Brett Lee is interested in working with Taskin.

in #cricket8 years ago

তাসকিন আহম্মেদ বাংলাদেশের সবচাইতে দ্রুতগতি সম্পন্ন বোলার। যথেস্ট সম্ভাবনা রয়েছে তার মধ্যে। বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান গতি দানব ব্রেট লি তাসকিনকে দেখে মুগ্ধ! ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে ব্রেট লি কে প্রশ্ন করা হয়েছিল যে বায়লাদেশের কোন বোলারকে ভালো লেগেছে। উত্তরে তিনি তাসকিনের খুব প্রশংসা করেন। এমন কি তিনি তাসকিন কে নিয়ে কাজ করতে চান।