ডাই : ক্লে দিয়ে নয়নতারা ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 days ago

IMG_20250728_232544.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে নয়নতারা ফুল তৈরি।

আমাদের ছাদে একটা নয়ন তারা ফুল গাছ রয়েছে। এই ফুলের দিকে তাকালেই আমার কাছে ভীষণ ভালো লাগে। একদিন ফুলের দিকে তাকিয়ে মনে হলো এই ফুলটা আমি ক্লে দিয়ে তৈরি করতে পারি কিনা দেখি। সেই অনুসারে আমি ক্লে দিয়ে নয়ন তারা ফুল তৈরি করতে শুরু করি। কিন্তু নয়নতারা ফুলের কালারের ক্লে ছিল না। তার জন্য আমি দুইটা কালার মিক্স করে এই ফুলের সঠিক কালার তৈরি করে নিলাম। তবে এটাও কিন্তু খুবই কঠিন কাজ ছিল সঠিক কালার ম্যাচিং করা। তারপর ফুলটা তৈরী করার চেষ্টা করলাম ‌। বেশ অনেকটা সময় নিয়ে ফুলটা তৈরি করে নিলাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে ক্লে দিয়ে তৈরি ফুল হিসেবে অনেক ভালই হয়েছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ফুলটা সঠিকভাবে তৈরি করতে পেরেছি কিনা?

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20250724-WA0069.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• কাঁচি
• গাম
• কাঠি

IMG20250520105003.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি দুই কালারের ক্লে নিয়ে ফুলের সঠিক কালার ম্যাচিং করে নিলাম। এরপর এই ক্লেটাকে পাঁচটা ভাগে ভাগ করে নিলাম।

IMG-20250724-WA0041.jpg

ধাপ - ২ :

এরপরে আমি এই পাঁচ ভাগ দিয়ে একটা একটা করে ফুলের পাপড়ি তৈরি করে নিলাম।

IMG-20250724-WA0042.jpg

ধাপ - ৩ :

এরপরে আমি একটা ছোট কাঠের মধ্যে সবুজ কালারের ক্লে লাগিয়ে নিলাম। এরপরেই কাঠির উপরের অংশে ফুলের পাপড়ি গুলো জোড়া লাগানো শুরু করি।

IMG-20250724-WA0043.jpg

ধাপ - ৪ :

এভাবে একটা একটা করে ফুলের পাপড়ি গুলো জোড়া লাগিয়ে নিলাম। এরপরে মাঝখানের অংশে রানী গোলাপী কালার দিয়ে ছোট্ট একটা গোল করে ডিজাইন দিয়ে দিলাম।

IMG-20250724-WA0044.jpg

ধাপ - ৫ :

এই ডিজাইন এর ভিতরের অংশে হলুদ কালার দিয়ে দিলাম। ফুলের পাপড়ি গুলোর মধ্যে হালকা একটু মেকাপ দিয়ে ফুলের কালার কম্বিনেশন টা ম্যাচিং করে নিলাম।

IMG-20250724-WA0045.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250724-WA0070.jpg

IMG-20250724-WA0069.jpg

IMG-20250724-WA0068.jpg

IMG-20250724-WA0067.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

Sort:  
 2 days ago 

ক্লে দিয়ে কোন কিছু বানানোর এটা একটা মজা। পারফেক্ট বানাতে পারলে দেখতে একই রকম লাগে। আপনি বেশ সময় নিয়ে নয়নতারা ফুলটি বানিয়েছেন দেখেই বুঝা যাচ্ছে। আর তাইতো এতো পারফেক্ট হয়েছে। বেশ সুন্দর হয়েছে ফুলটি।

 yesterday 

হ্যাঁ সময় নিয়ে বানানোর কারণে এতটা পারফেক্ট হয়েছে।

Wow, @tasonya, this clay art is absolutely stunning! The নয়নতারা (Periwinkle) flower is beautifully recreated, and your dedication to matching the colors perfectly truly paid off. I'm impressed with the step-by-step guide; it makes the process seem so approachable. The final result is delicate and vibrant. Thanks for sharing your creative process with us; it's inspiring! I'm sure many will be eager to try this craft. What other flower might you create next?

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 2 days ago 

কে বলবে এগুলো ক্লে দিয়ে নয়নতারা বানিয়েছেন। হুবহু জ্যান্ত নয়ন তাঁরার মতো হয়েছে। দারুণ বানিয়েছেন আপু।যত্নসহকারে সময় নিয়ে বানিয়েছেন নয়ন তাঁরা ফুলটি তা বুঝতে পারছি। ধাপে ধাপে ফুলটি বানানো পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

ক্লে দিয়ে এত সুন্দর নয়ন তারা ফুল তৈরি করতে পেরে আমার খুব ভালো লেগেছে।

 2 days ago 

প্রথমে তো সত্যিকারের নয়নতারা ফুল ভেবে নিয়েছিলাম। আপনার হাতের কাজ দেখে প্রশংসা না করে পারছি না আপু। খুবই সুন্দর হয়েছে।

 yesterday 

আপনি প্রথমে সত্যিকারের নয়নতারা ফুল মনে করেছেন ভেবেই তো ভালো লাগলো।

 2 days ago 

Screenshot_2025-07-29-19-00-10-52_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 days ago 

আপনার নয়নতারা ফুল নিয়ে ভাবনা, তারপর সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টাটা সত্যিই প্রশংসনীয়। ক্লে দিয়ে নয়নতারা ফুল তৈরির সময় আপনি যে ধৈর্য, সৃজনশীলতা এবং রঙ মেলানোর জন্য যত্নবান হয়েছেন—তা এক কথায় অনুকরণীয়। রঙ মেলানো যেমন কঠিন, তেমনি ফুলের গঠন ঠিকমতো ফুটিয়ে তোলাও সহজ নয়। তবুও আপনি সেটা সফলভাবে করেছেন।

 yesterday 

আমি সব সময় দক্ষতার সাথে আর ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করি।

Upvoted! Thank you for supporting witness @jswit.