DIY-সবাইকে জানাই রাখি উৎসবের শুভেচ্ছা||

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। বিশেষ দিনগুলোতে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। তাই আজকে আমি রাখি উৎসবের এই বিশেষ দিনে সুন্দর একটি কার্ড তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি সবার ভালো লাগবে।


সবাইকে জানাই রাখি উৎসবের শুভেচ্ছা:

IMG_20250809_140052.jpg
Device-OPPO-A15


রাখি বন্ধন মানেই ভাই বোনের মধ্যে সুন্দর একটি সম্পর্ক তৈরির এক সেতু। রাখি বন্ধনের বিশেষ দিনে ভাই বোনের মধ্যে সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়। আর সেই সম্পর্কটা আরো বেশি দৃঢ় হয়। প্রত্যেক বছর আমরা সবাই ভার্চুয়ালি @rme দাদাকে রাখি পড়াই। এবার পড়াতে পারছি না বলে মন খারাপ হয়ে যাচ্ছে। তবে যাই হোক দাদা যেমন আমাদের আপন ভাইয়ের মতো ছিল তেমনি সারাজীবন থাকবে। রাখি বন্ধনের এই বিশেষ দিনে সব ভাইদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাগজ।
২. কলম।
৩. কাঁচি।

IMG20250809125332.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20250809125438.jpg
Device-OPPO-A15


এই সুন্দর কার্ড তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর সুন্দর করে ভাঁজ করে কার্ডের আকৃতি করে নেওয়ার চেষ্টা করেছি।


ধাপ-২

IMG20250809125517.jpg
Device-OPPO-A15


এবার কলম দিয়ে সুন্দর করে নকশা করার চেষ্টা করেছি।


ধাপ-৩

IMG20250809125523.jpg
Device-OPPO-A15


এবার কার্ডের সৌন্দর্য আরো বাড়িয়ে তোমার জন্য আরো কিছু অংশ আর্ট করেছি।


ধাপ-৪

IMG20250809125706.jpg
Device-OPPO-A15


রাখি বন্ধনের এই বিশেষ দিনের কার্ড সুন্দর করার জন্য শুভেচ্ছা বার্তাটি দেখেছি।


ধাপ-৫

IMG20250809125805.jpg
Device-OPPO-A15


সুন্দর ভাবে কার্ডের ডেকোরেশন করার জন্য আরো একটি সুন্দর রাখি তৈরি করার চেষ্টা করেছি।


ধাপ-৬

IMG20250809125858.jpg
Device-OPPO-A15


এবার ধীরে ধীরে সবকিছু সুন্দর করে রঙিন করে তোলার চেষ্টা করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


উপস্থাপনা:

IMG_20250809_140106.jpg
Device-OPPO-A15


রাখি বন্ধন শুধু সুতোর বন্ধন নয়। রাখি মানে অন্য রকমের ভালোবাসার এক বন্ধন। ভাই বোনের মধুর একটি সম্পর্ক তৈরীর উৎসব হলো রাখি উৎসব। আর এই বিশেষ দিনে সুন্দর একটি কার্ড তৈরি করে সবার মাঝে উপস্থাপন করতে অনেক ভালো লেগেছে। জানিনা আমার তৈরি করা কার্ড আপনাদের কাছে কেমন লাগবে। আশা করছি সবার ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

রাখি উৎসব উপলক্ষে খুব সুন্দর একটি কার্ড তৈরি করলেন। এভাবে যে কোন কার্ড সুন্দর ডিজাইন করে তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। দুটি কালার দিয়ে এত সুন্দর করে তৈরি করার কারনে একটু বেশি ভালো লাগলো। এত সুন্দর একটি কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।