রঙিন কাগজের ডেইজি ফুল।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের ডেইজি ফুল।
আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের ডেইজি ফুল তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, কাগজের ডেইজি ফুল আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন আজকের কাগজের ডেইজি ফুল তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
রঙিন কাগজের ডেইজি ফুল তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
৫. আঠা
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে রঙিন পেপার, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
এবার কাগজটি বৃত্তাকারে কেটে নিতে হবে। একইভাবে বেশ কয়েকটি বৃত্তাকার কাগজ কেটে নিতে হবে।
ধাপ-৩ঃ
আলাদা একটি বৃত্তাকার কাগজ নিয়ে তার মাঝামাঝি অংশ থেকে একটা ভাজ দিতে হবে। একইভাবে কাগজ টি দুইটি অংশে ভাজ দিতে হবে।
ধাপ-৪ঃ
এবার কাগজের উপরের অংশে কাঁচি দিয়ে হালকা করে কেটে নিতে হবে। পরবর্তীতে বৃত্তাকার কাগজটি ছাড়িয়ে নিতে হবে।
ধাপ-৫ঃ
কেটে নেওয়া বৃত্তাকার রঙিন কাগজটি ছাড়িয়ে নেওয়ার পর হালকা ভাঁজ দিয়ে নিতে হবে যেন পুরোপুরি ফুলের পাপড়ির মত একটা আকৃতি পায়।
ধাপ-৬ঃ
এবার আলাদ একটি রঙিন কাগজ নিতে হবে। রঙিন কাগজের উপরের অংশটা কাঁচি দিয়ে ছোট ছোট করে পাশাপাশি কেটে নিতে হবে।
ধাপ-৭ঃ
এবার ছোট ছোট করে কেটে নেওয়া রঙিন কাগজটি পেঁচিয়ে একসঙ্গে করে নিতে হবে।
ধাপ-৮ঃ
এবার সবগুলো পাপড়ির সঙ্গে একসাথে যুক্ত করে নিতে হবে।
ধাপ-৯ঃ
সবগুলো ছোট ছোট পাপড়ির অংশ একসঙ্গে যুক্ত করে কাগজের একটি স্ট্রীক তৈরি করে তার সঙ্গে লাগিয়ে দিয়েছি আর তৈরি হয়ে গেল চমৎকার কাগজের ডেইজি ফুল। সবশেষে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরেছি।
এভাবেই খুব সহজে কাগজের ডেইজি ফুল তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

বাস্তবে এই ফুলের দৃশ্যটা বেশ ভালো লাগে। তবে আপনি এতটাই নিখুঁতভাবে তুলে ধরেছেন যেন দেখে মনে হচ্ছে বাস্তব ডেইজী ফুল। চমৎকার লেগেছে ভাই তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
0.00 SBD,
0.56 STEEM,
0.56 SP
আপনি প্রতিনিয়ত খুব চমৎকার চমৎকার ডাই পোস্ট শেয়ার করে চলেছেন।আজকের ফুলটি তো একদম অসাধারণ হয়েছে।সাদা ফুলের প্রতি আমার ভীষন দুর্বলতা রয়েছে।আপনি খুব সুন্দর ভাবেই কাজটি সম্পন্ন করলেন।যা দেখে আমার খুব ভালো লাগলো ভাইয়া।নতুন আরো কিছু দেখার অপেক্ষায় রইলাম,ধন্যবাদ।
0.00 SBD,
0.55 STEEM,
0.55 SP
ভাই আপনার তৈরি করা রঙিন কাগজের ডেইজি ফুলটি চমৎকার হয়েছে। প্রথম দেখায় ভালো লেগেছে। প্রত্যেকটা কাজ নিঁখুত ভাবে করেছেন।
0.00 SBD,
0.54 STEEM,
0.54 SP
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 5/7) Get profit votes with @tipU :)