ফুটবল স্টোডিয়াম অংকন -ডিজিটাল আর্ট By-@salmanbair |১০% লাজুক খ্যাঁক এর জন্য|

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুগন


আশা করি সবাই অনেক ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তবে আজকে সারাদিন ব্যস্ততার মধ্য দিয়ে চলে গেলো। ঈদের বাজার সদয় সব কিছু কিনে নিলাম, এখন শুধু ঈদের অপেক্ষায়। সকাল দশটায় বাসা থেকে বের হলাম তিনটায় বাসায় এসে পৌছালাম। কিছু শপিং ও করে নিলাম এলাকার কিছু মানুষদের জন্য।

আমি একজন ক্রিড়াপ্রেমী, যেমন খেলা দেখতে ভালোবাসি তেমনি নিজেও খেলাধুলা করি।তাই আমার মাথায় মাঝে মাঝে খেলাধুলা নিয়ে অনেক কথা আসে। কিন্তু ভালো গুছিয়ে লিখতে পারি না তাই আর লেখা হয় না।আজকে আমি একটি ফুটবল স্টোডিয়াম অংকন করছি, এটি আমার ডিজিটাল আর্ট নাম্বার তিন।আশা করি আমার আর্ট আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন আজকের আর্ট আপনাদের কাছে শেয়ার করি।

ফাইনাল আউটলুক

20220429_154919_0000.png

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

একটা বিষয় খুবিই ক্লিয়ার হলাম একটা মানুষ যদি কোন কাজের প্রতি ক্লিয়ার মনোযোগ দেয় এবং ঐ কাজ নিয়ে লেগে থাকে তাহলে তার দ্বারা অনেক কিছুই সম্ভাব।এটা বলার কারণ যখন আমি "বাংলা ব্লগের"একজন লেভেলধারী মেম্বার, তখন কিছু কিছু পারসন সুন্দর করে ডিজিটাল আর্ট নিয়ে আসত। আমার খুবই ভালো লাগত তাদের আর্ট দেখে, তখন আমারো ইচ্ছা হত আমিও যদি তাদের মতো করে আর্ট করতে পারতাম।তখন থেকে মোটামুটি ধারণা নিতাম আজ মোটামুটি সাকসেস।

আজের আর্ট আমি এখন ধাপ অনুযায়ী দেখানোর চেষ্টা করব

📌ধাপ-১📌

IMG_20220429_175101.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

ক্যানভা এপ্স ওপেন করে নিব দেন এলিমেন্টে গিয়া,যে বিষয়ে আর্ট করব সে বিষয়ে সার্চ দিলে সব কিছু পাওয়া যাবে।আমি যেহেতু একটা স্টোডিয়াম নিয়ে কাজ করব তাই ঘাস এড করে নিব।

📌ধাপ-২📌

IMG_20220429_180709.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

এলিমেন্টে অনেক রকমের কাজ করা থাকে,নিজের কাজের জন্য যেটা ইচ্ছা সেটা নেওয়া যায়। আমি এই ঘ্রাস সিলেক্ট করে দিলাম, এবার এটাকে প্লেস মত বসিয়ে দিব

📌ধাপ-৩📌

IMG_20220429_200632.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

আমি আমার মতো করে সাজিয়ে নিলাম,সাইজ সঠিক করে দিলাম।দুই পাশে অল্প জায়গা রেখে দিলাম কেননা গ্যালারির ব্যবস্থা করব তাই।মাঠে যদি গ্যালারি না থাকে তাহলে দর্শক আসবে না আর খেলোয়াড়দের ও খেলা ভালো হবে না

📌ধাপ-৪📌

IMG_20220429_201056.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

এবার একটি বল নিয়ে আসলাম,বলটা আকারে অনেক বড় ছিল আমি টেনে ছোট বানিয়ে দিলাম। এবং এটাকে ঠিক মাঠের মাঝ বরাবর রেখে দিলাম

📌ধাপ-৫📌

IMG_20220429_201412.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

এই পর্যায়ে গ্যালারীর কাজ ধরলাম, দুই পাশে সুন্দর করে গ্যালারি এড করে দিলাম । এখন দেখা যাচ্ছে মাঠের সৌন্দর্য বেশ ভালোই দেখাচ্ছে।সাথে গ্যালারিতে একটু কালার ও করে দিলাম

📌ধাপ-৬📌

IMG_20220429_201817.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

বল হলো মাঠ হলো এখন আমি খেলোয়াড় যুক্ত করে দিব, আবার ঠিক এলিমেন্ট গিয়া সার্চ দিলাম ফুটবল প্লেয়ার, অনেক প্লেয়ার আসল আমার পছন্দ মতো নিয়ে নিলাম। সাথে আমি জার্সি কালার ব্লাক করে দিলাম

📌ধাপ-৭📌

IMG_20220429_202308.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkBkWk1u8SpUsMxtnvvkpEdG9k24LGffM4vafoB8ay5hmyhYiHGqDWUzDU9pSju8cwbooSUHv4mEtxyF4bho8GTsaSC2vjZnHfafqmd4yWV8MhwjYaFY9U.png

এখানে আরো কিছু প্লেয়ার নিলাম সাথে দুইজন গোলকিপার,মোট খেলোয়াড় সংখ্যা ছয়জন হলো।এবার তাদের পজিশন মতো বসিয়ে দিলাম। মাঠ ছোট তাই বেশী প্লেয়ার নেওয়া হয়নি।তবে বেশী চাইলে বেশী নেওয়া যাবে কোন সমস্যা নাই

📌ধাপ-৭📌

IMG_20220429_202840.jpg

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkCyUAiXP2m1nJD351cseM5n4M89xXhNLcb3dfeBgH335jTD3fckm2SGxKbkuyaYT9Rbj1HAaZjPRVYnDLZispU1b7cSCEpskiFW34Y9LgmdWwdW6MPBDx.png

মাঠে সুষ্ঠ খেলা গড়ানোর জন্য একজন নিরপেক্ষ আম্পেয়ার দরকার,এখানে আমি একজন আম্পেয়ার নিলাম এবং মাঠের চার পাশে চারটি পতাকা এড করে দিলাম।আম্পেয়ারকে ঠিক তখনী নিয়ে আসলাম যখন একটি গোল হয়ে যাচ্ছিল।অবশেষে গোল হয়েই গেল কোনভাবেই কিপার ঠেকাতে পারল না

আশা করি আপনারা খুবই সুন্দর করে আমার আর্টের ধাপ গুলো বুঝতে পারছনে। তারপর ও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের জানানোর জন্য।

মূলকথা:আসলে আর্ট একটি শিল্প এটি অনেক ঘাটতে ঘাটতে হবে, তুমি যতোই কাজ করবে ততোই শিখবে এবং ততোই তোমার আর্ট মানুষ পছন্দ করবে

পোস্ট ধরণডিজিটাল আর্ট
এপ্স নামক্যানভা
আর্ট মেকারআবির
প্রকাশ২৯/০৪/০২২

আজ আমার বলার মতো আর কিছুই নাই,ইনশাআল্লাহ আবার দেখা হবে কথা হবে নতুন কোন ব্লগে। আপনার সু-স্বাস্থ্য কামনা করেই আমি শেষ করছি

               💕আল্লাহ হাফেজ💕

ধন্যবাদান্তে

@salmanabir

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Sort:  
 3 years ago 

আপনার আইডিয়ার তারিফ করতে হয়। এত সুন্দর ফুটবল স্টেডিয়াম আঁকলেন ডিজিটাল ভাবে। আমি তো অবাক।এত সুন্দর করে আকলেন যেন সত্যি একটি ফুটবল স্টেডিয়ামের ছবি তুলে রাখলেন।কি সুন্দর করে খেলোয়াড় ও আঁকলেন।ওয়াও জাস্ট অসাধারণ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডিজিটাল আর্ট টি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার মূল্যবান মতামত পেয়ে আমি খুবিই আনন্দিত, আপনি সব সময় খুবই সুন্দর মতামত দিয়ে থাকেন। ধন্যবাদ আপু

 3 years ago 
 3 years ago 

আপনি অনেক সুন্দর ফুটবল স্টেডিয়াম অংকন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম ডিজিটাল দেখলে তো মুগ্ধ হয়ে যাই। আপনি অনেক দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডিজিটাল আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনি যে হাতে পেইন্টিং করেন তার থেকে কিন্তু ভালো হয় না,ধন্যবাদ আপু মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

ভালো লাগলো ভাই ফুটবল স্টেডিয়াম অংকন ডিজিটাল আর্টের মাধ্যমে রূপান্তর করেছেন। এই কাজগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। সেটা আপনার আছে দেখে বুঝতে পারলাম। প্রতিটি ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য,ভালো লাগলো মতামত পেয়ে।

 3 years ago 

দক্ষতার সাথে আপনার এই ডিজিটাল আর্ট এর প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন। যার ফলে এই ডিজিটাল আর্ট টিকে অনেক সুন্দর দেখাচ্ছে। খেলোয়াড়, রেফারি, গোলবার, বল সবকিছু মিলে সত্যিই খেলার মাঠ হচ্ছে। এভাবেই এগিয়ে যান। শুভ কামনা রইলো।

 3 years ago 

জ্বী আপু চেষ্টা করতেছি আরো ভালো করার, ধন্যবাদ মন্তব্যের জন্য

 3 years ago 

ভাইয়া আপনি এত সুন্দর ডিজিটাল চিত্র অংকন করতে পারেন তা আগে জানতাম না। দেখে অনেক খুশি হলাম। ডিজিটাল চিত্র অংকন এর প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি আপনার দক্ষতা আছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যা আপি আমি আগে কখনো করি নায়,এখন একটু শুরু করলাম এটা আমার ৩য় আর্ট।ধন্যবাদ আপি মতামত দেওয়ার জন্য

 3 years ago 

ফুটবল খেলা আমার সবথেকে ফেভারিট আপনি ফুটবল স্টেডিয়ামের খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট প্রস্তুত করেছেন খুবই ভালো লাগলো দেখে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

ওয়াও ভাইয়া! আপনার ডিজিটাল আর্টটি জাস্ট অসাধারণ হয়েছে। আপনার আর্ট দেখেই বোঝা যায় আপনি ডিজিটাল আর্টে খুব পারদর্শী। আমার কাছে আপনার ডিজিটাল আর্টি খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনাকে ও ধন্যবাদ খুবই সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

সত্যিই এই কাজে পারদর্শী না হলে আপনি এত অসাধারন একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করতে পারতেন না। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনার পুরো পোস্টটি। এভাবেই দক্ষতার সাথে অসাধারণ কাজগুলো আমাদেরকে উপহার দিয়ে যান। অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার মূল্যবান সময় নষ্ট করে মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুব ভালো লাগলো ভাই আপনার নতুন ধরনের চিত্র টি দেখে। কারণ আপনি একটা ভিন্নধর্মী চিত্র অঙ্কন করেছেন। যা দেখে ভালই লাগলো। সবচেয়ে ভালো লাগলো যে আপনি নিয়মিত খেলা দেখেন। এজন্য আপনি একটা ফুটবল মাঠ তৈরি করেছেন। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন সবকিছুর। ধন্যবাদ এরকম একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বী ভাই মোটামুটি সব খেলাই দেখা হয়,ধন্যবাদ মন্তব্যের জন্য