মেয়ের জন্মদিনের কেক কেনার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরি করেছি আজকের পোস্ট।
মেয়ের জন্মদিনের কেক কেনার মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি কেনাকাটা পোস্ট নিয়ে । আমাদের প্রতি নিয়ত সব কিছু কেনার প্রয়োজন হয়। তবে কিছু কিছু জিনিস সব সময় অপশনাল হয়ে থাকে। আজ দুদিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। আসলে দিন দিন বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি। তবে যতই ব্যস্ত থাকি না কেন আপনাদের মাঝে না আসলে আর ভালো লাগে না। যদিও ব্যস্ততার জন্য সময় দেওয়া কঠিন হয়ে পড়ে তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে থাকার জন্য। গত শুক্রবারে গিয়েছিলাম মেয়ের জন্য কেক কিনতে।আসলে বর্তমান সব কিছু গেলেই পাওয়া যায় তারজন্য আর আগে থেকে অর্ডার করিনি।যেহেতু শুক্রবার অনেক কিছুই বন্ধ ছিল। তবে আমাদের যা প্রয়োজন তা কিনতে পেরেছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমরা প্রথমে গিয়েছিলাম ওয়েসিস বেকারীতে। সেখানে কেকের সাইটে লোক না থাকার কারণে চলে আসলাল বিসমিল্লাহ বেকারিতে।তবে বর্তমান ওয়েসিস বেকারী থেকে থেকে বিসমিল্লাহ বেকারীর জিনিসগুলো কম ভালো নয়। আমি ওয়েসিস এর থেকে বিসমিল্লাহ থেকে বেশি নেই। যেহেতু হাতে তেমন সময় ছিল না তাই মেয়েকে নিয়ে আগে চলে আসলাম কেক দেখতে।যদিও একটা কেক অনলাইন থেকে এনে দিয়েছি। তারপর মেয়ে কেক পছন্দ করলো। আসলে বাচ্চাদের তো পছন্দের শেষ নেই।ওদের সব সময় ভালো কিছু পছন্দ হয়।বলতে হবে আমাদের থেকে ওদের পছন্দ অনেক ভালো।
তারপর মেয়ের কেক পছন্দ হলো।আসলে কেক আনতে গেলে শুধু তো আর কেক আনা হয় না। যাদের বাচ্চা আছে তারা জানে বাচ্চাদের কোথাও নিয়ে গেলে সব কিনতে চায়।তবে যে পরিমাণ কিনতে চায় সেগুলো যদি খাবার জিনিস হয় তা তাহলে না খেয়ে বেশির ভাগ জিনিস নষ্ট করে। তবে বাচ্চা বলে কথা না খেলেও কিনতে তো হবেই। কেক কেনার পরে তাদের আরো কিছু খাবার কিনে দিতে হলো। আবার কয়েক বক্স চকলেট কিনলো বান্ধবীদের দেওয়ার জন্য। তারপর চিপস জুস ইত্যাদি খেল।
তারপর কেক নিয়ে চলে গেল নাম লেখার জন্য। আসলে আমার মনে হয় সব বাচ্চারা কেক পেলে অনেক খুশি। তারপর কেকে কমপ্লিট হলে আরো জিনিস এর প্রয়োজন। তারপর বেশ কিছু অন্য খাবার নিয়ে নিলাম।আসলে বিস্কুট, পাউরুটি সাথে জেলি ইত্যাদি। তবে কেকটি কিন্তু দারুণ ছিল।
তারপর জন্মদিন উপলক্ষে যা যা লাগে সব কিছু কিনতে হলো।তবে বেলুন গুলো পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়ে থাকে। তারপর সব কিছু কিনা হলো।আসলে বর্তমান যে হারে সব কিছু দাম তাতে অনেক কিছু কেনা নাগালের বাইরে। কয়েক দিন আগে যে কেক কিনেছিলাম ৫৫০ টাকা পাউন্ড, সেই কেক কিনতে হলো ৬০০ টাকা পাউন্ড। যাইহোক দাম হলেও আমাদের কিনতে হবে কিছু করার নেই। তবে বাচ্চার খুশি হয়েছে জেনে অনেক ভালো লাগলো। বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
আপনার মেয়ের জন্মদিনের কেনা কেক আমার বেশ পছন্দ হয়েছে। ছোট বাচ্চাদের জন্মদিনের কেক কিনে দিতে পারলে অনেক ভালো লাগে। কারণ তারা অনেক বেশি খুশি হয়। খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপু আপনারা সবাই মিলে। মেয়ের জন্মদিন এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
জি আপু বাচ্চাদের জন্য কেক অনেক পছন্দের, ধন্যবাদ আপু।
https://x.com/MimiRimi1683671/status/1850559588615303564?t=m3OZ1ghsWAFayWjTY3ZICA&s=19
যদিও অনেকটা দেরি হয়ে গিয়েছে তবে আপনার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। গত শুক্রবার আমার ছোট বোনরও জন্মদিন ছিল। যাইহোক কেক কিনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। বার্থডে উপলক্ষে অনেক কিছুই কিনেছেন। ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট দেখে। সুন্দর এই মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আসলে বাচ্চাদের জন্য না কিনে পারা যায় না, ধন্যবাদ আপু।
প্রথমে আপনার মেয়েকে জানায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আসলেই আপু বাচ্চারা খুশি হলেই মায়েরা খুশি হয় দামে কোন আসে যায় না। আপনি আপনার মেয়ের জন্মদিন উপলক্ষে কেক কিনেছেন। কেক কেনার মুহূর্তটি আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ঠিক বলেছেন আপু বাচ্চারা খুশি হলে টাকা দিয়ে কোন যায় আসে না। ধন্যবাদ আপনাকে।
প্রথমে মামণিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপু। মেয়ের জন্মদিনে দারুন সময় কাটিয়েছেন। আর জন্মদিনের মুহূর্তগুলো সত্যি অনেক বেশি আনন্দের হয়। অনেক ভালো লাগলো আপু আপনার এই পোস্ট দেখে।
জি আপু জন্মদিনের মূহুর্ত গুলো অনেক সুন্দর হয়,ধন্যবাদ আপু।
বেকার এগুলোতে খুব সুন্দর ভাবে কেক তৈরি করে এবং সাজিয়ে রাখে। বিভিন্ন আকৃতির কেক গুলো দেখতে ভালো লাগে। যাইহোক আপনার বাবুর জন্মদিন উপলক্ষে কেনার অনুভূতি পাশাপাশি অনেক কিছু শেয়ার করেছেন। আশা করি খুবই আনন্দের দিন অতিবাহিত করেছেন। এত সুন্দর ভাবে আমাদের মাঝে বিস্তারিত উপস্থাপন করার জন্য ধন্যবাদ। অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছেন আপনি।
ধন্যবাদ আপনাকে সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাচ্চারা কেক কাটতে এবং খেতে অনেক বেশি পছন্দ করে। আপনি তো দেখছি আপনার মেয়ের জন্মদিন উপলক্ষ্যে অনেক সুন্দর একটা কেক কিনেছেন। সেই সাথে জন্মদিনের জন্য আরো বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন শুনে অনেক ভালো লাগলো। কেকটা দেখে মনে হচ্ছে খেতে দারুণ লেগেছিল। কেক পেয়ে মেয়েরা খুশি হয়েছিল শুনে খুব ভালো লাগলো।
জি আপু কেক খেতে অনেক মজার ছিল, ধন্যবাদ আপনাকে।
মিমির জন্মদিনে তার জন্য অনেক শুভকামনা এবং শুভেচ্ছা পাঠিয়ে দিলাম। এমন আনন্দের দিনে সবাইকে সঙ্গে পেয়ে মিমি খুব সুন্দর একটি সময় কাটিয়েছে বোঝা যাচ্ছে। জন্মদিনের জন্য বাচ্চারা অপেক্ষা করে থাকে। আর সেই দিনটা তাদের কাছে অনেক স্পেশাল। মিমি অনেক বড় হয়ে উঠুক এবং মানুষের মত মানুষ হয়ে উঠুক। সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সে একজন সত্যিকারের মানুষ তৈরি হোক। ছবিগুলি ভীষণ সুন্দর হয়েছে। আর পছন্দ করা কেকটাও খুব আকর্ষণীয়।
দোয়া করবেন ভাইয়া যেন মানুষের মতো মানুষ হতে পারি।ধন্যবাদ আপনাকে।
আপনাদের ওখানে জিনিসপত্রের দাম বেড়েছে এটা অনেকের পোস্ট পড়েই জানছি৷ তবে সন্তানের জন্মদিন উপলক্ষে আমাদের কিছু বাজারহাট করতেই হয়। আপনিও সুন্দর গুছিয়ে বাজার করেছেন আশাকরি সকলেই বেশ খুশি হয়েছিল। কেকটাও খুব সুন্দর হয়েছে।
আপনার মেয়েকে শুভ জন্মদিনের ভালোবাসা ও অনেক অনেক শুভকামনা জানাই৷ ঈশ্বরের কৃপায় ও সুস্থ থাকুক। বড় হোক আপনার মনের মতো হয়ে৷
আপনাকে মা হিসেবে অভিনন্দন জানালাম। ভালো থাকুন সবাইকে নিয়ে।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য