অহংকার পতনের মূল

in আমার বাংলা ব্লগlast month
অহংকার পতনের মূল

man-5640540_1920.jpg

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি কথা বলব আমাদের সমাজের অলিখিত কিছু নিয়ম সম্পর্কে। যেই সমাজে আমরা বসবাস করি সেই সমাজ আমাদের কে কোন চোখে দেখে এবং সেই সময়ে সমাজের মানুষের মূল্যায়ন কিভাবে হয় সেটা আমরা প্রায় কম বেশি সবাই জানি।

বর্তমান সমাজে এটা বিশ্বাস করা হয় যে মানুষের কাছে যত বেশি ধনসম্পদ রয়েছে তারাই তত ভালো মানুষ এবং তারাই ততক্ষমতাশীল মানুষ এই বিশ্বাসের উপরেই বর্তমানে আমাদের এই সমাজ গড়ে উঠেছে। তবে মানুষ হিসেবে আমাদের একটা মানুষকে কিভাবে দেখা উচিত সেটা অবশ্যই আমাদের মনুষত্ববোধ ঠিক করে কিন্তু আমাদের মধ্যে সেই মনুষত্ববোধ দেখতে পাওয়া যায় না।

একটা বিষয় একটু কল্পনা করুন তো ছোটবেলায় আপনার কোন কোন বিষয়গুলো পছন্দের ছিল। বর্তমানে কি সেসব বিষয়গুলো আপনার পছন্দের রয়েছে? উত্তর অধিকাংশই হবে না। কারণ বয়সের সাথে সাথে আমাদের পছন্দ পরিবর্তন হয়ে যায়। ঠিক তেমনটা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মধ্যে মানবিক বোধ ছিল মনুষ্যত্ব ছিল। কিন্তু আমরা যখন আস্তে আস্তে বড় হই তখন সেই মানবিকতা এবং মনুষ্যত্ববোধ আস্তে আস্তে কমতে থাকে। এটা আমি সবার উদ্দেশ্যে বলছি না বেশ কিছু মানুষের এরকম হয় সেটারই উদাহরণ দিচ্ছি।

ai-generated-9201419_1920.jpg

Source

তবে একটা বিষয় সব সময় মনে রাখতে হবে, ভালো সময় এবং খারাপ সময় কোনটা স্থায়ী নয়। যারা অহংকারী তাদের পতন সুনিশ্চিত। এই বিষয়ে আমরা সকলেই ভালোভাবে অনুধাবন করতে পারি। কিন্তু তারপরও যারা অসৎ ব্যক্তি তারা এই বিষয়টা বুঝতে পারেনা এবং মূল্যায়নও করতে পারে না। তাইতো বর্তমানে খারাপ মানুষের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে এবং সেই সাথে ভালো মনের মানুষরা যারা একটু নিম্ন মধ্যবিত্ত তাদের গুরুত্ব সহজে কমে যাচ্ছে। যার ফলে সমাজের নিয়ম নীতির ব্যাপক পরিবর্তন হচ্ছে। দুর্নীতি দেখা দিচ্ছে এবং এ আমাদের সমাজ ব্যবস্থা কাঠামোতো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে।

একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে আমরা এই পৃথিবীতে চিরো কাল বেচে থাকবো না। আমরা এই পৃথিবীর সুখ এবং রঙে এতটাই আবদ্ধ হয়ে গিয়েছি আমাদের বাস্তবতা আমরা মেনে নিতেই চাই না। আমরা মনে করি এই পৃথিবীর আমরা স্থায়ী বান্দা। কিন্তু বিষয়টা কিন্তু এতটাও সহজ নয়। যেকোনো সময় মৃত্যু আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারে। এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে এবং অহংকার যে পতনের মূল এই বিষয়টাও তাড়াতাড়ি বুঝে উঠতে পারাটাই বুদ্ধিমানের কাজ।আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্যে জানাবেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: অহংকার পতনের মূল

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Sort:  

Greetings, @alsarzilsiam! Your post, "অহংকার পতনের মূল" ( অহংকার পতনের মূল ) is creating quite the buzz! I'm particularly struck by your poignant reflection on societal values and the human tendency to prioritize material wealth over genuine compassion. The way you weave personal reflection with broader social commentary is truly compelling, reminding us all of the importance of humility and the transient nature of worldly possessions.

Your point about অহংকার (ego/pride) leading to downfall resonates deeply. It's a timeless message, beautifully articulated within the context of our modern সমাজ (society). I appreciate how you encourage readers to consider their own values and the impact they have on the world around them.

The included images enhance the post's theme and the Bangla Blog community will benefit from this reminder. This post is an insightful and thought-provoking read. ধন্যাবাদ (Thank you) for sharing!

What steps do you think individuals can take to actively combat অহংকার in their own lives? Let's discuss!