ডাই পোস্টঃ কাপড় দিয়ে চুড়ি তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১লা মাঘ শীতকাল, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে ডাই পোস্ট।কিছুদিন আগে কাপড়ের গলার মালা ও কানের দুল বানানো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারই সাথে মিলিয়ে আজ বানালাম হাতের চুড়ি। কাপড়ের তৈরি এ ধরনের গহনার সেট শাড়ী বা থ্রিপিস এর সাথে পরলে বেশ ভালো লাগে। আর আজকাল বেশ চলছে এ ধরনের কাপড়ের গহনা। আমারও বেশ প্রিয় এই গহনাগুলো। ড্রেস এর সাথে মিলিয়ে পড়লে বেশ ভালো লাগে দেখতে।এবং ফ্যাশন এবেলও বটে। আর দেখতেও বেশ ভালো লাগছে।কাপড়ের চুড়ি বানাতে আমি ব্যবহার করেছি কাপড় সহ আরও কিছু উপকরণ। যা সবিস্তারে নিম্নে প্রদত্ত করা হয়েছে। তাহলে দেরি না করে চলুন দেখে নেই বন্ধুরা কিভাবে তৈরি করলাম আজকের উপস্থাপিত কাপড়ের চুড়িটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। প্রিন্টেড কাপড়
২।গাম
৩।কাঁচি
৪।রুপালী পুথি
৫।সুঁই
৬।সুতা
৭।চুড়ির প্লাস্টিকের বেস
৮।কড়ি
কাপড়ের চুড়ি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে প্রিন্টেড কাপড় ১ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি।
ধাপ-২
কেটে নেয়া কাপড়ের দু'পাশ ভাঁজ করে নিয়েছি। চুড়ির বেস এ গাম লাগিয়ে কাপড়টি প্যাচিয়ে নিয়েছি। সম্পূর্ণ চুড়িটি প্যাচানো হয়ে গেলে কাপড়ের শেষ অংশ সেলাই করেনিয়েছি। আর এভাবেই সম্পূর্ণ চুড়িটি কাপড় দিয়ে প্যাচিয়ে নিয়েছি।
ধাপ-৩
এবার একটি সুতায় কড়ি ঢুকিয়ে নিয়েছি। কড়ি ঢুকানোর পর দুইটি রুপালী পুথি গেঁথে নিয়েছি। এই কড়ি ও পুথি সেলাই করে চুড়ির বেস এ লাগিয়ে নিয়েছি। একইভাবে চুড়ির চার পাশে চারটি সেলাই করে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার চারটি পুথি সুতায় গেঁথে নিলাম। এবং তা সেলাই করে প্রতিটি কড়ির মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সেলাই করে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম কড়ি ,পুথি ও কাপড় দিয়ে একটি সুন্দর চুড়ি।
উপস্থাপন
আশাকরি আজকে কাপড়ের তৈরি চুড়িটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই |
---|---|
ক্যামেরা | Samsung Galaxy A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Daily task
অসাধারণ আপু আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কাপড় দিয়ে চুড়ি তৈরি করেছেন। কাপড় দিয়ে চুড়ি তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। চুড়ি দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
কাপড় দিয়ে চুড়ি তৈরির অনেক সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পুঁথি ব্যবহার করার কারণে এটা আরো বেশি সুন্দর হয়েছে।
ঠিক বলেছেন ভাইয়া পুথি ব্যবহার করার জন্য অন্য রকম সুন্দর লাগছে চুড়িটি। ধন্যবাদ ভাইয়া।
এই ধরনের অর্নামেন্ট গুলো খুবই জনপ্রিয়। আমার কাছে এইগুলো ভালো লাগে তবে এগুলো কখনো ইউজ করা হয়নি। আপনি কাপড় দিয়ে খুব সুন্দর ভাবে এটা তৈরি করেছেন আপু। দেখে বোঝাই যাচ্ছে না এটা কাপড় দিয়ে তৈরি করা। খুবই চমৎকার হয়েছে এগুলো। ধন্যবাদ আপনাকে।
আজকাল বেশ চলছে এ ধরনের গহনা। ড্রেস এর সাথে মেচিং করে পরে সবাই। ধন্যবাদ আপু।
আপনি দেখছি সুন্দর সুন্দর জুয়েলারি বানাচ্ছেন যা ভীষণ চমৎকার লাগে।আজকেও আপনি চমৎকার সুন্দর কাপড়ের তৈরি চুড়ি বানিয়েছেন যা ভীষণ সুন্দর হয়েছে। এরকম চুড়ি পড়লে খুবই ভালো লাগে।ধাপে ধাপে কাপড় দিয়ে চুড়ি তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।
আমার পছন্দের কাজের মধ্যে একটি হলো বিভিন্ন ডিজাইন এর গহনা বানানো। তাই মাঝে মাঝেই শেয়ার করার চেস্টা করি।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
কাপড় দিয়ে চুড়ি তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুক্ত হলাম। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দর আইডিয়া নিয়ে এই চুড়ি তৈরি করেছেন।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
কাপড় ব্যবহার করে চুড়ি তৈরি করার বিষয়টা কিন্তু অনেক দারুন ছিল। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনার তৈরি করে এই চুড়ি দেখতে। শেষে গহনার পুরো সেটের ফটোগ্রাফি টা শেয়ার করলেন দেখে ভালো লাগলো। শাড়ির সাথে এগুলো পড়লে কিন্তু খুব দারুণ লাগবে।
এই গহনাগুলো শাড়ির সাথে যেমন ভালো লাগে তেমনই থ্রিপিস এর সাথেও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।
আমার কাছে পুরোটাই খুব সুন্দর লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর ডাই তৈরি করতে পারেন। আসলে চেষ্টা করার ফলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনি আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে সুন্দর সুন্দর গহনা তৈরি করতে পারছেন। এভাবে যদি চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর ডাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপু সুন্দর একটা চুড়ি তৈরি করে শেয়ার করার জন্য।
আমি প্রতিনিয়ত চেস্টা করছি নতুন নতুন কাজ করার। ধন্যবাদ ভাইয়া।