মুক্তির তাগিদে কাতর জীবন।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
কিছু স্মৃতি এমন এক যন্ত্রণা, যা সময়ের সাথে মিলিয়ে যায় না, বরং প্রতিদিন নতুন করে গভীর ক্ষত তৈরি করে। মনে হয় জীবনটা যেন একটা অন্তহীন দুঃস্বপ্ন, যেখান থেকে কোনোভাবেই মুক্তি পাওয়া যায় না। একসময় হাসিখুশি দিনগুলোই এখন মৃত্যুর মতো ভয়ংকর মনে হয়। সেই স্মৃতিগুলো বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আর প্রতিটি মুহূর্তে মনে হয়—কেন এখনো বেঁচে আছি?
দিনের আলোতে যে আনন্দ থাকার কথা ছিল, সেখানে এখন শুধু বিষণ্নতা। ভোরের সূর্য আর আশা জাগায় না, বরং মনে করিয়ে দেয় আরেকটি দুঃসহ দিন শুরু হলো। চারপাশের মানুষ আনন্দ খুঁজে নেয় ছোট ছোট ব্যাপারে, অথচ আমার চোখে সবকিছু ধূসর। পাখির গান, বৃষ্টির সোঁদা গন্ধ, ফুলের সৌন্দর্য—কোনো কিছুর মধ্যে আর রঙ নেই। হৃদয়ের ভেতর শুধু এক অদৃশ্য শূন্যতা, যা ধীরে ধীরে আমাকে গিলে খাচ্ছে।
অতীতের কিছু মুহূর্ত এতটাই গভীরে গেঁথে গেছে যে, ভুলতে চাইলেও বারবার ফিরে আসে। সেসব দৃশ্য মনে পড়লেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে, আর আমি নিজেকে অসহায় মনে করি। প্রতিটি রাতে ঘুম আসে না, চোখ বন্ধ করলেই সেই স্মৃতিগুলো সামনে ভেসে ওঠে। বালিশ ভিজে যায় অশ্রুতে, আর মনে হয়—এই কান্না কখনো থামবে না। ভিড়ের মাঝেও আমি একা, মানুষ ঘিরে থাকলেও হৃদয় থাকে নির্জন মরুভূমির মতো।
হতাশা এমনভাবে আমাকে আঁকড়ে ধরেছে যে, কোনো কিছুর প্রতি আর আগ্রহ জন্মায় না। খাবার, ঘুম, হাসি—সব যেন হারিয়ে গেছে। দিন কেটে যায় শুধু একটাই চিন্তায়—কবে শেষ হবে এই যন্ত্রণা, কবে আসবে সেই দিন যেদিন মৃত্যু এসে সবকিছুর অবসান ঘটাবে। মৃত্যু এখন আর ভয়ের নয়, বরং একমাত্র মুক্তির দরজা মনে হয়। প্রতিটি মুহূর্তে মনে হয়, বেঁচে থাকা মানেই কষ্টকে দীর্ঘায়িত করা, আর মৃত্যুই হয়তো শান্তির একমাত্র আশ্রয়।
কখনো ভাবি, এই পৃথিবীতে আমি কেন এসেছিলাম? যদি জীবনের মানে শুধু যন্ত্রণা হয়, তবে এর প্রয়োজন কী? চারপাশের মানুষ যতই ভালোবাসুক, তবুও তারা আমার ভেতরের দহন দেখতে পায় না। কারণ এই ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না। এটা শুধু অনুভব করা যায়, আর সেই অনুভূতিটা এত ভারী যে একা বহন করা যায় না। তবুও বহন করে যাচ্ছি, কারণ বিকল্প নেই।
তবুও হৃদয়ের গভীরে কোথাও একটা প্রশ্ন থেকে যায়—কেন এখনো নিশ্বাস চলছে? হয়তো ভাগ্য এখনো আমাকে বেঁচে থাকতে বাধ্য করছে, হয়তো এখনো শেষ হয়নি আমার দুঃখের যাত্রা। প্রতিটি সূর্যাস্তে মনে হয়, আরেকটি দিন পার হলো, কিন্তু মুক্তি এখনো অধরা। জীবনটা যেন শেকলে বাঁধা বন্দি, আর আমি শুধু মৃত্যুর প্রতীক্ষায় ক্লান্ত এক ভ্রমণকারী।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1970016313222558032?t=rfrA8KVbuscyb8BMu0DI3w&s=19
https://x.com/mdetshahidislam/status/1970015977313341676?t=bTafrzufcBL54JIqjiXcGw&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1970016658292187393?t=Xl-Qhg-wp01lzcMrDvXhMA&s=19