Diy-"নেইল আর্ট"

in আমার বাংলা ব্লগyesterday

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- নেইল আর্ট:

GridArt_20250813_151053371.jpg

IMG_20250813_151258.jpg

দীর্ঘদিন ধরে কোনো আর্ট করা হয়ে ওঠেনি সময় সল্পতার জন্য।তাছাড়া যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তাই ভাবছিলাম এইবার একটু ভিন্ন ধরনের আর্ট করবো।সেটিও আমার নেইলের উপর।যদিও আমার সংগ্রহে খুব বেশি নেইল পলিশ ছিল না।তবে যেগুলো ছিল সেগুলি দিয়েই কাজ চালিয়েছি।অনেকেই আমার নখ দেখে নকল নখ বলে ধারণাও করে থাকেন বাস্তব জীবনে।কিন্তু একদমই সেটা নয়,আসলে ছোটবেলা থেকেই আমার নখ রাখা একটি শখের বিষয়বস্তুর মধ্যেও পড়ে।যাইহোক তবে তিনটি নখ ভালোভাবে আর্ট করতে পারলেও বাকি দুটি নখে ভিন্ন ডিজাইনটি স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারিনি।তারপরও এটি নখে লাগানোর পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই নখের আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250813_151331.jpg

উপকরণ:

1.নখযুক্ত হাত
2.রঙিন নেইল পলিশ (হলুদ ও নীল)
3.ওয়াটার নেইল পলিশ
4.ভেসকেয়ার ও
5.সেফটি পিন

IMG_20250813_145937.jpg

IMG_20250813_145855.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250813_150023.jpg
প্রথমে আমি একটি ভেসকেয়ার নিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20250813_150043.jpg
এরপর আমার হাতের নখের চারিপাশে সামান্য পরিমাণ নিয়ে ভালোভাবে লাগিয়ে নেব।যাতে নেইল পলিশ মাখার সময় পাশে লেগে গেলে সহজেই উঠে যায়,আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

ধাপঃ 3

IMG_20250813_150103.jpg
এখন আমি হলুদ রঙের নেইল পলিশ নিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20250813_150118.jpg
এরপর নখে হলুদ রঙের নেইল পলিশ মেখে নেব।

ধাপঃ 5

IMG_20250813_150149.jpg
এখন আমি নীল রঙের নেইল পলিশ নিয়ে নেব।

ধাপঃ 6

IMG_20250813_150133.jpg
এবারে হলুদ রঙের নেইল পলিশের উপর ছোট ছোট কিছু বিন্দু দিয়ে দেব দুটি সারিতে নীল রঙের নেইল পলিশ দিয়ে।

ধাপঃ 7

IMG_20250813_150210.jpg
এখন একটি সেফটি পিন নিয়ে নেব ডিজাইন করার জন্য।

ধাপঃ 8

IMG_20250813_150503.jpg
এখন আমি নীল রঙের নেইল পলিশের বিন্দুগুলি সেফটি পিন দিয়ে নখের ডগার দিকে টেনে পাতার ডিজাইন করে নেব।

ধাপঃ 9

IMG_20250813_150430.jpg
এবারে আমি ওয়াটার নেইল পলিশ ব্যবহার করে নেব ডিজাইন করে নেওয়ার পর।

ধাপঃ 10

IMG_20250813_151201.jpg
এখন হালকা অপেক্ষা করে শুকিয়ে নেব নখটি।

শেষ ধাপঃ

IMG_20250813_151344.jpg

IMG_20250813_151241.jpg
এইভাবে আমি প্রতিটি নখে একই আর্ট করে নেব।সবশেষে একই পদ্ধতিতে নেইল পলিশ মেখে শুকিয়ে নেব।

ছবি উপস্থাপন:

IMG_20250813_151319.jpg

IMG_20250813_151258.jpg

IMG_20250813_151331.jpg
তো হয়ে গেল আমার "নেইল আর্ট।"এই আর্ট করার পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 yesterday 

মেয়েদের জন্য উপকারী একটি পোস্ট শেয়ার করেছেন। নেইল আর্ট গুলি ভিন্ন ভিন্ন কালারের দিয়েছেন সেই সাথে প্রত্যেকটা ধাপ ও সুন্দর করে উপস্থাপন করেছেন। মেয়েরা চাইলে আপনার এই পোস্ট দেখে চমৎকার একটি আর্ট করে নিতে পারবে। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 yesterday 

হি হি,অনেক ছেলেরাও কিন্তু নেইল পলিশ ব্যবহার করে এমন খবর আছে।ধন্যবাদ ভাইয়া।

 20 hours ago 

আজকাল বেশ চলছে এই নেইল আর্ট। কত ডিজাইন এর নেইল আর্ট যে করা হয় তার কোন হিসাব নেই। আর এই আর্টগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। আপনার নেইল আর্টটিও বেশ সুন্দর হয়েছে।

 20 hours ago 

ঠিক বলেছেন আপু,তাছাড়া অন্যরকম মজাও পাওয়া যায়।ধন্যবাদ আপনাকে।