ডাই পোস্টঃ ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৩১শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ। ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
আজ ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের মৃত্যুবার্ষিকী। এই দিনে কতিপয় বিপদ্গামী সেনা সদস্যদের হাতে তিনি ও তার পরিবার নিহত হন। তার আত্মার মাগফেরাত কামনা করছি। বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি ক্লে দিয়ে একটি টেডিবিয়ার বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতে অনেক সুন্দর হয় যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ ।তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ কিউট লাগছিল দেখতে। টেডিবিয়ারটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ ।টেডিবিয়ারটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।টুথপিক
ক্লে দিয়ে টেডিবিয়ার তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
প্রথমে খয়েরি রং এর ক্লে দিয়ে বল বানিয়ে নিয়েছি। এবং হাতের সাহায্যে বলের এক পাশে কিছুটা লম্বা করে নিয়ে টেডি বিয়ারের শরীর বানিয়ে নিয়েছি। এবং টুথপিক দিয়ে ড্ট ডট দিয়ে নিয়েছি ।
ধাপ - ২
আবারও কিছুটা খয়েরি রং এর ক্লে চ্যাপ্টা করে টেডিবিয়ারের মাথা বানিয়ে নিয়েছি। এবং টুথ পিক দিয়ে ডট ডট করে নিয়েছি। এবং হাল্কা গোলাপী ক্লে চেপ্টা করে নিয়ে মুখের দিকে বসিয়ে দিয়েছি।
ধাপ - ৩
এবার কালো রং এর ক্লে দিয়ে চোখ ও খয়েরি রং এর ক্লে দিয়ে নাক বানিয়ে নিয়েছি।
ধাপ - ৪
খয়েরি ও কাল রং এর ক্লে দিয়ে কান বানিয়ে নিয়েছি টেডিবিয়ারের। বানানো কান টেডিবিয়ারের মাথায় লাগিয়ে দিয়েছি।
ধাপ - ৫
এবার খয়েরি রং এর ক্লে দিয়ে পা বানিয়ে নিয়েছি। এবং সেই সাথে খয়েরি ও সাদা রং এর ক্লে দিয়ে থাবা বানিয়ে পায়ের সাথে লাগিয়ে দিয়ে পা বানানো শেষ করেছি।
ধাপ - ৬
খয়েরি রং এর ক্লে কিছুটা লম্বা ও বাঁকা করে নিয়ে হাত বানিয়ে নিয়েছি টেডি বিয়ারের।
ধাপ-৭
বানানো পা ও হাত টেডি বিয়ারের শরীরের সাথে যুক্ত করে নিয়েছি।
ধাপ-৮
সবশেষে বানানো মাথায় একটি টুথপিক ঢুকিয়ে টেডি বিয়ারের শরীরের সাথে যুক্ত করে দিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য টেডি বিয়ারের মাথার গোলাপী রং এর ক্লে দিয়ে একটি বো বানিয়ে বাসিয়ে দিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো ক্লে দিয়ে টেডি বিয়ারটি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে ক্লে দিয়ে বানানো টেডি বিয়ারটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৫ই আগস্ট, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1956390880828629383
ক্লে দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই পোস্ট গুলো দেখতে চমৎকার লাগে।আপু আপনার তৈরি করা ক্লে দিয়ে টেডি বিয়ার দেখতে বেশ অসাধারণ লাগছে।খুব সুন্দর একটি ডাই পোস্ট আপু আপনি শেয়ার করেছেন।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ঠিক তাই ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতে অনেক সুন্দর হয়। আর বানাতেও ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। দেখতে কিন্তু খুবই কিউট লাগছে আপু। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন। অনেক অনেক শুভকামনা রইলো আপু।
ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আর আমার বানানো টেডি বিয়ারটি যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
Link
https://x.com/selina_akh/status/1956406511590076434
https://x.com/selina_akh/status/1956405737019891801
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে ভালই লাগে। খুব সুন্দর টেডি বিয়ার তৈরি করেছেন। দেখতে কিউট লাগছে। টেডি বিয়ারের মাথায় বো টি দেখতে খুব সুন্দর লাগছে। দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর ও নিখুঁতভাবে একটি তৈরি করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
আসলে বো দেয়াতে দেখতে বেশি কিউট লাগছে টেডি বিয়ারটি। ধন্যবাদ আপু।
টেডি বিয়ার দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আপনার দক্ষতা দেখে চোখ জুড়িয়ে গেল। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।