দক্ষিণ এশিয়ার বৃহত্তম মাঠ খ্যাত দিনাজপুর বড় মাঠে একদিন
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ১৭ ই জুন ২০২৫ ইং
দিনাজপুর বড় মাঠ কে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মাঠ হিসেবে ধরা হয়। এটি বাংলাদেশের রংপুর বিভাগের দিনাজপুর জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি মাঠ।সকালের আলো যখন ধীরে ধীরে শহরের উপর পড়ে, তখন দিনাজপুর বড় মাঠ যেন নিজেকে তুলে ধরে এক ভিন্ন মহিমায়। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই বিস্তীর্ণ মাঠটি কেবল একটি খেলার মাঠ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি, এবং মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমি যখন মাঠের ধারে দাঁড়িয়ে ছিলাম, হালকা কুয়াশা তখনো পুরোপুরি সরেনি, আর তাতে যেন মাঠের সৌন্দর্য আরও রহস্যময় হয়ে উঠেছিল। আসলে এই মাঠ টি একদম সবুজ শ্যামল প্রকৃতির মাঝে অবস্থিত।
মাঠটিতে পা রাখা মাত্রই একটা বিশালত্ব অনুভব হয়। সবুজ ঘাসে ঢাকা বিস্তৃত প্রান্তর চোখ জুড়িয়ে দেয়। দূর থেকে দেখা যায়, কেউ ফুটবল খেলছে, কেউ জগিং করছে, আবার কেউ ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি নিচ্ছে। মাঠের চারপাশজুড়ে মানুষের ভিন্ন ভিন্ন কর্মকাণ্ডে ভরে থাকে প্রতিটি প্রহর। আমি কিছুক্ষণের জন্য বেঞ্চে বসে শুধু মানুষ দেখছিলাম এ যেন জীবনের এক চলমান চিত্র। আসলে এই মাঠের মধ্যে প্রায় সব ধরনের খেলা ধুলা হয়ে থাকে। বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল খেলা সব সময় লেগেই থাকে এই মাঠের মধ্যে। এই মাঠ টি আয়তনে এতো বড় যে, এখানে একসাথে প্রায় বিশ থেকে পঁচিশ টি ক্রিকেট টিমের খেলা সম্ভব।
এই মাঠ কেবল খেলার জায়গা নয়, এটি দিনাজপুরের মানুষের আবেগের জায়গা। এখানে বড় বড় রাজনৈতিক সভা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, ধর্মীয় জমায়েত পর্যন্ত হয়েছে। মেলামেশা আর মিলনের এমন একটি উন্মুক্ত স্থান শহরে আর নেই বললেই চলে। আমার দৃষ্টিতে এটি শুধু দক্ষিণ এশিয়ার বৃহত্তম মাঠ নয়, এটি একটি জনজীবনের প্রতিচ্ছবি। দিনাজপুর জেলার মধ্যে যে সব বড় ধরনের প্রোগ্রাম কিংবা অনুষ্ঠান হয়ে থাকে, তার বেশিরভাগ গুলোই দিনাজপুর বড় মাঠের মধ্যে হয়ে থাকে। কেননা দিনাজপুর শহরের মধ্যে তেমন কোন বিশাল জায়গা নেই এই মাঠ ব্যতীত।তাই সকল ধরনের সভা সমাবেশ এই মাঠের মধ্যেই হয়ে থাকে। বিভিন্ন ধরনের মেলা গুলো ও এই মাঠের মধ্যে হয়ে থাকে।
বিকেলে সূর্য যখন পশ্চিমে হেলে পড়ে, তখন মাঠের পরিবেশ বদলে যায়। কিশোরেরা খেলায় মত্ত, বৃদ্ধেরা হাঁটছেন, কিছু মানুষ মাটিতে বসে আড্ডায় মশগুল। মাঠের এক কোণে চটপটি আর ফুচকার গন্ধ বাতাসে মিশে যাচ্ছে, যা মনটাকে আরও আনন্দে ভরিয়ে তোলে। আমি নিজেও এক প্লেট ফুচকা নিয়ে এক পাশে বসে থাকলাম এই শহরের স্বাদটা যেন এই মাঠের প্রতিটি কণায় কণায় মিশে আছে। আসলে এই মাঠের মধ্যে আমরা যতক্ষণ সময় কাটিয়েছিলাম, তত বেশি আনন্দ উপভোগ করেছিলাম। আসলে এই মাঠের সৌন্দর্য লিখে প্রকাশ করার মতো নয়। যারা ইতিমধ্যে এই মাঠের মধ্যে এসেছিলেন তারা হয়তো প্রত্যেকেই এই বিষয়ে অবগত আছেন।
দিনাজপুর বড় মাঠে কাটানো এই একটি দিন আমাকে শিখিয়েছে যেখানে মানুষের হৃদয় জমা হয়, সেখানে স্থানেরও প্রাণ থাকে। মাঠটি যেন নীরবে মানুষের সব হাসি-কান্না, বিজয়,পরাজয়, আশা নিরাশার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই বিশালতার মাঝেও যে এমন মমতায় ভরা মুহূর্ত থাকতে পারে, তা না এলে বুঝতেই পারতাম না। দিন শেষে মাঠ ছেড়ে আসার সময় মনে হচ্ছিল, আমি যেন কেবল একটি স্থান নয়, একটি অনুভূতি থেকে বিদায় নিচ্ছি। আসলে আমরা এই মাঠের মধ্যে বেশ দারুন একটি সময় উপভোগ করেছিলাম। আশাকরি ভবিষ্যতে ও আমরা এই মাঠের মধ্যে এরকম সুন্দর সময় উপভোগ করতে পারবো।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1934993339767767097?t=8-8doqui_C4aHEu0f8PFhg&s=19
https://x.com/Riyadx2P/status/1935173652020166828?t=ErQoqswoSnrwqseYOR6YaA&s=19
https://x.com/Riyadx2P/status/1935173769108258839?t=ErQoqswoSnrwqseYOR6YaA&s=19
https://x.com/Riyadx2P/status/1935173977082839323?t=ErQoqswoSnrwqseYOR6YaA&s=19
https://x.com/Riyadx2P/status/1935174139826078090?t=ErQoqswoSnrwqseYOR6YaA&s=19
https://x.com/Riyadx2P/status/1935174307732406674?t=ErQoqswoSnrwqseYOR6YaA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.