ক্লে দিয়ে গাজর হাতে খরগোশ তৈরি

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে গাজর হাতে খরগোশ তৈরি

1000029405.jpg
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে ডাই তৈরি করি।সত্যি বলতে এখন বাচ্চাদের পরীক্ষা তারজন্য তেমন সময় দিতে পারি না।তবে যতটুকু সময় পাই চেষ্টা করি আপনাদের সাথে থাকার জন্য। আসলে আমার বাংলা ব্লগ ও আমার পরিবার। শত ব্যস্ততার মধ্যে পরিবারের খোঁজখবর না নিলে ভালো লাগে না। যাইহোক আজ একটা খরগোশ তৈরি করেছি।আসলে ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ক্লে একটু নরম হওয়ার জন্য যেকোন শেপে তৈরি করা যায়। খরগোশ তৈরি করার পরে অনেক ভালো লেগেছিল। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000029409.jpg
বিভিন্ন ধরনের ক্লে

প্রস্তুত প্রণালী

1000029373.jpg

1000029376.jpg
প্রথমে আমি ক্রিম কালারের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লপ বের করে নিয়েছি।

1000029377.jpg

1000029378.jpg
এখন চিত্রের মতো করে দুটি গোল করে নিয়েছি। তারপর একটা ক্লের চাকু দিয়ে চিত্রের মতো করে নিয়েছি।

1000029380.jpg
এখন দুটি এক সাথে করে ক্লের বডি ও মাথা বানিয়ে নিয়েছি।

1000029381.jpg

1000029382.jpg
এখন আর একটু ক্রিম কালারের ক্লে নিয়েছি। তারপর দুটি কান বানিয়ে নিয়েছি। তারপর গোলাপি রঙের ক্লে দিয়ে কান দুটি চিত্রের মতো করে নিয়েছি।

1000029385.jpg

1000029386.jpg
কান দুটি খরগোশ এর সাথে লাগিয়ে দিয়েছি।তারপর এজটু কাল ক্লে নিয়ে দুটি চোখ বানিয়ে নিয়েছি।

1000029387.jpg

1000029390.jpg

এখন খরগোশ এর সাথে লাগিয়ে দিয়েছি।তারপর সাদা ক্লে দিয়ে এভাবে চোখ বানিয়ে নিয়েছি।

1000029392.jpg

1000029407.jpg
এখন একই রঙের ক্লে দিয়ে এভাবে দুটি হাত বানিয়ে খরগোশ এর সাথে লাগিয়ে দিয়েছি।

1000029408.jpg

1000029411.jpg
এখন একটা গাজর তৈরি করে নিয়েছি। তারপর খরগোশ এর হাতে বসিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে গাজর হাতে খরগোশ। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি ক্লে দিয়ে গাজর হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা খরগোশ বানিয়েছেন। এবং খরগোশের কি চমৎকার চোখ কানও বান বানিয়েছেন। এবং শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে গাজর ও খরগোশ বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 days ago 

1000029412.jpg

 3 days ago 

ক্লে দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। গাজর হাতে খরগোশটিকে দেখতে ভীষণই সুন্দর হয়েছে। সুন্দর কিছু রংয়ের ক্লে এর আপনি ব্যবহার করেছেন যার কারণে গাজর হাতে খরগোশটিকে দেখতে বেশ সুন্দর লাগছে। বেশ ভালো লাগলো আপনার ক্রিয়েটিভিটি দেখে ধন্যবাদ।

 16 hours ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 yesterday 

খুবই সুন্দর এবং বাস্তবের মতো একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে খরগোশ গাজর নিয়ে যখন বসে থাকে তখন এরকমই দেখা যায়৷ আর আজকে যেভাবে আপনি ক্লে দিয়ে এরকম একটি পোস্ট আমাদের মাঝে তৈরি করে শেয়ার করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে যেভাবে খরগোশসহ এই গাজর নিয়ে বসে থাকা এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য৷

 16 hours ago 

আপনি মুগ্ধ হয়েছেন জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।