ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ে অভাবে তেমন বসতে পারি না।আসলে সামনে বাচ্চাদের সামনে ক্লে দিয়ে বসলে ক্লে দিয়ে কোন কাজ করা যায় না। যাইহোক আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, সকাল বেলা ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করেছি।আসলে বৃষ্টির সময় খিচুড়ি খেতে একটু বেশি ভালো লাগে। যাইহোক খিচুড়ি রাইস কুকারে বসিয়ে বসে পড়লাম ক্লে নিয়ে। তারপর কি তৈরি করব ভাবতে ভাবতে অবশেষে আঙ্গুর ফল তৈরি করতে বসলাম। সত্যি তৈরির পরে আঙ্গুর ফল গুলো অনেক ভালো লেগেছিল। বাচ্চারা দেখে অনেক খুশি হয়েছিল।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রয়োজনীয় উপকরণ
প্রস্তুত প্রণালী
এখন নীল রঙের ক্লে নিয়ে কিছু ক্লে বের করে নিয়েছি।
এখন ক্লেকে এভাবে লম্বা করে ক্লের চাকু দিয়ে কেটে নিয়েছি।
এখন এভাবে গোল করে কেটে নিয়েছি।তারপর চিত্রের মতো করে এভাবে লাগিয়ে দিয়েছি।
তারপর এভাবে কয়েকটি করে ক্লে দিয়ে আঙ্গুর ফল তৈরি করে নিয়েছি।
তারপর ওপরে আর ও তিনটি দিয়ে এভাবে তৈরি করে নিয়েছি।
এখন সবুজ রঙের ক্লে নিয়েছি। তারপর চিত্রের মতো করে আঙ্গুর সাথে লাগিয়ে দিয়েছি।
এখন আর একটু সবুজ ক্লে নিয়েছি। তারপর পাতা বানিয়ে আঙ্গুর ফল এর সাথে লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার আঙ্গুর ফল।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1970113864504430894?t=L00aWXYZkADGie0plaZfwQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1970114438209663301?t=AqmnW6CZ4aK7l6QuJzsJrQ&s=19
ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে ভালই লাগে আমার কাছে। খুব সুন্দর আঙ্গুর তৈরি করেছেন। তৈরি করার ধাপগুলো গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর আঙ্গুর ফল তৈরি করে শেয়ার করার জন্য।
ওয়াও আপনি তো ক্লে দিয়ে কি সুন্দর আঙ্গুর তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে কিছু বানালে দেখতেও কিন্তু ভালো লাগে। আর ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানাতে একটু সুবিধা হয়। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে ক্লে দিয়ে আঙ্গুর তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর করে আঙ্গুর ফল তৈরি করেছেন। তবে আমার কাছে মনে হচ্ছে আপনার বানানো আঙ্গুল ফলগুলো বাস্তব মনে হচ্ছে। আর আপনার বানানো এই আঙ্গুল ফলগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। ধন্যবাদ চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে আঙ্গুল ফল তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
ক্লে দিয়ে আপনি একেবারে অসাধারণ একটি আঙ্গুর ফল তৈরি করেছেন৷ যেভাবে আপনি আজকের চমৎকার ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তার যেভাবে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি এখানে এই ফল তৈরি করার পরে এর ডেকোরেশন খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এটিকে দেখে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷