ক্লে দিয়ে ফুল তৈরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
ক্লে দিয়ে ফুল তৈরি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে সময়ের অভাবে তেমন ক্লে নিয়ে বসা হয় না।আসলে ক্লে নিয়ে বসলে আমার মেয়ে আগে বসে বানাতে। আসলে বাচ্চাদের আগ্রহ থাকলে আর বাধা দেয় না।তবে তাদের এখন পড়াশোনা করার সময় তাই তেমন দেয় না।যাইহোক মাঝে মাঝে না দিলে আর ভালো লাগে না। তবে এই ফুলটি আমার মেয়ে আজ বিকেলে বসে বসে বানিয়েছে।তাই বলেছে আম্মু আমার এই ফুল টি পোস্ট করবে।যাইহোক বাচ্চা হলেও বেশ ভালো তৈরি করেছে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রয়োজনীয় উপকরণ
বিভিন্ন ধরনের ক্লে।
প্রস্তুত প্রণালী
প্রথমে আমি কাল রঙের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে এভাবে ফুলের টপ বানিয়ে নিয়েছি।
এখন লাল রঙের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে এভাবে গোল করে নিয়েছি।
এখন লাল রঙের ক্লে লম্বা করে নিয়েছি। তারপর কিছু ক্লে চিত্রের মতো করে নিয়েছি।
এখন ক্লে গুলো এভাবে লম্বা করে নিয়েছি। তারপর ফুলের শেপ করে নিয়েছি।
এখন সব গুলো মিলিয়ে ফুল বানিয়ে নিয়েছি।
এখন গোলাপি রঙের ক্লে নিয়েছি। তারপর এভাবে গোল করে নিয়েছি।
এখন ফুলের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর ফুলের টপ এর মধ্যে বসিয়ে দিয়েছি।
এখন নীল রঙের ক্লে নিয়েছি। তারপর টপের পাশ দিয়ে লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে ফুল তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1978445571451916780?t=EMpNpSQscMosAVBekwNZGQ&s=19
https://x.com/MimiRimi1683671/status/1978447314759913571?t=uVuTDJydHFKBa9HiCN0xOQ&s=19