়িকে দেখে থাকবেন। ইট-পাথর আর জানজটের শহরে এই ঘোড়ার গাড়ি বিরল। এই দৃশ্য গুলো সত্যি অসাধারণ।
By: @green015
বিবরণ: মাঝে মাঝেই আমাদের এইসব রাস্তাগুলিতে প্রাণী চালিত গাড়ি দেখা যায়।তবে খুবই কম কারন এখন এটি প্রায় বিলুপ্তির পথে।যাইহোক কয়েক দিন আগে একটি ঘোড়ার গাড়ির সম্মুখীন হয়েছিলাম।যেখানে একজন চালক সেই গাড়িতে মাইক দিয়ে কিসব প্রচার করছিলেন।আর সেইসময় তার একেবারেই পাশ দিয়ে একটি টোটো যাচ্ছিলো।ছবিটা তখনই ক্যামেরাবন্দি করা হয়েছে।কালো রঙের ঘোড়া ও তার গাড়ি দেখতে বেশ ভালো লাগছিলো।।
উক্ত ৩ টি এন্ট্রি থেকে ৩ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @kazi-raihan - 3 STEEM -
- 2nd Prize - @joniprins -2 STEEM -
- 3rd Prize - @green015 - 2 STEEM -
- 4th Prize - @X - 2 STEEM -
- 5th Prize - @X - 1 STEEM-
- 6th Prize - @X - 1 STEEM-

VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

৫৫তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম সেই সাথে বিজয়ীদের তালিকায় প্রথম অবস্থান অর্জন করেছি বেশ ভালো লেগেছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী সকলকে অভিনন্দন জানাচ্ছি। এবারে চমৎকার একটি টপিকের উপর প্রতিযোগিতা নির্বাচন করা হয়েছিল। যেহেতু বর্তমান গ্রাম ছেড়ে বাইরে আছি তাই এরকম দৃশ্য ক্যাপচার করতে পারিনি। তবে খুবই সুন্দর কিছু ফটো দেখতে পেলাম এই প্রতিযোগিতার মাধ্যমে।
এইবারের প্রতিযোগিতায় অংশ নিতেই ভুলে গিয়েছিলাম, একেবারেই লাস্ট মুহূর্তে মনে পড়াতে ঝটপট ফটোগ্রাফিটা শেয়ার করে ফেলি।একটি অবস্থানে থাকতে পেরে ভালো লাগছে,ধন্যবাদ দাদা।
গত প্রতিযোগিতায় প্রাণী চালিত গাড়ির ফটোগ্রাফি শেযার করে দ্বিতীয় হয়ে ভালো লাগলো। এই প্রতিযোগিতার মাধ্যমে ফটোগ্রাফির প্রতি সবার আগ্রহ বেড়েছে।
ইচ্ছে ছিলো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। কিন্তু শেষ পর্যন্ত হয়ে উঠেনি। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ৩ জন-ই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।