ডাইঃ ক্লে দিয়ে বানানো বিড়াল।

in আমার বাংলা ব্লগ4 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৩রা আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, শরৎকাল ।১৮ই সেপ্টেম্বর , ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

c-19.jpg

c6.jpg

বন্ধুরা, গত কয়েকদিন আগের একটি খবর কিছুতেই ভুলতে পারছি না। এক ব্যক্তি ঋণের দায়ে কোন কূল কিনারা খুঁজে না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সেই মৃত্যু ব্যক্তির পরিবারের সদস্যরা তার চল্লিশার আয়োজন করেন ঋণ করে। যেন তেন আয়োজন না ১২ শত মানুষের খাবারের আয়োজন। নিউজটা পড়ার পর থেকে ভাবছি , মানুষের বিবেক বোধ দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। জানিনা ঐ ঋণগ্রস্থ ব্যক্তির ঋণ শোধ করেছে কিনা তার পরিবারের সদস্যরা। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করি। সেই চেষ্টার অংশ হসেবে ক্লে দিয়ে একটি বিড়াল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতে অনেক সুন্দর হয় যদি ঠিক ভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ । তবু আমি চেষ্টা করেছি সুন্দর করে বানাতে।। যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ কিউট লাগছিল দেখতে মিকি মাউসটি। মিকি মাউস বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ ।মিকি মাউসটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।

প্রয়োজনীয় উপকরণ

c7.jpg

১।বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।টুথপিক
৪।সাদা রং এর জেল পেন

ক্লে দিয়ে বিড়াল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

c5.jpg

প্রথমে কাল রং এর ক্লে কিছুটা নিয়ে টেম্পল শেপ করে বিড়ালের শরীর বানিয়ে নিয়েছি।

ধাপ - ২

c4.jpg

c3.jpg

কালো রং এর ক্লে গোল করে নিয়ে বিড়ালের মাথা বানিয়ে নিয়েছি। এবং সাদা ও কাল ক্লে দিয়ে চোখ বানিয়ে নিয়েছি।

ধাপ - ৩

c2.jpg

c1.jpg

কাল রং এর ক্লে পাতার মত শেপ করে নিয়ে বিড়ালের কান বানিয়ে নিয়ে মাথার সাথে লাগিয়ে দিয়েছি।

ধাপ - ৪

c13.jpg

সাদা জেল পেন দিয়ে বিড়ালের মুখ ও গোফ এঁকে নিয়েছি।

ধাপ - ৫

c12.jpg

c11.jpg

বিড়ালের মাথা ও শরীর টুথ পিক দিয়ে যুক্ত করে নিয়েছি।

ধাপ - ৬

c10.jpg

c8.jpg

c9.jpg

c6.jpg

কাল ক্লে দিয়ে পা ও লেজ বানিয়ে বিড়ালের সাথে লাগিয়ে দিয়ে , ক্লে দিয়ে বিড়াল বানানো শেষ করেছি।

উপস্থাপন

c-18.jpg

আশাকরি আমার আজকে ক্লে দিয়ে বানানো বিড়াল আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ বিবেল।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 3 days ago 

আপনার আইডিয়াতে অসাধারণ। আপনি ক্লে দিয়ে চমৎকারভাবে বিড়াল তৈরি করেছেন। মনে হচ্ছে বিড়ালটি মাথা উঁচু করে কি যেন দেখতে লাগলো। এবং ক্লে দিয়ে যে কোন কিছু বানালে দেখতে এমনিতে ভালো লাগে। খুব সুন্দর করে ক্লে দিয়ে বিড়াল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 days ago 

সব সময় আপনার কাছ থেকে ক্লে দিয়ে তৈরি করা অনেক কিছুই দেখে থাকি৷ আজকেও যেভাবে আপনি ক্লে দিয়ে এত চমৎকার বিড়াল তৈরি করে ফেলেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই বিড়াল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই দিয়ে বিড়াল তৈরি করার ধাপ গুলো খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 yesterday 

আপু আপনার তৈরি করা বিড়াল অনেক সুন্দর হয়েছে। আপনার হাতের কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। অনেক দক্ষতার সাথে বিড়াল তৈরি করেছেন আপু।