DIY-এসো নিজে করি কলমি ফুলের চিত্রাঙ্কন।(10% beneficiaries for @shy-fox)
প্রিয় বন্ধুরা,
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম-আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত। আজ আমি কলমি ফুলের একটি চিত্রাঙ্কন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আবহাওয়ার সাথে তাল না মিলাতে পেরে একটু অসুস্থই হয়ে গিয়েছিলাম আমি তাই হয়তো বা খুব ভালো চিত্রাঙ্কন আপনাদের উপহার দিতে পারছিলাম না। আজ থেকে আমি মোটামুটি সুস্থ। আজ থেকে আমি সুন্দর সুন্দর সব চিত্রাঙ্কন নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আমার আগের সব চিত্রাঙ্কনে আমি যথেস্ট উৎসাহ পেয়েছি আপনাদের কাছে থেকে যা খুবই আন্দোলিত করেছে আমায়। খুব ভালো লাগে যখন আপনারা সবাই আমার চিত্রাঙ্কনের প্রশংসা করেন।আজ সেই ভালো লাগার জায়গা থেকেই আজকের চিত্রাঙ্কন যথেস্ট ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। চলুন শুরু করা যাক.........
- সাদা পৃষ্ঠা একটি
- পেন্সিল
- রাবার
- পেন্সিল কাটার
এবার আমি দুইটা পাতারর কান্ড থেকে একটা কলি আর্ট করে নিলাম। এটা ভেবেছিলাম হবে না।আমি জানি কলমি ফুলের কলি কেমন হয়। তবুও আর্ট করলাম যতটুকু মনে আছে সেই হিসেবে।
এবার আর্ট করে নিবো যে কান্ড থেকে ফুল ফুটেছে সেই কান্ডটি।এটা খুবই সাবধানতার সাথে আর্ট করতে হবে কারন এক এক ফুলের কান্ড এক এক রকম সেহেতু শিউর হয়ে আর্ট করতে হবে। আমি এইভাবে শুধুমাত্র ফ্রেমটি আর্ট করে নিচ্ছি।
এরপর ফুলের অংশটুকু আর্ট করে নিলাম। আসলে কলমি ফুলের চিত্রাঙ্কন এতটাও জটিল না। প্রতিটা ধাপ মোটামুটি সহজ অন্যান্য ফুলের তুলনায়। আমি এবার উপরের অংশ আর্ট করে নিলাম।
এবার আমি ফুলের পাপড়িগুলো যেনবোঝা যায় সেভাবে আর্ট করে নিলা। অবশ্যই এসব খুব খেয়াল করে আর্ট করে নিতে হবে কারন কলমি ফুলের পাপড়ি আর ভেতরে মঞ্জরি এত ঘন না। সেহেতু সাবধানে আর্ট করতে হবে।
আমি এবার ফুলের সকল অংশ বোল্ড/মোটা করে দিলাম সামান্য করে এবং স্যাডো যোগ করে দি্লাম। পাতার কাজগুলো সুন্দর ভাবে শেষ করে নিইয়ে ফুল কে উপস্থাপন করার উপযোগী করে নিলাম।
চিত্রাঙ্কন করা কলমি ফুল
আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করেছি এই ফুল এর মূল চিত্রাঙ্কন ফুটিয়ে তোলার জন্য। বাদ বাকী আপনাদের উপর ছেড়ে দিলাম।ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। ভুলত্রুটি হইলে ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন।
আসলে আপনাকে আমি প্রথম থেকেই দেখছি। আপনি বেশ কদিন অঙ্কনে পারদর্শী হচ্ছেন। দারুন দারুন অংকন নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হচ্ছেন। আসলে আপনি এতো সুন্দর করে কলমি ফুলের চিত্র অঙ্কন করেছেন। আমার খুবই ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত। প্রতিটি ধাপ এত সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। দেখার মত ছিল আর আপনি যদি একটু কালার কম্বিনেশন করতেন আরও সুন্দরভাবে ফুটে উঠত ভাইয়া। সমস্যা নাই পরের বার আপনি চেষ্টা করবেন এবং আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
ইনশাল্লাহ ভাইয়া পরবর্তীবার থেকে কালার কম্বনেশন নিয়ে আসবো।ধন্যবাদ ভাইয়া আমাকে এভাবে উৎসাহিত করার জন্য।
বিশ্বাস করবেন কিনা জানিনা আমি আপনার ছবিটি দেখে কলমি ফুলের কথাই ভাবছিলাম। এখন দেখি সত্যিই কলমি ফুল। আপনার মনে আছে কিনা জানি না একসময় কলমি ফুলের পোকা এখনকার করোনা ভাইরাস এর মতই আতঙ্ক ছড়িয়ে ছিল। সুন্দর হয়েছে ফুলের ছবিটি আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভালোবাসা নিবেন ভাই।হ্যা ভাই আমার মনে আছে কলমি ফুলের পোকার আতঙ্কের কথা। সে তো অনেকদিনের কথা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
খুবই চমৎকার একটি ফুল আপনি এঁকেছেন ভাইয়া।আপনার ফুলটা একবারে বাস্তব কলমি ফুলের মতোই হয়েছে।আমিতো একেবারে ফুল দেখেই বলে দিয়েছে এটা কলমি ফুল নামটা দেখেছি পরে। খুব সুন্দর করে ফুলটি আপনি এঁকেছেন দেখে খুবই ভালো লাগছে আমার কাছে ধন্যবাদ আপনাকে।
আপনি দেখেই চিনতে পেরেছেন কলমি ফুল তার মানে আমার আর্ট করা টা স্বার্থক আপু। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
কলমি ফুলের চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দর ভাবে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে এভাবে উৎসাহিত করার জন্য।
জেমসের গান গাওয়ার ক্ষেত্রে আপনার বেশ ভালো দক্ষতা ছিল। এবং আপনার আর্টগুলো বেশ দারুণ হয়। বেশ অনেকগুলো আর্ট দেখলাম আপনার। কলমি ফুলের আর্টটা বেশ ভালো করেছেন। এখন মাঠে গেলেই এই কলমি ফুলের দেখা মেলে। ভালো ছিল আর্ট এবং আপনার পোস্ট টা।
অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার।
সত্যিই আপনার পেন্সিল এর কাজ গুলো অসাধারণ হয়। এবারেরটাও তার ব্যতিক্রম হয়নি। অনেক সুন্দর করে ফুলের চিত্রাংকন টি করেছেন। ধন্যবাদ এত সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে কলমি ফুলের চিত্র অঙ্কন শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু আমাকে এভাবে উৎসাহিত করার জন্য।
জাস্ট অসাধারণ আপনি খুবই সুন্দরভাবে পেন্সিল দিয়ে কলমি ফুলের অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন। আপনার অংকনটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, কলমি ফুলের চিত্র অংকন টা একদম কলমি ফুল এর মতই দেখাচ্ছে। কি দারুন ভাবে আঙ্কন টি সম্পন্ন করেছেন আপনি😱 সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম আপনার এই অংকন দেখে। দেখেই বোঝা আপনার অংকন করার হাত অনেক ভালো, আপনার কাছ থেকে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর অঙ্কন আশা করব ভাইয়া 🤟🤟শুভকামনা রইল আপনার জন্য🎊🎊
দোয়া রাখেবন ভাইয়া এভাবেই যেন আপনাদের সুন্দর সুন্দর কিছু উপহার দিতে পারি।ধন্যবাদ ভাইয়া আমাকে এভাবে উৎসাহিত করার জন্য।
আপনার কলমি ফুলের আর্ট অসাধারণ হয়েছে ভাইয়া। মানে হচ্ছে সত্যিকারের একটি কলমি ফুলের সাদাকালো ছবি। সত্যি খুব সুন্দর হয়েছে দিন দিন আপনার প্রতিভা বেড়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আমাকে এভাবে উৎসাহিত করার জন্য।
আপনি চিত্রাংকনে অনেক দক্ষ কারণ প্রতিটি চিত্রাংকন আপনার এত সুন্দর হয় যা অতুলনীয়। আজকের চিত্র অংকনটিও অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আমাকে এভাবে উৎসাহিত করার জন্য।
আপনার পেন্সিল দিয়ে অঙ্কন করা সবগুলো চিত্র আমার কাছে খুবই ভালো লাগে। আজকে কলমি ফুলের আন্টিরে বলে সুন্দর হয়েছে। দেখতে একেবারে পুরোপুরি কলমি ফুলের মতো মনে হচ্ছে। আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিলের চিত্রাবলী অংকন করেন। এবং প্রতিটা ধাপে মনের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মধ্যে এত সুন্দর একটি চিত্র নিয়ে আসার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু এমন উৎসাহমূলক মন্তব্য করার জন্য।