DIY পোস্ট - ❣️ " ক্লে দিয়ে মৌচাকসহ মৌমাছি তৈরি “
প্রিয় বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ক্লে দিয়ে মৌচাকসহ মৌমাছি তৈরি:
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।প্রতিনিয়ত আমি চেষ্টা করি নতুন নতুন পোস্ট নিয়ে।আজ চলে এলাম একটি ডাই পোস্ট নিয়ে।ডাই পোস্ট করতে গেলে সময়ের দরকার হয়।ক্লে দিয়ে যেকোন কিছু তৈরি করা হলে দেখতে খুবই সুন্দর হয়।আর এতে সৃজনশীলতার ও পরিচয় ঘটে।ক্লে দিয়ে তৈরি করা যেকোন কিছুই তৈরি করার পর দেখতে ও ভালো লাগে।আর সেই সব জিনিস দিয়ে ঘর সাজলে ও দেখতে দারুণ লাগে।আজ আমি ক্লে দিয়ে মৌচাকসহ মৌমাছি তৈরি করেছি।আশাকরছি আমার আজকের এই ডাই পোস্টটি আপনাদের সবার কাছে ভালো লাগবে।আসুন বন্ধুরা আগে দেখি এই ডাই পোস্টটি তৈরি করতে আমার কী কী উপকরণ লেগেছিলো—-
প্রয়োজনীয় উপকরনঃ
১.ক্লে
২.আক্রেলিক রঙ
৩. কার্ড বোর্ড
৪.তুলি
ধাপ-১
আমি প্রথমে কার্ডবোর্ডের উপর হলুদ রঙের ক্লে নিয়ে ছড়িয়ে দিব।আকৃতিটা মৌচাকের মতো করে নিলাম।এরপর রংতুলির পেছনের দিক দিয়ে গোল গোল ঘর করে নিলাম।এরপর সেই ভাজে ভাজে রং করে নিলাম।মধু বুঝাতে এই রঙটি ইউজ করেছি।
ধাপ-২
এরপর আমি ক্লে দিয়ে গাছের ডাল তৈরি করে নিলাম।এরপর সবুজ ক্লে দিয়ে পাতা তৈরি করে গাছের ডালে লাগিয়ে দিলাম।
ধাপ-৩
এবার আমি কার্ডবোর্ডের উপর রং করে নিলাম।
ধাপ-৪
এরপর আমি এক এক করে মৌমাছি তৈরি করে নিলাম।
ধাপ-৫
এরপর আমি মৌমাছি গুলো মৌচাকে বসিয়ে দিলাম।এর মধ্যে দিয়ে আমার আজকের ডাই পোস্টটি করা শেষ হয়ে গেলো।কেমন হলো বন্ধুরা ?আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যে অনেক বেশি উৎসাহ পেয়ে থাকি আমি।
উপস্থাপনা
ডিভাইস-আই প্যাড
আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।
আজকে আপনি ক্লে দিয়ে মৌচাকসহ মৌমাছি তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো।“ওয়াও! দারুণ সৃজনশীল কাজ, মৌচাক আর মৌমাছির ডিটেইলগুলো খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন।“অসাধারণ হস্তশিল্প! ক্লে দিয়ে এত সুন্দরভাবে প্রকৃতির প্রতিচ্ছবি তুলে ধরা সত্যিই প্রশংসনীয়।”“প্রকৃতির সৌন্দর্যকে ক্লে-আর্টে তুলে ধরার ভিন্নধর্মী প্রচেষ্টা, সত্যিই কৃতিত্বের দাবিদার।”
ধন্যবাদ আপু আপনাকে
মৌচাকসহ মৌমাছি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। দারুন একটি হাতের কাজ আপনি শেয়ার করেছেন আপু।
অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু। ক্লে দিয়ে মৌচাকসহ মৌমাছি তৈরি করার পদ্ধতি দেখে খুবই ভালো লেগেছে আপু। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।
একেবারে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি এখানে এই মৌমাছি সহ মৌচাক তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে বাস্তবের মনে হচ্ছে। এটি যেভাবে আপনি একের পর এক ধাপে ধাপে শেয়ার করেছেন তা যেভাবে খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এটি তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন৷ যা দেখে বোঝা যাচ্ছে৷ তবুও শেষ পর্যন্ত যখন এটিকে আমরা দেখলাম তখন আপনার কষ্টগুলো যেন এক মুহূর্তেই সুখে পরিণত হয়ে গেল বলে আমি মনে করি