DIY- ক্লে দিয়ে কাঁচের বোতল ডেকোরেশন||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। নতুন কিছু করতে আমার ভালো লাগে। আর নতুন আইডিয়াগুলো কাজে লাগিয়ে আজকে আমি সুন্দর একটি বোতল আর্ট করার চেষ্টা করেছি। ক্লে দিয়ে একটি কাঁচের বোতল সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
ক্লে দিয়ে কাঁচের বোতল ডেকোরেশন:

বেশ কিছুদিন আগে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতার জন্য একটি বোতল আর্ট করেছিলাম। আজকে হঠাৎ করে এই বোতলটি সামনে পেয়ে মনে হল ক্লে দিয়ে কোন কিছু করে ফেলি। আসলে আইডিয়াটা তখন থেকেই মনে হয় মাথায় ঘুরপাক খাচ্ছিল। তাই সুন্দর এই বোতলটিকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। ছোট ছোট ফুল, পাতা দিয়ে সুন্দর করার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে। এই কাজগুলো একটু সময় নিয়ে করতে হয়। বাস্তবে দেখতে বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগছিল। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই কাজটি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাঁচের বোতল।
২. ক্লে।

ধাপ সমূহ:
ধাপ-১


প্রথমে সুন্দর করে ক্লে গোল গোল করে নিয়েছি আর সুন্দর করে বসিয়ে দেওয়ার চেষ্টা করেছি।
ধাপ-২


সুন্দরভাবে সেটিং করার জন্য এবং ফুলের নকশাগুলো করার জন্য প্রস্তুতি করে নিয়েছি।
ধাপ-৩


ধীরে ধীরে বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করে ফুলের সৌন্দর্য তৈরি করার চেষ্টা করেছি।
ধাপ-৪


ফুলের সৌন্দর্য অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় করার চেষ্টা করেছি।
ধাপ-৫


এবার কয়েকটি সবুজ পাতা তৈরির জন্য সবুজ রঙের ক্লে নিয়েছি। আর করে ব্যবহার করার চেষ্টা করেছি।
ধাপ-৬


ধীরে ধীরে বিভিন্ন অংশের ছোট ছোট পাতা তৈরি করার চেষ্টা করেছি।
শেষ ধাপ

ধীরে ধীরে বিভিন্ন অংশের কাজগুলো করেছি আর সুন্দর করে বোতলটি সাজিয়ে তোলার চেষ্টা করেছি।
উপস্থাপনা:

ক্লে দিয়ে বোতলটি সাজিয়ে তুলতে আমার সত্যি অনেক ভালো লেগেছে। তবে বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। হয়তো ছবিতে অতটা ভালোভাবে উপস্থাপন করতে পারিনি। বাস্তবের সৌন্দর্যটাই বেশি ভালো লেগেছে এবং আকর্ষণীয় লেগেছে। আশা করছি সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1950414428610187484?t=pl-p0u9NI6xt5m9nIoZcsg&s=19
https://x.com/Monira93732137/status/1950546077318603235?t=gkQTO2eq7O1wVcMsk8M9Zg&s=19
https://x.com/Monira93732137/status/1950480008398442548?t=9JBu2SCJlOgRPEfGuvAhFQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে দিয়ে কাঁচের বোতলের ডেকোরেশন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। এভাবে পুরাতন কোন জিনিসকে নতুন করে সাজালে দেখতে ভালই দেখায়। আপনার আইডিয়া আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
দারুণ আইডিয়া! পুরনো বোতলকে নতুনভাবে ব্যবহার করার এই ভাবনাটা পরিবেশবান্ধব এবং সৃজনশীল — খুবই প্রশংসনীয়।ক্লের কাজটা নিখুঁত ও পরিশ্রমসাধ্য—আপনার হাতে বোতলটা যেন একদম নতুন প্রাণ পেয়েছে।এটা দেখে সত্যিই উৎসাহিত লাগলো। নিজের ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত চমৎকার কিছু বানানো যায়, আপনি সেটার প্রমাণ দিলেন।
আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর করে বোতল ডেকোরেশন করেছেন। আসলে ক্লে দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে ভালো লাগে। আর বোতলের মধ্যে ক্লে দিয়ে ফুল এবং পাতা বানিয়ে দেওয়ার কারণে দেখতেও চমৎকার লাগলো। এবং ক্লে দিয়ে বোতল ডেকোরেশন ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতেও চমৎকার লাগবে।
ক্লে দিয়ে বেশ সুন্দর করে আপনি কাচের বোতলটি ডেকোরেশন করেছেন। বিভিন্ন রঙের ক্লে ব্যবহার করার কারণে বেশ সুন্দর কালারফুল লাগছে দেখতে। ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটি কাচের বোতলের ডেকোরেশন দেখে।
আজকাল সবাই বোতল ডেকোরেশনে এ ধরনের ক্লে ব্যবহার করেন। দেখতে বেশ সুন্দর লাগে। আপনার কাজটিও বেশ ভালো লাগছে। বেশ সুন্দর করে ধাপে ধাপে কাজটি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।