#DIY-এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে বালতি তৈরি"(10% beneficiary @shy-fox)
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন।আশা করছি মহান সৃষ্টিকর্তার দোয়ায় সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।সবার কাছে আশা করবো সবাই সাবধানে থাকবেন।আজকে আমি ভালো থাকলে আমার পরিবার ভালো থাকবে।তাই আগে নিজে সাবধান হবো এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখবো।কিছুদিন ধরে ব্যাস্ততার কারণে আর্ট এবং কোনো ক্রাফটের কাজ করতে পারতেছিলাম না। আজকে সারাদিন বাসায় ছিলাম। তাই ভাবলাম কিছু একটা করি।যেমন কথা তেমন কাজ।কাগজ নিয়ে বসে পড়লাম।আজকে আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি বালতি তৈরির পদ্ধতি শেয়ার করবো। বেশি কথা না বলে চলেন শুরু করি।
রঙিন কাগজ দিয়ে বালতি তৈরি

উপকরণ

প্রথমে আমরা রঙিন কাগজগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে ভাঁজ দিয়ে নেবো।

এরপর রঙিন কাগজগুলোকে এইভাবে একটা একটা করে সব গুলো কাগজকে একইভাবে ভাঁজ করে নেবো।

এরপর এই ভাঁজ করা কাগজগুলোকে একটার সাথে আরেকটা জোরা দেবো গুলু গাম দিয়ে।

এরপর ভাঁজ করা কাগজগুলোকে চিত্রের ন্যায় আঠা দিয়ে জোরা দিয়ে দেবো।

এরপর বালতির তলা বানানোর জন্য গোল করে একটা হার্ড বোর্ড কেঁচি দিয়ে কেটে নিয়েছি এবং সুন্দর দেখানোর জন্য এর সাথে রঙিন কাগজ দিয়েছি।

এরপর বালতির তলাটিতে সুন্দর করে রঙিন কাগজ দিয়ে লাগিয়ে দিয়েছি।

এরপর সুন্দর করে গুলু গানের সাহায্যে বালতির তলাটি আগের ভাঁজ করা রঙিন কাগজের সাথে লাগিয়ে দিয়েছি।

এরপর বালতির হাতল এরজন্য একটি রঙিন কাগজকে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি চিত্রের ন্যায়।

এরপর সুন্দর করে হাতলটি আঠার সাহায্যে বালতির দুই পাশে লাগিয়ে দিয়েছি।

এরপর বালতির সৌন্দর্য বাড়ানোর জন্য বালতির হাতলে কিছু ফুল লাগিয়ে দিয়েছি।

আর এই ধাপের মাধ্যমে তৈরি হয়ে গেলো রঙিন কাগজের তৈরি একটি বালতি।
আর এইভাবে আমি আজকে আমার রঙিন কাগজের বালতি তৈরির কাজ শেষ করলাম।জানি না কেমন হয়েছে।ভালভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।আপনাদের উৎসাহ পেলে আরও ভালো কিছু করতে পারবো।সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।তবে দেখা হবে অন্য কোন দিন অন্য কিছু নিয়ে।
ফটোগ্রাফি | রবিউল ইসলাম |
---|---|
ডিভাইস | Realme 7 Pro |
ছবি তোলার স্থান | লোকেশন |
আমি রবিউল ইসলাম। আমার স্টীমিট আইডি @rabiul365। আমি একজন বাংলাদেশি।আমি আমার দেশকে নিয়ে গর্ববোধ করি।কারন আমি আমার মায়ের ভাষায় কথা বলি।দেশ আমার ভাষা আমার।আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছি।আমি একজন সপ্ন বিভোর মানুষ।সপ্ন দেখতে পছন্দ করি।ভ্রমন আমার খুব পছন্দের কাজ।ভ্রমন ভালবাসি।মাঝে মাঝে নিজের মনের ভাবকে প্রকাশ করতে আঁকাআঁকি করে থাকি।চেষ্টা করি নতুন কিছু করার,কারন সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়।

250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য।

ভাই অসাধারণ একটি বালতি বানিয়েছেন।বালতির হাতলের ফুলগুলো খুবই সুন্দর ছিল।সবুজ রঙের বালতি বানানোর পদ্ধতি গুলো ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে যাই বানানো হোক না কেন খুব সুন্দর লাগে একটা কিছু বানালেই হলো ।আপনার রঙিন কাগজের বালতি খুব চমৎকার হয়েছে বালতি ভরে মনে হচ্ছে এক বালতি পানি নিয়ে আসি। খুব সুন্দর করে আপনি বালতিটি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বেশ সুন্দর তো।খবই কিউট একটি ঝুড়ি বানিয়েছেন তো।খুব সুন্দর করে সহজ উপায়ে ঝুড়ি বানিয়ে দেখিয়েছেন।উপস্থাপনার বেশ সুন্দর ছিল। কালারটাও বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।
বাংলা ব্লগ এর জন্য বিভিন্ন ধরনের কারুকাজ দেখতে পেরেছি নতুন নতুন আরো দেখতে পারছি। এই বালতিটা আমার কাছে নতুন লাগলো রঙিন কাগজ সুন্দর করে কেটে আঠা মেরে ধাপে ধাপে সুন্দর বালতি বানিয়েছেন।ধন্যবাদ শেয়ার করার জন্য ভাই।🥰😍
ধন্যবাদ ভাই সুন্দর মতামত দিয়ে উৎসাহিত করার জন্য।
ভাইয়া, খুব সহজে এবং সুন্দর ভাবে আপনি এই বালতিটি তৈরি করেছেন। এভাবে রঙিন কাগজের সাহায্যে ধাপে ধাপে আপনি খুব সুন্দর করেই এটি তৈরি করেছেন দেখে ভালোই লাগলো।আমাদের সাথে এটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য।
আহ্ কী সৃজনশীলতা 💖। রঙিন কাগজ দিয়ে বালতি তৈরিটি অনেক সুন্দর হয়েছে। দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার সৃজনশীলতা দেখে আমি সত্যি মুগ্ধ। বালতির কালার টি জোশ লাগছে। দেখতে একদম সত্যিকারের বালতি মনে হচ্ছে। যাইহোক রঙিন কাগজ দিয়ে বালতি তৈরি পদ্ধতি সম্পর্কে ভালো উপস্থাপন করেছেন ধাপে ধাপে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য
ধন্যবাদ ভাই আপনার সুন্দর গঠনমূলক মতামতের জন্য।
নতুন কিছু ছিল রঙিন কাগজের বালতিটির মধ্যে । নিজের খেয়াল এবং পরিবারের খেয়াল রাখা । খুব সুন্দর একটি কথা দিয়ে শুরু হয়েছে আপনার পোস্টটি । রঙিন কাগজের বালতি ছিল অসাধারণ । বালতির হ্যান্ডেলে সাদা ফুল গুলো ছিল আরো বেশি সুন্দর ।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ঝুড়ি তৈরি করেছেন ভাইয়া। আসলে এটি দেখেই মনটা জুড়িয়ে গেল। দেখে মনে হচ্ছে এটি বাস্তবেই একটি ঝুড়ি।ফল রাখা যাবে মনে হচ্ছে
আর তাছাড়া আপনি তৈরীর প্রক্রিয়া অনেক সুন্দরভাবে দিয়েছেন ।
ধন্যবাদ আপনাকে 🙂
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।
ভাইয়া রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি বালতি তৈরি করেছেন আপনি। ছোট্ট এই বালতিটি দেখে অনেক কিউট লাগছে। এই বালতিটি চাইলে শোপিস হিসেবে ব্যবহার করা যেতে পারে দেখতে খুব বেশী সুন্দর লাগবে।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর গঠনমূলক মতামতের জন্য।