ডাইঃ ক্রেপ পেপার দিয়ে বানানো হাজারি গোলাপের তোড়া।

in আমার বাংলা ব্লগyesterday

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৯ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল । ২৪ শে সেপ্টেম্বর , ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d19.jpg

d20.jpg

এডিস মশা বাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া। প্রতিবছর ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও, চিকনগুনিয়ার প্রাদুর্ভাব তেমন ছিলনা। এবার কিন্তু চিকনগুনিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। আমার পরিচিত ৩জন চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত খবর পেয়েছি। এডিস মশা থেকে রক্ষা পেতে আমাদের আরো বেশি সচেতন থাকতে হবে। কারো আশায় না থেকে নিজের ভালো নিজেকেই বুঝতে হবে- তাই সচেতনতা ছাড়া উপায় নেই। হয়ত ভবিষ্যতে কোন একদিন আমরা এডিস মশা মুক্ত হবো! বন্ধুরা ,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি ক্রেপ পেপার দিয়ে হাজারি গোলাপের তোড় কিভাবে বানানো যায়, সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্রেপ পেপার দিয়ে কাজ করতে ভালই লাগে। এর আগেও ক্রেপ পেপারের বেশ কয়েকটি কাজ আপনাদের সাথে শেয়ার করেছি। আশাকরি এবারের হাজারি গোলাপের তোড়াটিও আপনাদের ভালো লাগবে। হাজারি গোলাপের তোড়াটি বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো।হাজারি গোলাপের তোড়াটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি ক্রেপ পেপারসহ আরও কিছু উপকরণ । ক্রেপ পেপার দিয়ে হাজারি গোলাপের তোড়াটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।

প্রয়োজনীয় উপকরণ

d16.jpg

d17.jpg

১।সাদা টিসু কাগজ
২।কাঁচি
৩।কাঠি
৪।গাম
৫।সুতা
৬।দু'রং এর ক্রেপ পেপার

হাজারি গোলাপ ফুলের তোড়া তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d1.jpg

প্রথমে গোলাপী রং এর ক্রেপ পেপার ২ ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি হাজারি গোলাপ ফুল বানানোর জন্য।

ধাপ - ২

d2.jpg

d3.jpg

কেটে নেয়া গোলাপী কাগজটিকে দু'ভাঁজ করে নিয়েছি। এবং জামায় কুচি দেয়ার মতো করে কুচি দিয়ে নিয়েছি।

ধাপ - ৩

d4.jpg

d5.jpg

নিচের দিকে সুতা দিয়ে বেঁধে নিয়েছি। এবং একটি বানানো গোলাপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি।

ধাপ - ৪

d6.jpg

d7.jpg

d8.jpg

d10.jpg

সবুজ রং এর ক্রেপ পেপার চিকন করে কেটে নিয়েছি। এবং তা কাঠির মধ্যে প্যাচিয়ে নিয়েছি। একিভাবে আরও কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ - ৫

d11.jpg

d12.jpg

কিছু পাতা ও কলি বানিয়ে নিয়েছি।

ধাপ - ৬

d13.jpg

d14.jpg

d15.jpg

এবার সাদা রং এর টিস্যু পেপার কেটে নিয়েছি তোড়া বানানোর জন্য। সাদা টিস্যু পেপারের উপর বানানো ফুল,কলি ও পাতা রেখে প্যাচিয়ে তোড়া বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

d18.jpg

গোলাপী রং এর লেস দিয়ে ব বানিয়ে তোড়ায় লাগিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে।

উপস্থাপন

d18.jpg

d20.jpg

d15.jpg

আশাকরি আমার আজকে ক্রেপ পেপার দিয়ে বানানো হাজারি গোলাপের তোড়াটি দিয়ে ফুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ বিকাল।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 yesterday 

ভীষণ সুন্দর প্রতিভা আপনার। আপনি সব সময় অনেক নতুনত্ব জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন যা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আজকের এই গোলাপের তোড়াটিও ভীষণ সুন্দর তৈরি করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার এমন সুন্দর দক্ষতা দেখে ধন্যবাদ।

 3 hours ago 

গোলাপের তোড়া অনেক সুন্দর হয়েছে। দারুন একটি গোলাপের তোড়া তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো।