Diy-"নিজে হাতে ক্লে তৈরি"

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ নতুন ধরনের diy পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy-"নিজে হাতে ক্লে তৈরি"

GridArt_20250602_044453834.jpg

বন্ধুরা,ক্লে দিয়ে কখনো কোনো কাজ করা হয়নি বা কেনা হয়নি।সত্যি বলতে প্রতিযোগিতা-৭১ কে কেন্দ্র করেই আমার এই রঙিন ক্লে তৈরি।আর এগুলি আমি নিজে হাতে তৈরি করেছিলাম।আসলেই এই ক্লে তৈরি করাটা বেশ মজার ছিল আবার তেমনি কঠিনও।দেখে অনেকটা সহজ মনে হলেও পারফেক্ট ক্লে তৈরি করা বেশ কঠিন।যদিও ইচ্ছা ছিল এটি প্রতিযোগিতায় শেয়ার করার কিন্তু পোষ্ট বড় হয়ে যাবে বলে আর করা হয়নি।তাই আলাদা করে আজ শেয়ার করেই ফেললাম, অনেকের এটি উপকারে আসতে পারে আমার মতোই ঝটপট কাজের জন্য।তবে আমার মনে হয় বাজার থেকে কেনা ক্লেগুলি বেশি সফট হয়ে থাকে,কিন্তু বাড়ি তৈরি ক্লে একটু কম সফট হয়ে থাকে।তবুও আমি আমার তৈরি ক্লে দিয়েই কাঁচের বোতলের উপর ময়ূর তৈরি করে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম এবং বিশেষ পুরস্কার নিতে সক্ষমও হয়েছি।যেটা আমার জীবনের প্রথম ক্লে এর কাজ করা সার্থক হয়েছে বলা চলে।আশা করি আমার আজকের diy টি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250602_044303.jpg

উপকরণ:

1.কর্নফ্লাওয়ার-1 কাপ
2.শ্যাম্পু-5 প্যাকেট
3.নারিকেল তেল
4.জলরং
5.তুলি
6.একটি পিচ ও
7.একটি স্টিলের চামচ

IMG_20250602_044052.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250602_044107.jpg
এখানে নিজেদের সুবিধা মতো শ্যাম্পু ও কর্নফ্লাওয়ার নিতে হবে।আমি যেহেতু অল্প তৈরি করেছিলাম সেহেতু প্রত্যেকটি ক্লে এর ডো তৈরির জন্য এক প্যাকেট করে শ্যাম্পু ব্যবহার করেছি।

ধাপঃ 2

IMG_20250602_044124.jpg
তো আমি এখানে এক প্যাকেট শ্যাম্পু বের করে নিলাম পিচ এর মধ্যে।

ধাপঃ 3

IMG_20250602_044145.jpg
এখন একটি শ্যাম্পুতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম।

ধাপঃ 4

IMG_20250602_044202.jpg
এবারে একটি স্টিলের চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম।

ধাপঃ 5

IMG_20250602_044217.jpg
এরপর ক্লে এর কঠিন ভাব নরম করার জন্য সামান্য নারিকেল তেল ব্যবহার করবো।তারপর আমি আমার হাত দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20250602_044230.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "সাদা রঙের একটি ক্লে।"এইভাবে আমি আরো কয়েকটি সাদা রঙের ক্লে ডো তৈরি করে নেব।তারপর একটি তুলির সাহায্যে বিভিন্ন কালারের সামান্য জলরং নিয়ে ডো এর সঙ্গে মিশিয়ে নেব।সবশেষে তৈরি হয়ে গেল আমার বিভিন্ন কালারের ক্লে।

ছবি উপস্থাপন:

IMG_20250602_044249.jpg

IMG_20250602_044303.jpg
আমি এখানে সাদা,গোলাপি ও নীল রঙের ক্লে তৈরি করে নিয়েছিলাম।এগুলি দীর্ঘদিন ব্যবহার করার জন্য একটি প্লাস্টিক পেপারের মধ্যে মুড়িয়ে সংরক্ষণ করা যায়।


আশা করি আমার আজকের diy টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীdiy
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

নিজে হাতে ক্লে তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।আপনার হাতে তৈরি ক্লে শিল্পকর্মটি সত্যিই প্রশংসনীয়! বিশেষ করে ডিটেইলিং এবং টেক্সচার যত্ন সহকারে ফুটিয়ে তোলার চেষ্টা চোখে পড়ার মতো।ক্লে দিয়ে এমন সৃষ্টিশীল কাজ করার ধৈর্য্য ও দক্ষতার জন্য আপনাকে অভিনন্দন! ভবিষ্যতেও এমন সুন্দর শিল্পকর্ম দেখতে চাই।

 last month 

আপনার সুন্দর ও গঠনমূলক মতামত পড়ে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 last month 

বাসায় যে এইভাবে ক্লে তৈরি করা যায় টা আগে জানতাম না।খুবই সুন্দর ভাবে ক্লে তৈরি করার পদ্ধতি উপস্থাপন করেছেন আপু।যা দেখে মুগ্ধ আমি।নিজের হাতে ক্লে তৈরি করে সেটা দিয়ে কিছু করার আনন্দটাই অন্যরকম।দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

ঠিক বলেছেন আপু,নিজে হাতে ক্লে তৈরির মজাই আলাদা।ধন্যবাদ আপনাকে।

 last month 

বাসায় যে এইভাবে ক্লে তৈরি করা যায় টা আগে জানতাম না।খুবই সুন্দর ভাবে ক্লে তৈরি করার পদ্ধতি উপস্থাপন করেছেন আপু।যা দেখে মুগ্ধ আমি।নিজের হাতে ক্লে তৈরি করে সেটা দিয়ে কিছু করার আনন্দটাই অন্যরকম।দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

😊😊.

 last month 

বেশ ভালো লাগলো দেখে যে আপনি নিজ দক্ষতায় ক্লে তৈরি করে তারপর সেটা দিয়ে প্রতিযোগিতার জন্য বোতল আর্ট করেছিলেন। নিজে হাতে সবকিছু করতে পারলে বেশ ভালোই লাগে। আপনার এই ক্লে তৈরি পদ্ধতি দেখে আমার বেশ ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি জিনিস তৈরি পদ্ধতি শেয়ার করার জন্য।

 last month 

আপনার কাছে আমার পোষ্টটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, অনেক ধন্যবাদ দাদা।

 last month 

আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। সত্যি আপনি খুব সুন্দর করে নিজে হাতে ক্লে তৈরি করেছেন। নিজে হাতে ক্লে তৈরি করার অনুভূতি সত্যিই নিশ্চয়ই আপনার অন্যরকম ছিলো। নিজে হাতে ক্লে তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে এতো সুন্দর করে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last month 

হ্যাঁ,আসলেই অন্যরকম ছিল এই অনুভূতিটি ধন্যবাদ ভাইয়া।