diy-"একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট"
নমস্কার
diy-একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট:
দীর্ঘদিন ধরে কোনো আর্ট করা হয়নি।কিছুদিন ধরেই বেশ ব্যস্ত সময় পার করছি তাই সময় হয়ে ওঠে না।তাছাড়া যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।যাইহোক আজ একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করলাম।যেটি অঙ্কনের পর বেশ আকর্ষণীয় হয়েছিল দেখতে।এই আর্টের মধ্যে দিয়ে ছোট ছোট অনেক বিষয় ফুটিয়ে তোলা সম্ভব।তাই বোধহয় এই আর্ট করতে একটু বেশিই ভালো লাগে তেমনি দেখতেও।আশা করি আমার এই আর্টটিও ভালো লাগবে আপনাদের সকলের কাছে।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.কাঁটা কম্পাস
3.স্কেল ও
4.রঙিন বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি পেন্সিল ও কাঁটা কম্পাসের সাহায্য নিয়ে দুটি বৃত্ত একে নিলাম।এরপর পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম পুনরায়।
ধাপঃ 2
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের সাহায্যে।
ধাপঃ 3
এবারে দুটি বৃত্তের মধ্যে নীল রঙের পেন দিয়ে ডিজাইন একে নিলাম।
ধাপঃ 4
এখন আবারো ছোট্ট একটি বৃত্ত বিন্দুর দিকে একে নিয়ে তার মধ্যে নীল রঙের বলপেন দিয়ে ফুল একে নিলাম।
ধাপঃ 5
এরপর স্কেল এর সাহায্যে বৃত্তের মধ্যে সাদা অংশে দাগ টেনে ডিজাইন একে নিলাম কালো ও নীল রঙের বলপেনের সাহায্যে।
শেষ ধাপঃ
সবশেষে অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি সিম্পল ম্যান্ডেলা আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
সিম্পল হলেও আপনার আর্ট করা ম্যান্ডেলা ডিজাইনটি দারুন দেখাচ্ছে। এরকম আর্ট গুলি তৈরি করতে মোটামুটি সময় অতিবাহিত করতে হয়। তবে ধৈর্য এবং মনোযোগ দিয়ে করলে ম্যান্ডেলা আর্ট গুলি চমৎকার হয়ে থাকে। খুবই ভালো লাগলো আপনার ডিজাইনটি।
আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1964844458316546491?t=pExGG2h3oS2_-NEELcKjew&s=19
https://x.com/green0156/status/1964845283181007313?t=3WClnFd5yuSmqRVE78B84Q&s=19
সিম্পল একটি ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আর্ট টি সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার করা ডিজাইনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এগুলো করতে ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ আপু,অনেক সময় লাগে।ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপনি তো পেন্সিল এবং রঙিন বলপেন দিয়ে চমৎকার ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার মেন্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। আর যেকোনো আর্ট একটু সময় দিয়ে করলে দেখতেও চমৎকার লাগে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।