DIY- এসো নিজে করি || পেন্সিলের সাহায্যে একটি পাখির মুখে পাতা নিয়ে যাওয়ার চিত্রাঙ্কন ||
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rafi4444 বাংলাদেশের নাগরিক।
আজ - ১৬ মাঘ | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার | শীতকাল |
আমি রফিকুল ইসলাম,আমার ইউজার নাম @rafi4444।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
♨️"সৃজনশীলতায় পৃথিবীতে নতুন রুপের আর্বিভাব ঘটায়"♨️
একটি পাখির মুখে পাতা নিয়ে যাওয়ার চিত্রাঙ্কন।
Device : Redmi 10 prime.
আমাদের "বাংলা ব্লগ কমিউনিটিতে" সবাই খুব সুন্দর সুন্দর ডাই প্রোজেক্ট(আর্ট) তৈরি করে এবং তা আমাদের মাঝে উপস্থাপন করে থাকে। আমার কাছে ঐ আর্ট গুলো দেখতে খুবই সুন্দর লাগে । আমি নিজেও উৎসাহ বোধ করি তাদের সৃজনশীলতা দেখে এবং আমি অনুপ্রাণিত হয়ে নতুন কিছু করতে চেষ্টা করি। তাই আজকে আমি আমার একটি ডাই(আর্ট) নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হচ্ছে পেন্সিলের সাহায্যে একটি পাখির মুখে পাতা নিয়ে যাওয়ার চিত্রাঙ্কন তৈরি। এই আর্টটি খুব সহজেই অংকন করেছি আমি। প্রথমে সহজ কিছু আর্ট দিয়ে শুরু করছি ধীরে ধীরে আপনাদের সাপোর্ট পেলে সামনে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো। আশা করছি আমার আজকের এই আর্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
চলুন শুরু করা যাক
প্রয়োজনীয় উপকরন
উপকরণ | পরিমাণ |
---|---|
A4 পেপার | ১ টা |
পেন্সিল | ১ টা |
রাবার | ১টা |
স্কেল | একটা |
কাজের ধারা
🕊🕊🕊ধাঁপ ০১🕊🕊🕊
প্রথমে সকল প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে হবে। এবার প্রথমে পেন্সিল দিয়ে পাখির বডির অংশসমুহ একেঁ নিয়েছি এবং পাখির পেটের অংশে পেন্সিল কালি দিয়ে গাড়ো করে নিয়েছি। |
---|
🕊🕊🕊ধাঁপ ০২🕊🕊🕊
এবার পাখির চিত্রের মধ্যে প্রথম পাঁখাটি অংকন করে নিয়েছি এবং পেন্সিল কালি দিয়ে গাড়ো করে নিয়েছি। |
---|
🕊🕊🕊ধাঁপ ০৩🕊🕊🕊
এরপর পাখির আরেকটি পাঁখা অংকন করে নিয়েছি এবং পেন্সিল কালি দিয়ে গাড়ো করে নিয়েছি। |
---|
🕊🕊🕊ধাঁপ ০৪🕊🕊🕊
এরপর পাখির চিত্রাঙ্কনসহ পাখির মুখে ঠালসহ পাতার চিত্রাঙ্কন করে নিয়েছি এবং পেন্সিল কালি দিয়ে গাড়ো করে নিয়েছি পাতা গুলো। |
---|
🕊🕊🕊ধাঁপ ০৫🕊🕊🕊
সর্বশেষে আমি পাখির লেজের অংশটুকু পেন্সিল দিয়ে অংকন করে নিয়েছি সাথে পেন্সিল কালি দিয়ে গাড়ো করে নিয়েছি। |
---|
🕊🕊🕊পুনাঙ্গ ধাঁপের চিত্র🕊🕊🕊
অবশেষে পেন্সিলের সাহায্যে একটি পাখির মুখে পাতা নিয়ে যাওয়ার চিত্রাঙ্কনটি হয়ে গেলো। |
---|
টুইটার শেয়ার।
https://twitter.com/Rafiqul61123325/status/1488549201017729026?t=gWP1x6GY9chou9m8ZahjXw&s=19
পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটা পাখির চিত্র অংকন করলেন। পাতা মুখে নিয়ে উড়ে যাওয়ার মুহূর্ত টা তো আসলেই অসাধারণ দেখায়। তেমনি অনেক সুন্দর ভাবে আপনি এই চিত্রাংকন টি সম্পূর্ণ করলেন। আমার কাছে অসাধারণ লাগে পাখির চিত্রাংকন টি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।😍😍
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য সাপোর্ট দিয়ে পাশেই থাকুন💖
পেন্সিল এর সাহায্যে অনেক সুন্দর একটি পাখির চিত্র অঙ্কন করেছেন আপনি। চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর করে দক্ষতার সঙ্গে পাখিটি আপনি এঁকেছেন ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইল ভাই।
ধন্যবাদ
ওয়াও অসাধারন অঙ্কন করেছেন ভাইয়া। একটি পাখির মুখে পাতা উড়িয়ে নিয়ে যাওয়ার দৃশ্য টা অনেক সুন্দর ফুটিয়ে তুলেছেন। সত্যি সত্যি অনেক ভালো লাগলো দেখে। প্রত্যেকটা ধাপ অসাধারণ ভাবে উপস্থাপন করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
মাত্র চেষ্টা করছি ভাইয়া। ধন্যবাদ আপনাকে
আপনি মন জুড়িয়ে যাওয়া মতো পেন্সিলের সাহায্যে একটি পাখির মুখে পাতা নিয়ে যাওয়ার চিত্রাঙ্কন তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ ভাইয়া।
পেন্সিল এর সাহায্য অসাধারন একটি চিত্র অংকন করেছেন আপনি ভাই।খুব সুন্দর হয়েছে অংকনট।আমার কাছে খুব ভালো লেগেছে।ধন্যবাদ শেয়ার করার জন্য।
আমার অংকনটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাইয়া।
বাহ ভাইয়া আপনি পেনসিল দিয়ে অনেক সুন্দর একটি চিত্র তৈরি করেছেন। একটি পাখি তার সাথে পাখিটির মুখে পাতা সব মিলে অনেক সুন্র হয়েছে অংকনটি। তাছাড়া ধাপগুলোও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো
ধন্যবাদ
পেন্সিল এর সাহায্যে আপনি অনেক চমৎকার ভাবে একটি পাখির মুখে পাতা নিয়ে উড়ে যাওয়ার অনেক সুন্দর একটি দৃশ্য অঙ্কন করে আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। আপনার এই অংকনটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ