Diy-"একটি বৃত্তের ডিজাইন আর্ট"
নমস্কার
diy-একটি বৃত্তের ডিজাইন আর্ট:
আজ $puss এর জন্মদিন অর্থাৎ পুশ কয়েনের এক বছর পূর্ণ হলো।তাই এটি আমাদের খুবই আনন্দের একটি দিন।যাইহোক দীর্ঘদিন ধরে কোনো আর্ট করা হয়নি।আসলে আর্ট করতে ইচ্ছে করলেও হাত সায় দেয় না।তাছাড়া যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।যাইহোক আজ হঠাৎ মনে হলো বৃত্তের মধ্যে একটি আর্ট করবো।তাই বৃত্তের মধ্যে ডিজাইন তৈরি করলাম রং-বেরঙের।আশা করি এই ডিজাইন আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.কাঁটা কম্পাস
3.রঙিন মার্কার পেন ও
4.রঙিন বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি পেন্সিল ও কাঁটা কম্পাস দিয়ে একটি বৃত্ত একে নিলাম।
ধাপঃ 2
এবারে বৃত্তের মধ্যে কয়েকটি দাগ টেনে নেব একটু দূরত্ব করে।
ধাপঃ 3
এবারে কালো রঙের বলপেন দিয়ে ডিজাইন করে নেব একটি খোপ পরপর।
ধাপঃ 4
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 5
এরপর অপর পাশের খোপগুলি নীল রঙের পেন দিয়ে ডিজাইন করে নেব।
ধাপঃ 6
এখন খালি ত্রিকোন বক্সগুলি কালো রঙের বলপেন দিয়ে ডিজাইন করে নেব সিঁড়ির মতো করে সোজা ও বাঁকানো করে।
শেষ ধাপঃ
এরপর মার্কার পেন দিয়ে বৃত্তের মধ্যে একপাশে লাল ফুল ও সবুজ পাতা একে নেব।সবশেষে অঙ্কনের নিচে আমার নাম লিখে নিলাম নীল রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি বৃত্তের ডিজাইন আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.