DIY পোস্ট -❣️ " ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি "

in আমার বাংলা ব্লগ5 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে ফুলদনি ও ফুল তৈরিঃ


photocollage_20257215154519.jpg

20250702_124336.jpg

20250702_124223.jpg

20250702_124028.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করতে।সময় সুযোগ যদিও কম।তবে সময় পেলেই আমি ডাই পোস্ট শেয়ার করার চেষ্টা করি।ডাই পোস্ট গুলো সৃজনশীলতা কে প্রকাশ করতে সাহায্য করে।আর আমি সৃজনশীল কাজগুলো করতে ভীষণ পছন্দ করি। আজকে আমি হাজির হয়েছি ফুলদানি সহ ফুল নিয়ে।আমার আজকের ডাই পোস্টটি আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।আসুন,আগে দেখি এই ডাই পোস্টটি করতে আমার কি কি উপকরন লেগেছিল---

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.টুথপিক
৩.কার্ডবোর্ড

20250702_120203.jpg

কার্য প্রনালীঃ

ধাপ-১


20250702_122308.jpg

20250702_122347.jpg

ফুলদানি তৈরি করার জন্য আমি প্রথমে ছোট কার্ডবোর্ডের উপর ক্লে দিয়ে নিলাম।

ধাপ-২


20250702_122426.jpg

20250702_122453.jpg

এবার কিছু ক্লে নিয়ে লম্বা সুতার মতো করে নিলাম।এরপর দুটো সুতা পেচিয়ে একসাথে রেখে দিলাম।

ধাপ-৩


20250702_122648.jpg

এরপর পেঁচানো সুতাটি কার্ডবোর্ডের উপর পেঁচিয়ে দিয়ে দিলাম।এভাবেই ফুলদানিটি তৈরি করে নিলাম।

ধাপ-৪


20250702_122713.jpg

20250702_123416.jpg

এবার তো ফুল তৈরি করে নেয়ার পালা।আর তাই আমি অন্য কালারের একটি ক্লে নিয়ে নিলাম।এরপর আমি কতো গুলো পাপড়ি শেপ দিয়ে নিলাম।

ধাপ-৫


20250702_123617.jpg

এবার আমি অন্য কালারের ক্লে সামান্য নিয়ে গোল
করে তার চারপাশে পাপড়ি গুলো আটকে নিলাম। এর মধ্যে দিয়ে আমার ফুল তৈরি করা সম্পন্ন হলো।

ধাপ-৬


20250702_123851.jpg

20250702_123954.jpg

20250702_124036.jpg

এবার আমি টুথপিকের মধ্যে ফুল গুলো গেঁথে নিয়ে ফুলদানিতে রেখে দিলাম।এরই মধ্যে দিয়ে আমার ফুলদানি সহ ফুল তৈরি করা শেষ হয়ে গেলো।কেমন হলো বন্ধুরা?? আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে নতুন কিছু করার প্রেরণা যোগায়।

উপস্থাপনা


20250702_124223.jpg

20250702_124036.jpg

20250702_124028.jpg

পোস্ট বিবরন


.

শ্রেণীDIY
ক্যামেরাSamsungA20
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPpdnAT5Y3ME3g9xrvFbCY5GoAHxNjZvjLnGYSsx7iHk7Pi8t34WkFdogt6Utq...RbvMUEWeroDKkF34pXrcLgbPfW8g7dZWdauBiUrUpUmyUwu2SvVLdZr8DuNJYEbWtkYaLKuen5R43noLqn9Hs96fuxymUYhMcBwcn1C1TnB94G1ASASC4csTt.jpeg

আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmXA6ginRbBsbKGY2VtVnXzUUJNCrTg8j8t3NuJGgf2KbYWVhU7Jrqyce9L83...WTua1MfL8bS5n86P8qBxPck8BR8FK9eHFb5dHuLWpto3R67kU3RGRbSf6wa2FSG76B1iMbMgoB25UXx2E3gQeimcTJ8eJtoNPg4Hdrt5pVPv95MBMhUmbephnn.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ2cJZBsiyuMbbQNbt2XY3bPDP3soCEvgarH2Jwxn58HCSwZqnJoPtfVfPHher...wY69kxKpSTaaRvAhgoVHcEzSRjLEZbmDtEaYj8HD9yChYS3VBRSshnMyye5aADBsG7A3trLmC6HxuHAMcaRUZSYBbixATWJ57kq7vx1obAwfM1TFTYDCdbDCoo.gif

20250614_202147.jpg

Sort:  
 5 days ago 

ফুলদানিটি দেখতে কেমন সুন্দর হয়েছে তেমনি ফুলগুলো খুবই আকর্ষণীয় হয়েছে। চমৎকার একটি পোস্ট সবার মাঝে প্রদর্শন করেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

ক্লে দিয়ে তৈরি করা ফুলগুলো ভীষণ সুন্দর হয়েছে এবং ফুলদানিটি হয়েছে চমৎকার। একদম ইউনিক ভাবে তৈরি করেছেন ফুলদানিটি। ভীষণ সুন্দর হয়েছে আপনার ফুলদানি সহ ফুলগুলো।

 4 days ago 

আপু ক্লের তৈরি ফুল গুলো দেখতে অসাধারণ লেগেছে।আসলে ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 4 days ago 

ক্লে ব্যবহার করে যে কোন ধরনের জিনিস পত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে ফুলদানি সহ ফুল তৈরি করেছেন। আপনার তৈরি করা ফুল টি অসাধারণ হয়েছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল টি তৈরি করেছেন।

 3 days ago 

ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায়৷ আর আজকে আপনি যেভাবে ক্লে দিয়ে এত সুন্দর ফুলসহ ফুলদানি তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি এটি তৈরি করার ধাপগুলো যেভাবে একের পর এক শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফুলদানি সহ ফুল যখন আমি দেখলাম তখন মনে হচ্ছিল যেন একেবারে বাস্তবের ফুল দেখতে পাচ্ছি৷

 3 days ago 

ক্লে দিয়ে যেকোনো কিছু তৈরি করলে আসলেই দেখতে খুব সুন্দর লাগে। আপনার ডাই পোস্টটি দেখে মুগ্ধ হলাম অনেক দক্ষতার সাথে খুব সুন্দর ভাবে ডাই পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপু।