DIY পোস্ট - ❣️ " ক্লে দিয়ে জন্মদিনের কেক তৈরি "

in আমার বাংলা ব্লগ4 days ago

প্রিয় বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় ও বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশাকরি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে ভালো আছি।

আমি @shimulakter,"আমার বাংলা ব্লগ"এর একজন নিয়মিত ইউজার।আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার।আজ ও এর ব্যতিক্রম হয়নি।আমি আজ শেয়ার করবো একটি ডাই পোস্ট।আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ক্লে দিয়ে জন্মদিনের কেক তৈরিঃ


3308.jpg

3303.jpg

3302.jpg

3310.jpg

বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ শেয়ার করে নেবো একটি ডাই পোস্ট। ডাই পোস্ট করতে আমি ভীষণ পছন্দ করি।সময় সুযোগ পেলে ই আমি ডাই পোস্ট করতে বসে যাই।যেহেতু এখনো বাড়িতে আছি তাই ক্লে,রঙ,রঙতুলি কিছুই সাথে করে নিয়ে আসিনি।আর এজন্য আমি গতকাল মার্কেটে গিয়ে ক্লে নিয়ে এসেছি।আর আম্মুকে নিয়ে রিকশায় কিছু সময় ঘুরে শহরটা দেখিয়ে ও এসেছি।তাইতো আজ ডাই পোস্ট শেয়ার করতে পারছি।ডাই পোস্টে আজ থাকছে জন্মদিনের একটি কেক।জন্মদিনের কেক সব বাচ্চাদের ই ভীষণ পছন্দ।জন্মদিন ছাড়াই আমার ছেলে কেক অর্ডার করে খেয়ে থাকে।তাই ভাবলাম আজ বাচ্চাদের জন্মদিনের কেক তৈরি করি।কেকটি দেখে ছেলে কিন্তু ভীষণ খুশী।আসুন বন্ধুরা,আগে দেখি এই কেকটি তৈরি করতে আমার কি কি উপকরণ লেগেছিল ---

প্রয়োজনীয় উপকরনঃ

১.ক্লে
২.শক্ত কাগজ

3270.jpg

ধাপ-১


3272.jpg

3274.jpg

আমি প্রথমে শক্ত কাগজের উপর ক্লে দিয়ে দিলাম গোল গোল শেপ করে।

ধাপ-২


3276.jpg

3277.jpg

3278.jpg

এরপর ধাপে ধাপে আরো কিছু গোল গোল শেপ করে ক্লে দিয়ে কেকের আকৃতি করে নিলাম।

ধাপ-৩


3280.jpg

3281.jpg

এরপর আমি সাদা রঙের ক্লে দিয়ে পুরো কেকের উপর দিয়ে দিলাম।

ধাপ-৪


3283.jpg

3288.jpg

এরপর আমি হলুদ রঙের ক্লে দিয়ে কেকের উপর ডিজাইন করে নিলাম। আর কেকের নীচেও ক্লে দিয়ে ডিজাইন করে নিলাম।

ধাপ-৫


3293.jpg

3295.jpg

আমি ধাপে ধাপে নানা রঙের ক্লে দিয়ে কেকটি তৈরি করে নিচ্ছিলাম।

ধাপ-৬


3309.jpg

এটাই কেক তৈরি করে নেয়ার শেষ ধাপ।আমি কেকের উপরটা ক্লে দিয়ে ফুল তৈরি করে সাজিয়ে নিলাম।তৈরি হয়ে গেলো জন্মদিনের কেক।কেকটি যদি কেটে দেখাতাম তবে দেখতে পেতেন কতো সুন্দর লেয়ার পরেছে কেকটিতে।কেমন লাগলো বন্ধুরা?? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।

উপস্থাপনা


3302.jpg

3307.jpg

3309.jpg

3308.jpg

পোস্ট বিবরন


শ্রেণীDIY
ক্যামেরাGalaxy A16
পোস্ট তৈরি@shimulakter
লোকেশনবাংলাদেশ

আজ আর নয়।আশাকরি আমার তৈরি করা ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লেগেছে।আপনাদের ভালো লাগার মাঝেই রয়েছে আমার সার্থকতা।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।আবার কোন নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব।

ধন্যবাদ সবাইকে

@shimulakter

আমার পরিচয়


আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।আমি এম এস সি(জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে।আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি স্বাধীনচেতা একজন মানুষ।ভালোবাসি বই পড়তে,নানা রকমের রান্না করতে,ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।

53.png

54.jpg

55.gif

Sort:  
 4 days ago 

ওয়াও ভীষণ সুন্দর হয়েছে আপনার শিল্পকর্মটি। ক্লে দিয়ে এতটাই নিখুঁতভাবে জন্মদিনের কেকটি তৈরি করেছেন দেখে মনে হচ্ছে এটা সত্যিকারের কেক। সবদিক বিবেচনা করলে বোঝা যায় আপনার তৈরি করা কাজের মধ্যে দারুন রকমের ক্রিয়েটিভিটি রয়েছে। সাধুবাদ জানাই আপনার ক্রিয়েটিভ কাজ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 days ago 

ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে যেমন ভাল লাগে তৈরি করতেও আমার কাছে ভালো লাগে। চমৎকার একটি কেক তৈরি করেছেন। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 days ago 

বাহ আপনিতো ক্লে দিয়ে খুব সুন্দর জন্মদিনের কেক তৈরি করেছেন। আর ক্লে দিয়ে কিছু বানালে দেখতে কিন্তু এমনিতে ভালো লাগে। তবে আপনার বানানো এই কেক কিন্তু অসাধারণ হয়েছে। এবং শুরু থেকে শেষ পর্যন্ত জন্মদিনের কেক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 days ago 

এই কেক দেখে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷ যেভাবে আপনি আজকের এই ক্লে দিয়ে এত চমৎকার একটি কেক তৈরি করে ফেলেছেন তা একেবারে চমৎকারভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এটি তৈরি করার ধাপগুলো একের পর খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত যখন দেখলাম তখন একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷