বিষন্নতা ডট কম

in #depressionlast year

তোমার প্রসেসর কত গিগাবাইট চারুমণি?
কতটুকু সম্বল আমার?
এক রত্তি জায়গা দিয়ে দিলে হয় আমায় !!
আমার বিষন্ন রাত্রির প্রহর রেখে দিতে চাই !

আমি জানি--
তোমার আছে ইনফিনিটি গিগাবাইট
অনায়াসেই একটি দোচালা ঘর হয়ে যায়
আর একটি অগোছালো সংসার !!

এখন আমার নিঃসঙ্গতা ছুঁয়ে দিলেই ইথার তরঙ্গের মেলায় খুঁজে পাবে ইন্টিগ্রেটেড বেদনার বিষন্নতা ডট কম।

শহিদ মিয়া বাহার