ডাই প্রজেক্টঃ ক্লে দিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। প্রত্যাশা করি সবাই ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৭ই আস্বিন, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ.।২২শেসেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ ।আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d21.jfif

d1.jfif

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোস্টটি হল ডাই পোস্ট । আজ আমি ক্লে দিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করেছি। আজ কি তৈরি করবো ভাবতে ভাবতে মনে হলো যে গরম পড়েছে তাতে কিছু আইসক্রিম বানাই। সেই চিন্তা থেকে ক্লে দিয়ে আইসক্রিম এর ডাইটি বানানলাম। আর ক্লের কাজগুলো দেখতে বেশ ভালই লাগে। বানানোর পর আমারও বেশ ভালো লেগেছে।আজকের বিভিন্ন ধরনের আইসক্রিম এর ডাই প্রজেক্টটি তৈরিতে, আমি ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক বিভিন্ন ধরনের আইসক্রিম এর ডাই প্রজেক্টটি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

d18.jfif

১।বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস

বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d17.jfif

প্রথমে লাল রং ক্লে দিয়ে আইসক্রিম এর শেপ তৈরি করে নিলাম।

ধাপ-২

d16.jfif

d15.jfif

এরপর সাদা ও সবুজ রং ক্লে লাল রং এর ক্লের এক পাশে লাগিয়ে নিলাম।তরমুজ এর আইসক্রিম বানানোর জন্য।

ধাপ-৩

d14.jfif

d13.jfif

d12.jfif

এবার অফহোয়াই রং এর ক্লে দিয়ে আইসক্রিম এর কাঠি বানিয়ে নিলাম। এবং তা বানানো আইসক্রিম এর লাগিয়ে দিলাম। এবং কালো রং এর সাইন পেন দিয়ে কিছু ডট দিয়ে নিলাম। তরমুজের বিচি বুঝানোর জন্য।

ধাপ-৪

d11.jfif

d10.jfif

এবার অরেঞ্জ আইসক্রিম বানানোর জন্য কমলা রং এর ক্লে দিয়ে আইসক্রিম শেপের মতো করে তৈরি করে নিয়েছি। এবং নিচের দিকে অফহোয়াইট রং এর ক্লে দিয়ে ডেউ ডেঊ ডিজাইন করে নিয়েছি।

ধাপ-৫

d04.jfif

d9.jfif

অফহোয়াইট ক্লে দিয়ে আইসক্রিম এর কাঠি বানিয়ে নিয়ে তা বানানো অরেঞ্জ আইসক্রিম এর সাথে লাগিয়ে নিলাম। আর এভাবেই তৈরি করে নিলাম অরেঞ্জ আইসক্রিমটি।

ধাপ-৬

d8.jfif

এবা্র কোন আইসক্রিম বানানোর জন্য গোলাপী রং এর ক্লে তিনকোনা শেপ এর মত করে বানিয়ে নিলাম। এবং তার উপর ক্লে টুলস দিয়ে ডিজাইন করে নিলাম।

ধাপ-৭

d7.jfif

এ্বার বানানো তিনকোনা ক্লেটি গোল করে নিলাম।

ধাপ-৮

d6.jfif

d5.jfif

d4.jfif

d3.jfif

এবার কমলা রং এর ক্লে লম্বা করে নিলাম। এবং তা গোল করে কোনের সাথে লাগিয়ে নিলাম। একইভাবে লাল ও ক্লে একইভাবে কমলা ক্লের উপর গোল করে লাগিয়ে নিলাম। এবং একইভাবে হ্লুদ রং এর ক্লে লাগিয়ে নিলাম প্যাচিয়ে। যাতে দেখতে কোন আইসক্রিম এর মতো মনে হয়।

ধাপ-৯

d2.jfif

বিভিন্ন রং এর ক্লে গোল করে কোন আইসক্রিম উপর বসিয়ে দিলাম। যাতে কোন আইসক্রিমটি দেখতে সুন্দর লাগে।

ধাপ-১০

d19.jfif

d1.jfif

এবার আইসক্রিমগুলো সাজানোর জন্য একটি প্লেট বানিয়ে নিলাম বেগুনী রং এর ক্লে দিয়ে। এবং তার উপর বানানো আইসক্রিমগুলো সাজিয়ে নিলাম। ব্যাস তৈরি আমার ক্লে দিয়ে বানানো বিভিন্ন ধরনের আইসক্রিম।

উপস্থাপন

d20.jfif

d22.jfif

আশাকরি ক্লে দিয়ে আমার বানানো বিভিন্ন ধরনের আইসঅক্রিম ডাই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina75
মোবাইলRedmi A-5
তারিখ২২শে সেপ্টেম্বর,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

Sort:  
 last year 

ক্লে দিয়ে মন মত কাজ করা যায়। খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আপনি খুব সুন্দর তিনটা আইসক্রিম তৈরি করেছেন। আইসক্রিমটা বেশ লোভনীয় লাগছে দেখতে। কোন আইসক্রিম টা দেখে বেশ লোভনীয় লাগছে। খুব সুন্দর ভাবে আইসক্রিমগুলো তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাইপ্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ঠিক বলেছেন ক্লে দিয়ে মনের মতো করে কাজ করা যায়। আর দেখতেও সুন্দর হয় ক্লের তৈরির জিনিসগুলো। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনার পরিকল্পনাটি অনেক ভালো ছিল। যা গরম পড়েছে এত অবস্থায় আইসক্রিম না হলে কি হয়। যদিও সেটা ক্লে দিয়ে আইসক্রিম তারপরও আপনি অনেক চমৎকার ভাবেই তৈরি পদ্ধতি গুলো দেখিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

 last year 

সত্যি আপু ক্লে দিয়ে যেকোনো জিনিস তৈরি করতে যেমন ভালো লাগে। তেমনি আমার রংবেরঙের জিনিস গুলো দেখতে আরও ভালো লাগে। আজকে আপনি বিভিন্ন স্টাইলের আইসক্রিম তৈরি করলেন যা দেখে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না।

 last year 

ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে যে কোন জিনিস বানাতে বেশ ভালো লাগে। তাই আমি মাঝে মাঝেই বিভিন্ন জিনিস বানাই। মতামতের জন্য ধন্যবাদ।

 last year 

ক্লে দিয়ে আইসক্রিম বেশ চমৎকার হয়েছে আপু। কোন আইসক্রিম কাঠি আইসক্রিম দুইটাই আছে দেখছি। ক্লে দিয়ে আইসক্রিম টা বেশ চমৎকার তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে। এবং পোস্ট টা খুবই সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করে শেয়ার করেছেন। সত্যিই আপনার হাতের কাজের দক্ষতা দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি আপু। এত সুন্দর ভাবে আইসক্রিম তৈরির ধাপ গুলো আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

পছন্দের কাজ হলে সবাই সুন্দর করে বানাতে চায়। তাই আমিও চেস্টা করেছি। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর আইসক্রিম তৈরি করেছেন। আপনার আইসক্রিম তৈরি করা কিন্তু আমার কাছে বেশ দারুন লাগলো। অনেক সুন্দর হয়েছে আপনার আইসক্রিমগুলো। আসলে আমরা খুব সহজেই ক্লে দিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে দেখাতে সক্ষম যদি সে দক্ষতা থাকে।

 last year 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

অসাধারণ আপু অসাধারণ আপনি ক্লে দিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে সময়োপযোগী একটি ডাই পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার হাতে তৈরি ক্লে দিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম এর কালার কম্বিনেশনটা ছিল অনেক সুন্দর দেখার মত। সবকিছু মিলিয়ে অনেক সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে আইসক্রিমগুলো তৈরি করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

ক্লে দিয়ে বিভিন্ন ধরনের আইসক্রিম তৈরি করার খুবই সুন্দর পদ্ধতি আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন আপু। আপনি তো দেখতে একদম গরমের দিনে সময় উপযোগী জিনিস তৈরি করে হাজির হয়ে দিয়েছেন। এই আইসক্রিম গুলো দেখেই যেন খেয়ে ফেলতে ইচ্ছা করছে।

 last year 

আমারও তাই করতে ইচ্ছে হয়েছিল। কিন্তু সম্ভব হলো না ক্লের তৈরির বলে। মন্তব্যের জনয ধন্যবাদ ভাইয়া।