ডাই : ক্লে দিয়ে তৈরি সুন্দর ফুল।

in আমার বাংলা ব্লগ2 months ago

IMG-20250522-WA0046.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ক্লে দিয়ে তৈরি সুন্দর ফুল করলাম।

ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করলে দেখতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে ক্লে বিভিন্ন কালারের হওয়াতে অনেক বেশি সুন্দর দেখায়। এইজন্য ছোট ছোট জিনিসপত্রগুলো তৈরি করলে দেখতে খুবই কিউট লাগে। কিছুদিন আগেই আমি তৈরি করেছিলাম কতগুলো ফুল দিয়ে খুব সুন্দর একটা শোপিস। যেটা দেখতে ছিল অনেক সুন্দর। এটা তৈরি করার পর আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে। এটা আমি আমার ঘরে সাজিয়ে রেখেছিলাম। এইজন্য আরো বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের ও অনেক ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20250522-WA0047.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• কাঁচি
• গাম
• কার্ডবোর্ড

IMG20250520105003.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কার্ডবোর্ড নিলাম। এরপর আমি কার্ডবোর্ড টাকে একটু লম্বা গোল করে কেটে নিলাম। এরপরে আমি সবুজ ক্লে দিয়ে উপরের অংশে ঘাসের মতো করে ডিজাইন করে নিলাম।

IMG-20250724-WA0030.jpg

ধাপ - ২ :

এরপরে আমি ছোট ছোট বল তৈরি করে একটা ফুল তৈরি করে নিলাম।

IMG-20250724-WA0031.jpg

ধাপ - ৩ :

এরপর একটা কাঠি এর মধ্যে ক্লে দিয়ে ভরাট করে নিলাম। এরপরে ফুলটা কেউ উপরের অংশে লাগিয়ে নিলাম।

IMG-20250724-WA0032.jpg

ধাপ - ৪ :

এভাবে আমি বেশ কয়েকটা ফুল তৈরি করে নিলাম। ফুলগুলোর মধ্যে সবগুলো কাঠি লাগিয়ে নিলাম।

IMG-20250724-WA0033.jpg

ধাপ - ৫ :

এরপর আমি ঘাস তৈরি করা অংশের মধ্যে একটা একটা করে ফুল জোড়া লাগানো শুরু করি।

IMG-20250724-WA0034.jpg

ধাপ - ৬ :

এভাবে আমি সবগুলো ফুল জোড়া লাগিয়ে নিয়েছি।

IMG-20250724-WA0035.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20250522-WA0045.jpg

IMG-20250522-WA0046.jpg

IMG-20250522-WA0047.jpg

IMG-20250522-WA0048.jpg

IMG-20250522-WA0049.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

IMG-20220501-WA0005.jpg

Posted using SteemPro

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

Sort:  
 2 months ago 

ওয়াও ক্লে দিয়ে বানানো ফুল গুলো দেখতে অসাধারণ লাগতেছে আপু।আপনি দারুণ দারুণ কিছু ফুল তৈরি করে আমাদের মাঝে উপহার দিয়েছেন।সব গুলো ফুল দেখতে দারুণ হয়েছে।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য

 2 months ago 

আমি অনেক বেশি পছন্দ করি ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে।

 2 months ago 

Screenshot_2025-08-03-21-48-06-42_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 months ago 

Screenshot_2025-08-04-14-48-40-92_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

 2 months ago 

ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন। ফুল গুলো তৈরি করতে সময় লাগলো দেখতে বেশ সুন্দর লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। কালার কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।

 2 months ago 

কালার কম্বিনেশন এতটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপনার ক্লে ফুলগুলো সত্যিই খুব নিখুঁত লাগছে।রঙের কম্বিনেশনগুলো খুবই চোখে লেগেছে।অসাধারণ কাজ! আপনি চাইলে এই কাজগুলো দিয়ে একটা আর্ট বোর্ড সাজাতে পারেন, দারুণ লাগবে। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

অনেক নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করেছি ফুল গুলো।

 2 months ago 

অসম্ভব ভালো লাগলো দেখে তোমার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ডাই গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ডাই তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। কালারফুল ফুল গুলো খুব ভালো হয়েছে। তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

দক্ষতাকে কাজে লাগিয়ে এই ধরনের কাজগুলো করতে ভালো লাগে।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin