দুটি পায়রার প্রাচীন গল্প

in #dovelast year

দুটি পায়রার প্রাচীন গল্প

একটি পায়রা সর্বদা তার বাসা পরিবর্তন করত। বাসা থেকে আসা তীব্র অপ্রীতিকর গন্ধ তার জন্য অসহনীয় ছিল।

একদিন সে এই নিয়ে এক বৃদ্ধ, অভিজ্ঞ পায়রার কাছে তিক্ত অভিযোগ করছিল। বৃদ্ধ পায়রা শুধু মাথা নেড়ে শেষ পর্যন্ত বলল:

  • তুমি বারবার বাসা পরিবর্তন করলেও কিছুই পরিবর্তন হবে না। যে গন্ধ তোমাকে বিরক্ত করছে তা বাসা থেকে নয়, তা আসলে তোমার থেকেই আসছে...