ডাই পোস্টঃ ক্লে দিয়ে জিরাফ তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল,৩১শে আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি ক্লে দিয়ে একটি জিরাফ বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতে অনেক সুন্দর হয় যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ ।তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ কিউট লাগছিল দেখতে। জিরাফটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ ।জিরাফটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।টুথপিক
ক্লে দিয়ে জিরাফ তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
প্রথমে হাল্কা বাদামী রং এর ক্লে দিয়ে বল বানিয়ে নিয়েছি। এবং হাতের সাহায্যে বলের এক পাশে কিছুটা লম্বা করে নিয়ে জিরাফের শরীর বানিয়ে নিয়েছি।
ধাপ - ২
আবারাও কিছুটা ক্লে নিয়ে দু'পা বানিয়ে নিয়েছি। এবং জিরাফের শরীরের সাথে লাগিয়ে দিয়েছি।
ধাপ - ৩
আবারও কিছুটা ক্লে লম্বা করে নিয়ে জিরাফের আরও দু'টো পা বানিয়ে নিয়েছি। এবং তা জিরাফের শরীরের সাথে লাগিয়ে দিয়েছি।
ধাপ - ৪
কিছুটা ক্লে গোল করে নিয়ে জিরাফের মাথা বানিয়ে নিয়েছি। সেই সাথে দু'টো কান বানিয়ে মাথার সাথে লাগিয়ে দিয়েছি।
ধাপ - ৫
ক্লে লম্বা করে নিয়ে দুটো শিং বানিয়ে নিয়েছি। এবং মাথার সাথে লাগিয়ে দিয়েছি।
ধাপ - ৬
সাদা ক্লে চ্যাপ্টা করে মুখের দিকে লাগিয়ে দিয়েছি। এবং টুথপিক দিয়ে দু"টো ফুটো করে নাক বানিয়ে দিয়েছি।সাদা,নীল ও কালো রং এর ক্লে দিয়ে জিরাফের চোখ বানিয়ে দিয়েছি। এবং কালো সাইন পেন দিয়ে চোখের পাপড়ি এঁকে নিয়েছি।
ধাপ-৭
সবশেষে বানানো মাথায় একটি টুথপিক ঢুকিয়ে জিরাফের শরীরের সাথে যুক্ত করে দিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য জিরাফের সম্পূর্ণ শরীরে খয়েরি সাইন পেন দিয়ে ডট ডট দিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো ক্লে দিয়ে জিরাফটি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে ক্লে দিয়ে বানানো জিরাফটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৩১শে আগস্ট, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
ওয়াও আপু! 🌸 সত্যিই দারুণ লাগলো আপনার তৈরি করা ক্লে জিরাফটি। ধাপে ধাপে যেভাবে উপস্থাপন করেছেন তাতে কাজটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনার সৃজনশীলতা এবং ধৈর্যের প্রশংসা না করে উপায় নেই। দেখতে সত্যিই অনেক কিউট হয়েছে জিরাফটি। এভাবে আরও অনেক সুন্দর ক্লে ক্রাফট দেখতে চাই আপনার কাছ থেকে ধন্যবাদ।
সহজ করে দেখানোর চেস্টা করেছি। যাতে যে কেউ বানাতে পারেব। ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1962180595347497385
ক্লে দিয়ে জিরাফ তৈরি করার পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন আপু। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপনি।
ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আমার বানানো ক্লের জিরাফ ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
Link
https://x.com/selina_akh/status/1962183448606773495
https://x.com/selina_akh/status/1962181834680537412
https://x.com/selina_akh/status/1962182839711240508
ওয়াও অসম্ভব সুন্দর আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার সুন্দর করে তৈরি করেছেন আপনি জিরাফটি। ভীষণ সুন্দর এবং কিউট দেখতে হয়েছে জিরাফটি। চমৎকার সুন্দর এমন জিরাফ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার বানানো ক্লের জিরাফটি আপনার কাছে কিউট লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
বাহ আপু আপনি তো অনেক সুন্দর করে ক্লে দিয়ে জিরাফ তৈরি করেছেন। আসলে ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানাতে একটু সুবিধা হয়। তবে আপনার বানানো জিরাফ কিন্তু অসাধারণ হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন।
ঠিক বলেছেন ক্লে দিয়ে সহজেই যে কোন জিনিস বানানো যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।