ডাই পোস্টঃ কাগজ দিয়ে পাখি তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১৬ই আষাঢ় আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ৩০শে জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি কাগজ দিয়ে একটি পাখি বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাই কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি।আর কাগজের বানানো জিনিসগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। বাচ্চাদেরও বেশ পছন্দ এই ধরনের কাগজের তৈরি জিনিস গুলো। স্কুলেও আজকাল এই ধরনের কাগজের তৈরি বিভিন্ন জিনিস বাচ্চাদের শেখানো হচ্ছে তাদের সৃজনশীলতা বৃদ্ধির জন্য । পাখিটি বানানো বেশ সহজ যে কেউ চাইলেই বানাতে পারবেন আশাকরি। পাখিটি বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিল মনে হচ্ছে পাখি বসে আছে। আর লাল রং এর কাগজ দিয়ে মাথার ঝুটিটি দেয়ার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।কাগজের পাখি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি সাদা ও লাল রং এর কাগজ সহ আরও কিছু উপকরণ ।পাখিটি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।
প্রয়োজনীয় উপকরণ
১।দু'রং এর কাগজ
২।পেন্সিল
৩।গাম
৪।কালো রং এর সাইন পেন
৫।কাঁচি
কাগজ দিয়ে পাখি তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
প্রথমে সাদা রং এর কাগজে দু'টো বৃত্ত এঁকে নিয়েছি গ্লাসের ঢাকনার সাহায্যে।
ধাপ - ২
কেটে নেয়া বৃত্ত দু'টোকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ - ৩
ভাঁজের এক পাশ কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবং পেন্সিল দিয়ে বাঁকা করে নিয়ে পাখির পাখা বানিয়ে নিয়েছি।
ধাপ - ৪
ছোট দু'টো বৃত্ত কেটে নিয়েছি সাদা কাগজ দিয়ে পাখির মুখ বানানোর জন্য।
ধাপ - ৫
লাল রং এর কাগজ দিয়ে পাখির ঠোঁট কেটে নিয়েছি।এবং তা ছোট দু'টো বৃত্তের মাঝে রেখে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৬
পাখির লেজ বানানোর জন্য এক টুকরো সাদা কাগজ কেটে নিয়েছি। কাটা কাগজের এক পাশ চিকন চিকন করে কেটে নিয়েছি। কাটা অংশগুলো পান্সিলের সাহায্যে বাঁকা করে নিয়েছি।
ধাপ - ৭
এবার পাখিটির বানানো সকল অংশ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং লাল রং এর কাগজ কেটে একটি ঝুটি বানিয়ে তাও পাখির মাথায় লাগিয়ে দিয়েছি।
ধাপ-৮
সব শেষে কালো সাইন পেন দিয়ে চোখ এঁকে কাগজের পাখি বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে কাগজ দিয়ে বানানো পাখিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৩০শে জুন, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1939722653167996987
Link
https://x.com/selina_akh/status/1939724537949814852
https://x.com/selina_akh/status/1939725181813236138
https://x.com/selina_akh/status/1939725856429294053
https://x.com/selina_akh/status/1939727150506295448
https://x.com/selina_akh/status/1939727755358478720
Upvoted! Thank you for supporting witness @jswit.
কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে কাগজ দিয়ে পাখি তৈরি করেছেন। আপনার তৈরি করা পাখি টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে তৈরি করার চেষ্টা করেছেন।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
কাগজ দিয়ে খুব সুন্দর করে পাখি তৈরি করেছেন। আপনার এমন কারুকার্য আমার ভীষণ ভালো লাগে। কাগজ কেটে বা কাগজ ভাঁজ করে সুন্দর সুন্দর জিনিস তৈরি করার দক্ষতা আপনার মধ্যে খুব সুন্দর ভাবে রয়েছে। আজকের এই পাখিটি ভীষণ সুন্দর করে তৈরি করেছেন আপনি বেশ ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আপু।
বাহ আপু আপনি তো কাগজ দিয়ে খুব চমৎকার পাখি বানিয়েছেন। তবে আপনার বানানো পাখি কিন্তু অসাধারণ হয়েছে। বিশেষ করে লাল কাগজ দিয়ে পাখির উপরে ঝুটিটি দেওয়ার কারণে বেশি চমৎকার লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে কাগজ দিয়ে পাখি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আমারও তাই মনে হয়। লাল ঝুটি দেয়ায় পাখিটি বেশি সুন্দর লাগছে।
সব সময় আপনি কাগজ দিয়ে খুবই সুন্দর কিছু জিনিস তৈরি করে আসছেন৷ আজকে যেভাবে আপনি কাগজ দিয়ে এত সুন্দর একটি পাখি তৈরি করেছেন এবং সেটি আমাদের মাঝে এত চমৎকারভাবে ধাপে ধাপে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এটি যখন আপনি শেষ পর্যন্ত তৈরি করেছেন এটিকে মনে হচ্ছে যেন একেবারে বাস্তবের একটি পাখি৷ এখনই যেন এখান থেকে উড়ে যাবে৷
কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার বেশ ভাল লাগে। তাই সব সময় করার চেস্টা করি।