ডাই পোস্টঃরঙ্গিন কাগজ দিয়ে ডেকোরেশন বল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল ।১৫ই অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

di1.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি ডেকোরেশন বল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। রঙ্গিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। আর অনেক কিছুই বানানো সম্ভব এই কাগজ দিয়ে। সামনে আসছে বড় দিন ।বড় দিনের ক্রিস্টমাস ট্রি সাজাতে এই বলগুলো ব্যবহার করা যেতে পারে। বিভিন্ন রং এর বল দিয়ে সাজালে দেখতে বেশ সুন্দর লাগবে। আর জন্মদিনেও ঘর সাজাতে এই বল ব্যবহার ব্যবহার করা যেতে পারে। তবে দু'রং এর কাগজ ব্যবহার করার কারনে বলটি দেখতে বেশ সুন্দর লাগছিলো। বলটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি দু'রং এর কাগজ ও গাম সহ আরও কিছু উপকরণ।ডেকোরেশন বলটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।

প্রয়োজনীয় উপকরণ

di26.jpg

১।দু'রং এর কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।পেন্সিম
৫।বয়ামের ঢাকনা

কাগজ দিয়ে ডেকোরেশন বল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

di27.jpg

di28.jpg

প্রথমে একটি গোল ঢাকনা কাগজের বসিয়ে বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ - ২

di25.jpg

di24.jpg

আঁকা বৃত্তটি কাঁচি দিয়ে কেটে নিয়ে দু'ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ৩

di23.jpg

di22.jpg

di21.jpg

di20.jpg

সবগুলো বৃত্ত যাতে সমান হয় সেজন্য একটি লাল রং এর কাগজ দু'পাশ থেকে ভাঁজ করে নিয়েছি। এবং দু'ভাঁজ করা কাগজটি তাতে বসিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ - ৪

di19.jpg

সবগুলো আঁকা বৃত্ত কেটে নিয়ে দু'ভাঁজ করে নিয়েছি।দু"রং এর মোট ২০টি কেটে নিয়েছি।

ধাপ - ৫

di18.jpg

di17.jpg

di16.jpg

di15.jpg

এবার ভাঁজ করা কাগজগুলো এক পাশে গাম লাগিয়ে একটির সাথে অন্যটি লাগিয়ে দিয়েছি।

ধাপ-৬

di14.jpg

di13.jpg

এবার উপরের দিকে গাম লাগিয়ে একটির সাথে অন্যটি যুক্ত করে নিয়েছি।

ধাপ-৭

di12.jpg

di11.jpg

এবার চিকন করে এক টুকরো লাল রং এর কাগজ কেটে নিয়েছি। কাগজের এক পাশ কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি।

ধাপ-৮

di10.jpg

di9.jpg

এবার একটি ঝুল বানিয়ে নিয়েছি চিকন চিকন করে কাটা কাগজ দিয়ে।

ধাপ-৯

di8.jpg

di7.jpg

এবার ঝুলটি মাঝ এ রেখে দু'পাশের কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েই বানিয়ে নিলাম একটি সুন্দর ডেকোরেশন বল।

উপস্থাপন

di1.jpg

di2.jpg

di3.jpg

di5.jpg

আশাকরি আমার আজকে কাগজ দিয়ে বানানো ডেকোরেশন বলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৫ই অক্টোবর ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 yesterday 

অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। কাগজ দিয়ে ডেকোরেশন বল তৈরি করার পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 19 hours ago 

নিজের তৈরি করা কোন কিছু দিয়ে যখন ঘর সাজানো হয় তখন দেখতে অনেক ভালো লাগে। হাতের কাজগুলো সত্যি অনেক ভালো লাগে আপু।

 9 hours ago 

এই ডেকোরেশন বলগুলো শুধুমাত্র ইউটিউবে দেখেছিলাম কিভাবে তৈরি করতে হয়৷ তারা খুবই সুন্দর ভাবে তৈরি করত। তবে আমরা তৈরি করতে গেলে এগুলো নষ্ট হয়ে যেত৷ তবে আজকে যেভাবে আপনি এটি তৈরি করেছেন তা খুবই সুন্দরভাবে তৈরি করেছেন৷ একই সাথে এখানে এই ডেকোরেশন বল তৈরি করার ধাপগুলো একের পর এক সুন্দরভাবে শেয়ার করেছেন৷ এটি যখনি কেউ দেখবে তখন একেবারে সহজেই তৈরি করে ফেলতে পারবে৷