ক্রিকেট থেকে বাংলাদেশ কে নিষিদ্ধ করা উচিত!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
বলা হয় বাংলাদেশের দুঃসময়ের সঙ্গী জিম্বাবুয়ে। আমিও সেটাই মনে করি। বাংলাদেশ ক্রিকেট দলের যখন খুবই বাজে সময় যায় তারা জিম্বাবুয়েকে সিরিজ খেলতে নিয়ে আসে। এবং তাদের হারিয়ে সিরিজ জিতে নেয় এই হলো অবস্থা। বাংলাদেশ টেস্ট এর স্ট্যাটাস পেয়েছে ২০০০ সালে। এবং প্রথম টেস্ট খেলেছিল ভারতের বিপক্ষে। ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল তারও বেশ কয়েক বছর আগে। অথচ আজ দুই যুগ পরেও বাংলাদেশের ক্রিকেট এতোটুকুও এগিয়ে যায়নি। এখনও পড়ে আছে ঐ ২০০০ সালে। অথচ বাংলাদেশের পরে টেস্ট স্ট্যাটাস পাওয়া আফগানিস্তান এখন বেশ ভালো একটা দল। আফগানিস্তান ক্রিকেটে এসেছে ২০১৫ সালের বিশ্বকাপ থেকে। ঐ বিশ্বকাপে অবস্থা এমন ছিল সব ক্রিকেটার চাকরি করে নিজেদের খরচ বহন করত।
আজ দশ বছরের ব্যবধানে আফগানিস্তানের ক্রিকেট এগিয়ে গিয়েছে অনেক টা। তাদের এখন বিশ্বসেরা বেশ কয়েকজন বোলার ব্যাটসম্যান রয়েছে। বিশেষ করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি টুয়েন্টি বিশ্বকাপ এবং এই বছর হয়ে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফিতে তারা বেশ ভালো ফলাফল করেছে। বেশ ভালো খেলেছে। কিন্তু আমাদের বাংলাদেশ একেবারে যাচ্ছেতাই ভাবে ম্যাচ হেরেছে যাকে বলে লজ্জাজনকভাবে। জিম্বাবুয়ে বাংলাদেশে সিরিজ খেলতে কয়েকদিন আগে এসেছে। শুরুটা হয়েছে টেস্ট সিরিজ দিয়ে। প্রথম টেস্ট ছিল সিলেটে। প্রথম টেস্ট শেষ হয়েছে সাড়ে তিন দিনের মধ্যে। এরমধ্যে আবার একটা দিন অর্ধেক টা সময় হয়েছে বৃষ্টি। এই টেস্টের ফলাফল কী আশাকরি জানেন। বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে টেস্ট হেরেছে সেটাও ঘরের মাঠে।
না ম্যাচ হারতেই পারে সেটা কোন ব্যাপার না। কিন্তু এমন বাজে খেলে হেরেছে যেটা বলার বাইরে। বিশেষ করে বলতে হয় ব্যাটিং এর কথা। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ৫০০ রান করতে পারেনি সিলেটের মতো ব্যাটিং সহায়ক উইকেটে। এভাবেই চলছে বাংলাদেশের ক্রিকেট। আমাদের এই লর্ডস গুলো শুধুমাত্র বড় বড় কথা বলতে পারে আর জনগণের টাকায় পিকনিক করতে পারে। পিকনিক বলতে বোঝাচ্ছি প্রতিটা আইসিসি এর ইভেন্ট। অন্য দেশগুলো যখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য যায় কিন্তু বাংলাদেশ দল যায় পিকনিকে। টুর্নামেন্ট বাজেভাবে শেষ করার পর শপিং করে দেশে ফেরে। এবং দেশে এসে বলে আমরা অনেক কিছু শিখেছি। এই শিক্ষা সফর চলছে আজ ২০ বছর।
আমি যদিও ক্রিকেট দেখি না কিন্তু এসব খেলার ফলাফল যখন সামনে আসে রীতিমতো রাগ হয় এদের উপর। আমাদের এখন উচিত ক্রিকেট কে রেখে ফুটবলে ফোকাস করা। ক্রিকেট মাএ ১০-১২ টা দেশের খেলা। এরপরও এরা ভালো কিছু করতে পারে না। আইসিসির উচিত বাংলাদেশকে ক্রিকেট থেকে বের করে দেওয়া। বাংলাদেশের ক্রিকেটের অবস্থা এমন দিনে দিনে শুধু পিছিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার কোন সম্ভাবনা নেই। এর জন্য দায়ী ক্রিকেট অবকাঠামো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেট সিস্টেম সবকিছু। পরবর্তী ১০০ বছর খেললেও বাংলাদেশ কোন আইসিসি শিরোপা জিততে পারবে নি নিশ্চিত থাকেন। ৬ টা দেশের টুর্নামেন্ট এশিয়া কাপ। এতো বছরে একটা এশিয়া কাপ পযর্ন্ত এরা জিততে পারেনি। আর কী বলার আছে।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1915667440123695228?t=85QDnncTzp_FVToC4vBxpA&s=19
https://x.com/Emon423/status/1915667927468327298?t=kRmK5jitpMrP8-7NJqCH_g&s=19
https://x.com/Emon423/status/1915668078165184972?t=4H09bpGzfv0UlmGfjVmHXg&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
খেলাতে কখন উত্থান-পতন হবে ঠিক বলা যায় না।তবে একের পর এক নতুন দল তৈরি করলে তা থেকে ভালো খেলোয়াড় তৈরি হয় ,সম্ভবত এখন সেটি আর বাংলাদেশে হচ্ছে না।তাছাড়া কিছু ত্রুটিও রয়েছে,আপনার চিন্তাধারাকে আমি সমর্থন করি।আমারও তাই মনে হয়,ধন্যবাদ ভাইয়া।