রঙিন কাগজের গোলাপ ফুল।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের গোলাপ ফুল।
আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের গোলাপ ফুল তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, কাগজের গোলাপ ফুল আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন আজকের কাগজের গোলাপ ফুল তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
রঙিন কাগজের গোলাপ ফুল তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
৫. আঠা
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে রঙিন পেপার, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
এবার কয়েকটি রঙিন কাগজ বর্গ আকারে কেটে নিতে হবে।
ধাপ-৩ঃ
একইভাবে ত্রিভুজাকৃতির কয়েকটি রঙিন কাগজ কেটে নিতে হবে।
ধাপ-৪ঃ
ত্রিভুজাকৃতির রঙিন কাগজের উপরের অংশ থেকে রাউন্ড আকারে কেটে নিতে হবে।
ধাপ-৫ঃ
ত্রিভুজাকৃতির রঙিন কাগজ এর অংশটি মাঝ অংশ থেকে ভাজ দিয়ে কেটে নিয়ে পাতা আকৃতি দিয়ে কেটে নিতে হবে।
ধাপ-৬ঃ
এবার পাতার আকৃতিতে কেটে নেওয়া রঙিন কাগজটির মাঝ অংশ থেকে ভাঁজ দিয়ে পর্যায়ক্রমে টিস্যু হোল্ডারের কাগজের সঙ্গে যুক্ত করে দিতে হবে।
ধাপ-৭ঃ
পর্যায়ক্রমে ভিন্ন রঙের কাগজের টুকরো গুলো যুক্ত করে দিতে হবে।
ধাপ-৮ঃ
সবগুলো কাগজের টুকরো একসঙ্গে যুক্ত করে দেওয়ার পর গোলাপ ফুলের কুড়ির মত একটা আকৃতি ধারণ করবে।
ধাপ-৯ঃ
পরিশেষে একটা পারফেক্ট গোলাপ ফুলের আকৃতি ধারণ করেছে নিচের অংশে পাতা আর উপরেও সে গোলাপ ফুলের সৌন্দর্য ফুটে উঠেছে সবশেষে ফটোগ্রাফি করে তুলে ধরতে পারলেই পারফেক্ট গোলাপ ফুল তৈরি হয়ে গেল।
এভাবেই খুব সহজে কাগজের গোলাপ ফুল তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Wow, @rex-sumon! This DIY paper rose tutorial is absolutely beautiful and so well-presented! The step-by-step photos are clear and easy to follow, making it seem like anyone can create these stunning roses. I especially love how you used different colors to add depth and interest.
Posts like this are what make the Steemit community so special – sharing creative skills and inspiring others. I can already imagine these paper roses adding a lovely touch to gifts, decorations, or just brightening up a room.
Thank you for sharing your talent! I'm sure many Steemians will be eager to try this out. What other DIY projects are you working on? I'm excited to see more of your creations! Keep up the fantastic work!
এই প্রজেকটি তৈরি করতে যেমন অনেকটা সময় লেগেছে ঠিক তেমনি প্রজেক্টটি অনেক সুন্দর হয়েছে। এসব কাজে যত সময় দেয় ততই সুন্দর্য বাড়ে। ধন্যবাদ।