ডাই পোস্টঃ কাঁচের কৌটায় মোমবাতি তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৫ই শ্রাবণ ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ২০শে জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি একটি ফুলের স্টিক বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।আজকাল বিভিন্ন ডিজাইন এর মোমবাতি দিয়ে ঘর সাজানো বেশ চোখে পড়ে। ছোট বড় বিভিন্ন ডিজাইন এর মোম বাজারে কিনতে পাওয়া যায়। আর মোমবাতি প্রেমিরা সেই সকল মোমবাতি কিনে ঘর সাজান। আর দেখতে বেশ ভালো লাগে মোমবাতিগুলো। আজ আমি পোস্টার রং এর খালি কাঁচের কৌটা ব্যবহার করেছি মোম বানাতে।কিছুটা আর্ট করে নিয়েছি রং এর কৌটায় ।তাই মোমবাতিটি দেখতে বেশি সুন্দর লাগছিলো। যে কেউ চাইলে এ ধরনের মোমবাতি গুলো বানিয়ে নিতে পারেন। ডিজাইনার মোমবাতি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি মোম, রং এর কৌটা সহ আরও কিছু উপকরণ ।ডিজাইনার মোমটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।
প্রয়োজনীয় উপকরণ
১।রঙ এর খালি কাঁচের কৌটা
২।পোস্টার রং
৩।তুলি
৪।মোম
৫।আকাশী রং এর মোম
৬।মোমের সুতা
৭।পাটের সুতা
৮।টুথ পিক
কাঁচের কৌটায় মোম তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
পোস্টার রং এর কৌটাটি ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেই সাথে শুকনো কাপড় দিয়ে ভালো ভাবে মুছে শুকিয়ে নিয়েছি।
ধাপ - ২
কৌটায় কমলা ও হলুদ পোস্টার রং দিয়ে কিছু হার্ট এঁকে নিয়েছি ।
ধাপ - ৩
এবার কৌটাটিতে একটি সুতা বসিয়ে দিয়ে ।সুতাটি যাতে ভিতরে ঢুকে না যায় সে জন্য টুথ পিক দিয়ে আটকিয়ে দিয়েছি।
ধাপ - ৪
এবার চুলায় একটি চামচ বসিয়ে দিয়েছি সাদা মোম দিয়ে।
ধাপ - ৫
মোম গলে গেলে তাতে আকাশী রং এর মোম দিয়ে দিয়েছি।
ধাপ - ৬
মোম যখন গলে আসবে। তখন তা কাঁচের কৌটায় ঢেলে দিয়েছি। এবং মোম জমে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি।
ধাপ - ৭
মোম যখন জমে গেছে তখন কৌটার মুখের দিকে পাটের সুতলী প্যাচিয়ে দিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।ব্যস তৈরি করে নিলাম একটি সুন্দর ডিজাইন এর মোমবাতি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে বানানো ডিজাইনার মোমবাতিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২০শে জুলাই, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1946947523823988852
Link
https://x.com/selina_akh/status/1946951104476168404
https://x.com/selina_akh/status/1946948949048524819
https://x.com/selina_akh/status/1946950114788208992
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার আইডিয়া দেখে সত্যি ভীষণ মুগ্ধ হলাম আপু। এভাবে কাঁচের কৌটার মোমবাতি তৈরি করে ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশ দারুন লাগবে। এতে ঘরের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে।আর যে কোন অনুষ্ঠানে এভাবে মোমবাতি জ্বালিয়ে চারিদিকে সাজালে বেশ সুন্দর লাগবে দেখতে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি আইডিয়া শেয়ার করার জন্য।
আমাদের সকলের বাসায় এ ধরনের কাঁচের কৌটা থাকে।তা ফেলে না দিয়ে মোমবাতি বানিয়ে নিতে পারি। দেখতেও সুন্দর লাগে।
কাঁচের কৌটার মধ্যে খুব সুন্দর ক্যান্ডেল তৈরি করেছেন। কয়েকদিন আগে এরকম ক্যান্ডেল আমিও তৈরি করেছিলাম এগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভালই লাগে। রাত্রে অন্ধকারে এগুলো জ্বালিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর দেখায়। আপনার তৈরি করা ক্যান্ডেল দেখে আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
অনেক সুন্দর লাগছে দেখতে মোমবাটিটি। ধন্যবাদ আপু।
কাঁচের কৌটায় ভীষণ সুন্দর করে আপনি মোমবাতিটি তৈরি করেছেন। কাঁচের কৌটাটিও ভীষণ সুন্দর লাগছে দেখতে। এমন সুন্দর ক্রিয়েটিভিটি দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটি কাচের কৌটায় মোমবাতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
যে কেউ এ ধরনের মোমবাতি তৈরি করতে পারবেন। আর ঘর সাজাতে এ ধরনের মোমবাতিগুলো বেশ সুন্দর লাগে।ধন্যবাদ আপু।
বাহ্ আপনি তো দেখছি ছোট একটা কাচের কৌটো ব্যবহার করে খুবই সুন্দর একটা মোমবাতি তৈরি করেছেন। এই ধরনের কাজগুলো আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বেশ সুন্দর লাগছিলো মোমবাতিটি বানানোর পর। ধন্যবাদ আপু।