গ্লিটার পেপার দিয়ে ফুল।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো গ্লিটার পেপার দিয়ে ফুল।
আমি আজ খুব সিম্পল উপায়ে গ্লিটার পেপার দিয়ে ফুল তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, গ্লিটার পেপার দিয়ে ফুল আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন আজকের গ্লিটার পেপার দিয়ে ফুল তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
গ্লিটার পেপার দিয়ে ফুল তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.গ্লিটার পেপার
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
৫. আঠা
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে গ্লিটার পেপার, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
গ্লিটার পেপারের মাঝা মাঝি অংশ কাচি দিয়ে নির্দিষ্ট স্পেস রেখে কেটে নিতে হবে।
ধাপ-৩ঃ
এবার কাঁচি দিয়ে কেটে নেওয়া কাগজের মাঝামাঝি অংশ থেকে ভাজ দিয়ে একসাথে আঠা লাগিয়ে সংযুক্ত করে দিতে হবে।
ধাপ-৪ঃ
এবার রঙিন কাগজ নিয়ে রঙিন কাগজের উপরের অংশ কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে।
ধাপ-৫ঃ
কাঁচি দিয়ে কেটে নেওয়া কাগজ টুকুর পাশাপাশি কিছুটা গ্লিটার পেপার একসঙ্গে নিতে হবে। রঙিন কাগজের সঙ্গে গ্লিটার পেপার টা মুড়িয়ে একসঙ্গে করে নিতে হবে যেন কিছুটা ফুলের পাপড়ির মত আকৃতি ধারণ করে।
ধাপ-৬ঃ
এবার কিছুটা রঙিন কাগজ নিতে হবে। রঙিন কাগজ মুড়িয়ে লম্বালম্বি চিকন স্টিক তৈরি করে নিতে হবে।
ধাপ-৭ঃ
রঙিন কাগজ পেঁচিয়ে স্টিক তৈরি করে নেওয়ার পরবর্তীতে রঙিন কাগজের তৈরি ফুলের পাপড়ির মত অংশটির সঙ্গে কাগজের স্টিকের অংশটি একসাথে সংযুক্ত করে নিতে হবে।
ধাপ-৮ঃ
রঙিন কাগজের স্টিকের সঙ্গে গ্লিটার পেপার কেটে যে অংশ আঠা লাগিয়ে যুক্ত করে রেখেছিলাম সেটা পেঁচিয়ে নিতে হবে। রঙিন কাগজের সঙ্গে গ্লিটার পেপার এর অংশটি পেঁচিয়ে নিলেই ফুলের আকৃতি ধারণ করবে।
ধাপ-৯ঃ
এবার গ্লিটার পেপার দিয়ে তৈরি করা ফুলটি ছোট্ট একটি কাগজের ফুলদানির মধ্যে রেখে ফটোগ্রাফি করলেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন।
এভাবেই খুব গ্লিটার পেপার দিয়ে ফুল তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

গ্লিটার পেপার দিয়ে যে কোন কিছু তৈরি করলেই সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। চমৎকার ফুল তৈরি করেছেন সত্যিই আকর্ষণীয় লাগছে ভাইয়া। কিভাবে তৈরি করেছেন সেটা ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0.00 SBD,
0.72 STEEM,
0.72 SP
গ্লিটার পেপার দিয়ে তৈরি ফুল চমৎকার হয়েছে ভাই। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি সুন্দর করে ফুল তৈরির পদ্ধতি তুলে ধরেছেন। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই।
আপনার গ্লিটার পেপার দিয়ে তৈরী ফুলটি খুবই সুন্দর হয়েছে। আপনি যে কালারের গ্লিটার ব্যবহার করেছেন, এমন কালারের গোলাপ ফুল সহ অনেক ফুল রকম ফুল রয়েছে। কালারটি খুবই সুন্দর।