ভারত ও বাংলাদেশ এর বন্ধুত্ব হোক আর দৃঢ়।
পৃথিবীর সকল স্বাধীন দেশেরই নিজস্ব পতাকা রয়েছে। পতাকা প্রতিটি দেশের পরিচয়, ইতিহাস বহন করে।
ঠিক তেমনি আমাদের ও নিজস্ব পতাকা রয়েছে। আমাদের প্রতিবেশি দেশ ভারত। তাদের ও নিজস্ব স্বাধীন পতাকা রয়েছে।
আসলে ভারত আর বাংলাদেশের বন্ধুত্ব বহু বছর এর। ছোট বেলা থেকেই বিভিন্ন ইতিহাসের বইতে পড়ছি ১৯৭১ সালের যুদ্ধ ভারত বাংলাদেশ কে আশ্রয়, অস্ত্র, প্রশিক্ষন আর ও নানা ভাবে সাহায্য করেছে। তাই নিরদ্বিধায় বলা যায় প্রতিবেশি দেশ ভারত বাংলাদেশের বন্ধু।
তাছাড়া ও কোন দেশই সব দিক দিয়ে পরিপূর্ণ নয়, তাছাড়া প্রকৃতিক দূর্যোগ তো আছেই। তাই আমরা সবসময়ই একে অন্যর উপর নির্ভরশীল।আর এই নির্ভশীলতা কোন দুর্বলতা নয় এটা প্রতিটি দেশের সাথে সম্পর্ক মজবুত করে।
তাই আমাদের সকল দেশকে সন্মান করা উচিত।
বর্তমান ভারত ও বাংলাদেশ এর মধ্যে এক অস্থিতিশীল অবস্থা বিরাজ মান। যেটা কোন ভাবেই কাম্য নয়।
দেশ কে মায়ের সাথে তুলনা করা হয়। জন্মভুমি দেশ মাতৃকা /মাতৃভূমি বলা হয়। তাই কোন ভাবেই কারো উচিত নয় নিজ দেশ অথবা অন্য দেশের জাতীয় পতাকাকে অসম্মান করা।
তাই এখন একটাই আকাঙ্খা যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে তা দ্রুত শেষ হওয়া। আর আবার একে অপরকে বন্ধু বলে গ্রহণ করা।
আর এখন থেকে সবাই দেশপ্রেম এ আবদ্ধ হই। আর অন্য দেশ কে সন্মান করি।
যাইহোক আমি আসলে এখানে আমার মনের কিছু কথা লিখলাম। যদি কোন ভুল এুটি হয় সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার একটাই প্রার্থনা মানুষ দেশ, পৃথিবী সকল সৃষ্টি জগৎ এর উপর শান্তি আসুক।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমিও সেটা প্রত্যাশা করি যেন দুইটা দেশের মধ্যে আগের মত সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। আমরা জানি বাংলাদেশ এবং ভারত পাশাপাশি দুইটা রাষ্ট্র আর এদের মধ্যে গভীর সুসম্পর্ক রয়েছে সেই মুক্তিযুদ্ধের কাল থেকে। তাই আগামীতেও যেন সেটা থেকে যায়।