diy-"পাতার মধ্যে বোহো আর্ট"

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

diy-পাতার মধ্যে বোহো আর্ট:

IMG_20251014_195646.jpg

মাঝে মাঝেই আর্টের দুনিয়ায় ডুবে থাকতে ভালোই লাগে।আর ঠান্ডা পরিবেশ হলে তো কথাই নেই।আর ইদানিং কিন্তু হালকা শীত পড়তে শুরু করে দিয়েছে।তেমনই একটি ঠান্ডা পরিবেশের মুহূর্তে আজ সন্ধ্যায় আর্ট করতে বসে পড়লাম।যদিও খুব বেশি দক্ষতা আমার নেই,তবুও যেটুকু সামান্য দক্ষতা আছে সেটা দিয়েই চেষ্টা করলাম পাতার মধ্যে বোহো আর্ট করার।পাতার সরু সরু দাগ টানতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও সুন্দর লাগে।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20251014_195711.jpg

উপকরণ:

1.রঙিন মার্কার পেন
2.জেল পেন ও
4.কালো বলপেন

IMG_20251014_195403.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20251014_195423.jpg
প্রথমে আমি একটি পাতার গঠন একে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 2

IMG_20251014_195434.jpg
এরপর পাতার মধ্যে শিরা একে নিলাম।

ধাপঃ 3

IMG_20251014_195459.jpg
এখন আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।

ধাপঃ 4

IMG_20251014_195511.jpg
এবারে পাতার শিরার মধ্যে সরু সরু দাগ টেনে একে নেব কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 5

IMG_20251014_195540.jpg

এরপর জেল পেন ও রঙিন মার্কার পেন দিয়ে পাতার সামনে ও মধ্যে বোহো আর্ট করে নেব।

শেষ ধাপঃ

IMG_20251014_195628.jpg

IMG_20251014_195739.jpg

সবশেষে কালো রঙের বলপেন দিয়ে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম।তো অঙ্কন করা হয়ে গেল আমার "পাতার মধ্যে বোহো আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 23 hours ago 

বোহো আর্ট গুলিতে এক চমৎকার সৌন্দর্য বিদ্যমান যা দেখলেই বোঝা যায়। আপনার বোহ আর্ট টি দেখেই আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটা ধাপকে সুন্দর গণনা সহকারে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। আশা করি আগামীতেও আপনার পোস্টে এরকম চমৎকার আর্ট দেখতে পারবো।

 19 hours ago 

ধন্যবাদ ভাইয়া, উৎসাহ পেলাম আপনার মন্তব্য পড়ে।

 19 hours ago 
 13 hours ago 

ওয়াও আপনি তো খুব সুন্দর করে পাতার মধ্যে বোহো আর্ট করেছেন। এই আর্টগুলো আমার কাছে খুব ভালো লাগে। যদিও এই আর্ট গুলো খুব কমে করা হয়। ধন্যবাদ ধৈর্য ধরে এত সুন্দর একটি বোহো আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 13 hours ago 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 9 hours ago 

পাতার মধ্যে বোহো আর্ট করেছেন দেখে ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।