ডাই : ক্লে দিয়ে ফুলদানি সহ লিলি ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 days ago

IMG-20250724-WA0023.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে ফুলদানি সহ লিলি ফুল তৈরি।

ক্লে বিভিন্ন রকমের ফুল তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। এইজন্য আমি চিন্তা করলাম ক্লে দিয়ে লিলি ফুল তৈরি করব। কারণ এই ফুলটা আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে। আর ক্লে দিয়ে তৈরি করলেও এটা দেখতে অনেকটা অরজিনাল ফুলের মত লাগবে। এজন্য আমি খুব সুন্দর ভাবে ফুলগুলো তৈরি করে নিলাম। সত্যি বলতে এই ফুলগুলো তৈরি করার পর দেখতে আমার কাছে অনেকটা ভালো লেগেছে। এর কালার কম্বিনেশন টাও খুবই সুন্দর ছিল। সব মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ও অনেক ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20250724-WA0022.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল

IMG20250520105003.jpg

প্রয়োজনীয় বিবরণ :

প্রথমে আমি একটি রংয়ের কোটা নিলাম। এরপর এর চারপাশে ক্লে দিয়ে ভরাট করে সুন্দর একটা ফুলদানি তৈরি করে নিলাম।

IMG-20250724-WA0059.jpg

এরপরে আমি আমি কয়েকটা কাঠির মধ্যে কালো রঙের ক্লে দিয়ে ভরাট করে নিলাম।

IMG-20250724-WA0060.jpg

এরপর আমি লাল এবং হলুদ ক্লে দিয়ে একটা ফুল তৈরি করে নিলাম। ফুলটা কাঠির মধ্যে লাগিয়ে নিলাম।

IMG-20250724-WA0061.jpg

এভাবে আমি অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি।

IMG-20250724-WA0062.jpg

এরপর আমি সবুজ কালার দিয়ে কয়েকটা পাতা তৈরি করে নিলাম।

IMG-20250724-WA0063.jpg

এরপরে আমি ফুলগুলোকে একটা একটা করে ফুলদানির মধ্যে লাগিয়ে নিলাম।

IMG-20250724-WA0064.jpg

এরপরে আমি ফুলগুলোর চারপাশে পাতা দিয়ে ডিজাইন করে নিলাম।

IMG-20250724-WA0066.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250724-WA0022.jpg

IMG-20250724-WA0023.jpg

IMG-20250724-WA0024.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 days ago 

Screenshot_2025-08-16-10-32-11-51_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 days ago 

Screenshot_2025-08-16-10-32-11-51_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 days ago 

ক্লে দিয়ে ফুলদানি সহ লিলি ফুল তৈরি করেছেন। আপনার প্রতিটি ডাই প্রজেক্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেন এবং সেটা আমাদের মাঝে পর্যায়ক্রমে শেয়ার করেন সর্বোপরি আপনাকে ধন্যবাদ আপু।

 18 hours ago 

আমার কাছে খুব ভালো লাগে, ক্লে ব্যবহার করে কোনো কিছু তৈরি করতে।

 2 days ago 

ক্লে দিয়ে ফুলদানি সহ লিলি ফুল তৈরি করেছেন দেখে খুবই ভালো লেগেছে আপু। ফুল গুলো দেখতে খুবই চমৎকার লাগছে। অসাধারণ হাতের কাজ আপনি শেয়ার করেছেন।

 18 hours ago 

ফুল গুলো দেখতে চমৎকার লাগছে শুনে ভালো লাগলো ।

 2 days ago 

ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে কোন কিছু ঠিকভাবে বানালে বাস্তবের মতই লাগে। বেশ সুন্দর বানিয়েছেন লিলি ফুলগুলো। বেশ সুন্দর লাগছে দেখতে।

 18 hours ago 

আসলেই ঠিক ভাবে বানালে বাস্তবের মত মনে হয়।

 2 days ago 

লিলি ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। ক্লে দিয়ে কোন কিছু বানানো অনেক দক্ষতার কাজ। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে।

 18 hours ago 

ঠিক বলেছেন এগুলো হচ্ছে দক্ষতার কাজ।